কলকাতা, 6 মে : কলকাতা পৌরনিগম পরিচালনার নতুন বোর্ডের নোটিফিকেশন জারি করল রাজ্য প্রশাসন । কলকাতা পৌর নিগমে আগামীকাল থেকেই বসতে চলেছে প্রশাসক। মুখ্য প্রশাসক হিসাবে পদে বসছেন ফিরহাদ হাকিম।
7 মে অর্থাৎ বৃহস্পতিবার শেষ হবে চলতি বোর্ডের মেয়াদ । 1980 সালের পৌর আইন অনুযায়ী, নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে প্রথম যে-দিন বৈঠক হবে সে-দিন থেকে পাঁচ বছর মেয়াদ থাকবে কাউন্সিলরদের । ওই বৈঠক হয়েছিল 2015 সালের 8 মে । সেই মতো 7 মে বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হওয়ার কথা । কিন্তু, বর্তমান কোরোনা পরিস্থিতি এবং তার জেরে চলতে থাকা লকডাউনের মাঝে ভোট করানো অসম্ভব । এই পরিস্থিতিতে 14 জন সদস্যকে নিয়ে প্রশাসনিক বোর্ড গঠন করা হল । ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ বাকি মেয়র পারিষদদের নিয়ে এই প্রশাসনিক বোর্ড গঠন করা হয়েছে । নির্বাচন যতদিন পর্যন্ত না হচ্ছে, ততদিন এই বোর্ড কলকাতা পৌরনিগমের দায়িত্বভার পালন করবে।
আগামীকাল থেকে এই নতুন প্রশাসনিক বোর্ড দায়িত্বভার পালন করবে । মুখ্য প্রশাসনিক পদে থাকছেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়রের পদে থাকছেন অতীন ঘোষ । বাকি সদস্যরা হলেন-
- দেবব্রত মজুমদার
- দেবাশিস কুমার
- মনজ়ার ইকবাল
- শামসুর জামান আনসারি
- তারক সিং
- ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়
- স্বপন সমাদ্দার
- আমিরউদ্দিন ববি
- রতন দে
- রাম পেয়ারে রাম
- অভিজিৎ মুখোপাধ্যায়
- বৈশ্বানর চট্টোপাধ্যায়