ETV Bharat / city

BJP-র সঙ্গে পাকিস্তানের গোপন আঁতাতের অভিযোগ ফিরহাদের - Firhad Hakim Attacks BJP

পাকিস্তানের সঙ্গে BJP-র যোগসাজশ রয়েছে ৷ আজ তারাতলায় দলীয় একটি সভামঞ্চ থেকে এই অভিযোগ তোলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷

Firhad Hakim attacks Central Government
ফিরহাদ হাকিম
author img

By

Published : Jan 1, 2020, 10:40 PM IST

কলকাতা, 1 জানুয়ারি : পাকিস্তানের সঙ্গে BJP-র গোপন আঁতাতের অভিযোগ তুললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷ আজ দলের 22 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তারাতলায় 80 নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷

ফিরহাদ হাকিম বলেন, "নির্বাচন এলেই পুলওয়ামার ঘটনা ঘটে ৷ নির্বাচন এলেই বালাকোটের মত ঘটনা ঘটে ৷ নির্বাচন শেষ হয়ে গেলে না তো পুলওয়ামা হয় না বালাকোট ৷ সার্জিক্যাল স্ট্রাইক বন্ধ হয়ে যায় ৷ পাকিস্তানের আক্রমণও বন্ধ হয়ে যায় ৷ " প্রশ্ন তোলেন, "পাকিস্তানের সঙ্গে কি যোগসাজশ রয়েছে ? " এভাবেই সরাসরি BJP-র সঙ্গে পাকিস্তানের গোপন আঁতাতের অভিযোগ তোলেন তিনি ৷

দেখুন ভিডিয়ো...

পাশাপশি NRC ও CAA ইশুতেও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন ফিরহাদ হাকিম ৷

কলকাতা, 1 জানুয়ারি : পাকিস্তানের সঙ্গে BJP-র গোপন আঁতাতের অভিযোগ তুললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷ আজ দলের 22 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তারাতলায় 80 নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷

ফিরহাদ হাকিম বলেন, "নির্বাচন এলেই পুলওয়ামার ঘটনা ঘটে ৷ নির্বাচন এলেই বালাকোটের মত ঘটনা ঘটে ৷ নির্বাচন শেষ হয়ে গেলে না তো পুলওয়ামা হয় না বালাকোট ৷ সার্জিক্যাল স্ট্রাইক বন্ধ হয়ে যায় ৷ পাকিস্তানের আক্রমণও বন্ধ হয়ে যায় ৷ " প্রশ্ন তোলেন, "পাকিস্তানের সঙ্গে কি যোগসাজশ রয়েছে ? " এভাবেই সরাসরি BJP-র সঙ্গে পাকিস্তানের গোপন আঁতাতের অভিযোগ তোলেন তিনি ৷

দেখুন ভিডিয়ো...

পাশাপশি NRC ও CAA ইশুতেও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন ফিরহাদ হাকিম ৷

Intro:এবারে সরাসরি পাকিস্তানের সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগ তুললেন ফিরহাদ হাকিম। দলের প্রতিষ্ঠা দিবস এর মঞ্চ থেকে তার অভিযোগ, নির্বাচন এলেই পুলওমা মত সার্জিক্যাল স্ট্রাইক চালায় বিজেপি।কিন্তু নিবাচন মিটে গেলে আর কোনও সার্জিক্যাল স্ট্রাইক হয়না সার্জিক্যাল স্ট্রাইক হয়না। পাকিস্তানের সঙ্গে বিজেপির গেম সেট করা রয়েছে। গেম সেট এর কারণেই পাকিস্তান অন্যান্য সময় বড় রকম আক্রমণ করেনা ভারতের ওপর। এই ভাবেই সরাসরি ফিরহাদ হাকিম বিজেপি ও পাকিস্তানের গেম সেটের অভিযোগ করলেন।


Body:আজ তৃণমূল দলের 22 তম প্রতিষ্ঠা দিবস । এরই পাশাপাশি কলকাতা পৌর নিগমের মেয়র নিজের জন্মদিন ছিল। তিনি এ বছর 61 বছরে পা দিলেন। তারা তলায় 80 নম্বর ওয়ার্ডে দলের প্রতিষ্ঠা দিবস ও নিজের জন্মদিন পালন করলেন মেয়র তথা পুরো নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। দলীয় কর্মসূচির সঙ্গে দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিলেন। সেই মঞ্চ থেকেই বিজেপিকে কার্যত আক্রমণ শানানো তিনি। সি এ এ ও এনআরসি নিয়ে তিনি মোদী অমিত শাহ ওদের সঙ্গে পাকিস্তানের যোগাযোগের গুরুতর অভিযোগ তুললেন তিনি।


Conclusion:তিনি বলেন পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে বলেই সারাদিন বিজেপি পাকিস্তান পাকিস্তান করে চিৎকার করে। নির্বাচন এলেই পুলওয়ামা হয় বালাকোটের মত সার্জিক্যাল স্ট্রাইক হয়। পাকিস্তান ও সবরকম আক্রমণ বন্ধ করে দেয়। এই মঞ্চ থেকেই তিনি প্রশ্ন তোলেন পাকিস্তানের সঙ্গে বিজেপির কি ধরনের গোপন আঁতাত রয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.