কলকাতা, 8 ডিসেম্বর : ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করে দলের প্রতি আস্থা প্রদর্শন করলেন হলদিয়া পৌরসভার কাউন্সিলররা। সাফ জানিয়ে দিলেন, তাঁরা দাদার(শুভেন্দু অধিকারী) অনুগামী নন । প্রত্যেকেই দিদির অনুগামী । শুভেন্দু অধিকারী দল ছাড়লে সামান্যতম কোনও অসুবিধা হবে না বলে দাবি করেন তাঁরা।
শুভেন্দু অধিকারীর দল ছাড়ার জল্পনার মাঝে আজ হলদিয়া পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে তৃণমূল ভবনে বৈঠক করেন ফিরহাদ হাকিম। এই বৈঠকে হলদিয়া পৌরসভার 29 জন কাউন্সিলরের মধ্যে 27 জন উপস্থিত ছিলেন । জানা গেছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে কাউন্সিলররা রয়েছেন কি না তা বৈঠকে সরাসরি জানতে চান ফিরহাদ হাকিম । তিনি স্পষ্ট বার্তা দেন, কারও যদি যাওয়ার ইচ্ছা থাকে সে চলে যেতে পারে । দলের উপর আস্থা রয়েছে বলে বৈঠকে কাউন্সিলররা জানিয়েছেন ।
আরও পড়ুন : মমতাই হিন্দু-মুসলিম দূরত্ব তৈরি করলেন : অধীর
রবিবার রাতে হলদিয়ার দুর্গাচকে পৌরপ্রধান সহ একাধিক কাউন্সিলরের সঙ্গে শুভেন্দু অধিকারী বৈঠক করেছেন বলে খবর । এরপরই কাউন্সিলরদের সঙ্গে তৃণমূল ভবনে বৈঠক করলেন ফিরহাদ হাকিম।
বৈঠক থেকে বেরিয়ে হলদিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সুধাংশু মণ্ডল বলেন, "বৈঠকে ফিরহাদ হাকিম দিদির আদর্শ মেনে দল করতে পরামর্শ দিয়েছেন। শুভেন্দু অধিকারী ছাড়লে দলের কোনও ক্ষতি হবে না।" হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দেবপ্রসাদ মণ্ডল বলেন, "আমাদের কাছে ফিরহাদ হাকিম জানতে চেয়েছিলেন আমরা দল ছেড়ে চলে যেতে চাইছি না চাইছি না। আমরা বলেছি চাইছি না।"