ETV Bharat / city

মুখ্যমন্ত্রীর সুরেই কোরোনা নিয়ে বাঁচার উপদেশ ফিরহাদ হাকিমের

গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন, পরিস্থিতি খারাপ হচ্ছে ৷ কোরোনা নিয়েই থাকতে হবে ৷ আজ মুখ্যমন্ত্রীর সুরেই কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, ‘‘কোরোনা নিয়েই আমাদের চলতে হবে ৷’’

author img

By

Published : May 30, 2020, 8:48 PM IST

Firhad Hakim
ফিরহাদ হাকিম

কলকাতা, 30মে : মুখ্যমন্ত্রীর সুরেই কথা বললেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম । তিনি বলেন, ‘‘কোরোনা নিয়েই আমাদের বাঁচতে হবে ৷’’ গতকাল মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বলেছিলেন এক কথা ৷ সেই সুরেই সর মেলালেন ফিরহাদ হাকিম ৷

রাজ্যে ক্রমাগত বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ এই পরিস্থিতিতে কীভাবে সংক্রমণের বিরুদ্ধে লড়া যাবে, সেই বিষয়েই কথা বলেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, সচেতন হওয়া ছাড়া আর কিছু করণীয় নেই ৷ সকলের মধ্যে সচেতনতা বাড়াতে হবে ৷

ফিরহাদ হাকিমের বক্তব্য

আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, ‘‘কোরোনা নিয়েই আমাদের চলতে হবে ৷ প্ল্যান একটাই, আরও প্রচারে জোর দেওয়া হচ্ছে যেখানে সামাজিক দূরত্ব ও মাস্ক পরা বাধ্যতামূলক করা ৷ মুখ্যমন্ত্রী এর আগেই বারবার সোশাল মিডিয়ায় এই কথা বলেছেন ৷ এবার একটা ক্যাসেট তৈরি করা হয়েছে, সেটা পাড়ায় পাড়ায় বাজানো হবে ৷ দ্বিতীয়ত হচ্ছে মানুষকে সচেতন করা ৷ কোরোনা যেখানে হচ্ছে, আমরা সেখানে যাচ্ছি, স্প্রে করছি, ওষুধ খাওয়াচ্ছি কিন্তু মানুষের মধ্যে যদি সচেতনতা তৈরি না হলে কোরোনামু্ক্ত হওয়া যাবে না ৷ কোরোনা বাড়বেই ৷ আমাদের সারা দেশের অর্থনীতি পড়ে গেছে ৷ আমাদের এবার ধীরে ধীরে কাজে ফিরতে হবে ৷ লকডাউনে মানুষ কতক্ষণ বসে থাকবে ? মানুষকে সচেতন হয়েই কাজ করতে হবে ৷ সামাজিক দূরত্ব মানতে হবে ৷’’

এরপর তিনি একপ্রকার মজাচ্ছলেই বলেন, ‘‘আমিও আর ভয়ে থাকব না ৷ যা হওয়ার, তাই হবে ৷ যদি কোরোনা হয়, তাহলে 14 দিন কোয়ারানটিনে থাকব ৷ আর যদি উপরে উঠিয়ে নেয় চলে যাব ৷’’

কলকাতা, 30মে : মুখ্যমন্ত্রীর সুরেই কথা বললেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম । তিনি বলেন, ‘‘কোরোনা নিয়েই আমাদের বাঁচতে হবে ৷’’ গতকাল মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বলেছিলেন এক কথা ৷ সেই সুরেই সর মেলালেন ফিরহাদ হাকিম ৷

রাজ্যে ক্রমাগত বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ এই পরিস্থিতিতে কীভাবে সংক্রমণের বিরুদ্ধে লড়া যাবে, সেই বিষয়েই কথা বলেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, সচেতন হওয়া ছাড়া আর কিছু করণীয় নেই ৷ সকলের মধ্যে সচেতনতা বাড়াতে হবে ৷

ফিরহাদ হাকিমের বক্তব্য

আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, ‘‘কোরোনা নিয়েই আমাদের চলতে হবে ৷ প্ল্যান একটাই, আরও প্রচারে জোর দেওয়া হচ্ছে যেখানে সামাজিক দূরত্ব ও মাস্ক পরা বাধ্যতামূলক করা ৷ মুখ্যমন্ত্রী এর আগেই বারবার সোশাল মিডিয়ায় এই কথা বলেছেন ৷ এবার একটা ক্যাসেট তৈরি করা হয়েছে, সেটা পাড়ায় পাড়ায় বাজানো হবে ৷ দ্বিতীয়ত হচ্ছে মানুষকে সচেতন করা ৷ কোরোনা যেখানে হচ্ছে, আমরা সেখানে যাচ্ছি, স্প্রে করছি, ওষুধ খাওয়াচ্ছি কিন্তু মানুষের মধ্যে যদি সচেতনতা তৈরি না হলে কোরোনামু্ক্ত হওয়া যাবে না ৷ কোরোনা বাড়বেই ৷ আমাদের সারা দেশের অর্থনীতি পড়ে গেছে ৷ আমাদের এবার ধীরে ধীরে কাজে ফিরতে হবে ৷ লকডাউনে মানুষ কতক্ষণ বসে থাকবে ? মানুষকে সচেতন হয়েই কাজ করতে হবে ৷ সামাজিক দূরত্ব মানতে হবে ৷’’

এরপর তিনি একপ্রকার মজাচ্ছলেই বলেন, ‘‘আমিও আর ভয়ে থাকব না ৷ যা হওয়ার, তাই হবে ৷ যদি কোরোনা হয়, তাহলে 14 দিন কোয়ারানটিনে থাকব ৷ আর যদি উপরে উঠিয়ে নেয় চলে যাব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.