কলকাতা, 3 সেপ্টেম্বর: সিপিএমের হাতে আর পুলিশের হাতে আমরা মার খেয়ে খেয়ে বড় হয়েছি । রাজ শক্তি শেষ কথা বলে না, জন শক্তি শেষ কথা বলে । সৌগত রায়ের হুঁশিয়ারি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) । সৌগত রায় এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়েকে (CM Mamata Banerjee) নিয়ে কিছু বললে পিঠে তাল পড়বে । এই হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে ।
সম্প্রতি শিক্ষক নিয়োগ থেকে গরুপাচার, কয়লাপাচার-সহ একাধিক কাণ্ডে তৃণমূলের বড় থেকে ছোট নেতারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হচ্ছেন বা জেরার মুখে পড়ছেন । বহু জায়গায় সাধারণের ক্ষোভের মুখেও পড়তে হচ্ছে । আর এ বিষয় যাতে বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে আঙ্গুল না তোলেন তা নিয়ে গত কয়েক দিন ধরে হুঁশিয়ারি দিয়ে চলেছেন সাংসদ সৌগত রায় (Saugata Roy) ।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে দুর্নীতির রানি বললে পিঠে তাল পড়তে পারে, ফের বেফাঁস সৌগত
এ প্রসঙ্গেই এদিন কলকাতার মেয়র (Kolkata Mayor) ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি প্রথমে বলেন, "বিষয়টি জানি না ।" তবে তার পরেই বলেন, "আমরা গান্ধীবাদী । আমরা মার খেয়েছি । মমতা বন্দ্যোপাধ্যায় শরীরে এমন কোনও অংশ নেই যেখানে আঘাত পাবেন না । সিপিআইএম আমলে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল । আমি সিপিআইএমের হাতে মার খেতে খেতে বড় হয়েছি । আমরা অত্যাচারিতদের পাশে দাঁড়াই । রাজশক্তি শেষ কথা বলে না । জনশক্তি শেষ কথা বলে । যে মারে তার থেকে শক্তিশালী, যে মার খেয়ে প্রতিবাদ করে ।"