কলকাতা, 1 জানুয়ারি : পাকিস্তানের সঙ্গে BJP-র গোপন আঁতাতের অভিযোগ তুললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷ আজ দলের 22 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তারাতলায় 80 নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷
ফিরহাদ হাকিম বলেন, "নির্বাচন এলেই পুলওয়ামার ঘটনা ঘটে ৷ নির্বাচন এলেই বালাকোটের মত ঘটনা ঘটে ৷ নির্বাচন শেষ হয়ে গেলে না তো পুলওয়ামা হয় না বালাকোট ৷ সার্জিক্যাল স্ট্রাইক বন্ধ হয়ে যায় ৷ পাকিস্তানের আক্রমণও বন্ধ হয়ে যায় ৷ " প্রশ্ন তোলেন, "পাকিস্তানের সঙ্গে কি যোগসাজশ রয়েছে ? " এভাবেই সরাসরি BJP-র সঙ্গে পাকিস্তানের গোপন আঁতাতের অভিযোগ তোলেন তিনি ৷
পাশাপশি NRC ও CAA ইশুতেও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন ফিরহাদ হাকিম ৷