ETV Bharat / city

ইউনিট অ্যাসেসমেন্ট ফর্ম আগে আমি নিজে ভরব, বললেন মেয়র

2017 সালে ইউনিট অ্যাসেসমেন্ট চালু হলেও তা মুখ থুবড়ে পড়ে । শহরে 8 লাখ করদাতার মধ্যে তিন বছরে মাত্র পৌনে দু'লাখ করদাতা ইউনিট অ্যাসেসমেন্ট করের আওতায় আসতে পেরেছেন । তাই এবার ডেপুটি মেয়র অতীন ঘোষকে ইউনিট অ্যাসেসমেন্ট সরলীকরণ করার নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম ।

unit assessment
ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট
author img

By

Published : Jan 20, 2020, 11:20 PM IST

কলকাতা, 20 জানুয়ারি : "ইউনিক অ্যাসেসমেন্ট ফর্ম আগে নিজে পড়ে বুঝব তারপর শহরের সাধারণ করদাতাদের দিতে বলব৷" বললেন মেয়র ফিরহাদ হাকিম । এ'বিষয়ে আজ তিনি জানান, ডেপুটি মেয়র অতীন ঘোষকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সরলীকরণ করার জন্য । তিনি বলেন, "আগে সেই ফর্ম পড়ে আমি বুঝব, তারপর শহরবাসীকে দেব সেই ফর্ম পূরণ করার জন্য ।"

2017 সালে ইউনিট অ্যাসেসমেন্ট চালু হলেও তা মুখ থুবড়ে পড়ে । শহরে 8 লাখ করদাতার মধ্যে তিন বছরে মাত্র পৌনে দু'লাখ করদাতা ইউনিট অ্যাসেসমেন্ট করের আওতায় আসতে পেরেছেন । ইউনিট অ্যাসেসমেন্ট নিয়ে সাধারণ করদাতাদের কাছে জটিলতা কাটছে না । এর ফলে পৌরনিগমের কোষাগারের অবস্থাও শোচনীয় । তাই বছরের শুরুতেই নড়েচড়ে বসেছে কলকাতা পৌরনিগম । লক্ষ্যমাত্রা পূরণ করার চেষ্টাতেই ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট সরলীকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, ইউনিফর্ম চার ভাগে ভাগ করা হয়েছে । করদাতাদের সমস্যা বুঝে সেই অনুযায়ী এবার ফর্ম দেওয়া হবে । পাশাপাশি যে তথ্যগুলো আগে থেকেই পৌরনিগমের রেকর্ডে রয়েছে সেই তথ্য পুনরায় করদাতাদের কাছে থেকে আর নেওয়া হবে না । সবক্ষেত্রে আগের মত আর ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন ডেপুটি মেয়র ।

শহরে বহু বেআইনি বাড়ি রয়েছে যেগুলি আইনগত কারণে ভেঙে ফেলা সম্ভব হচ্ছে না । এতদিন পর্যন্ত বেআইনি বাড়ির বাসিন্দারা কর দিতে পারতেন না এবার এই সরলীকরণের জন্য তারাও কর দিতে পারবেন বলে জানিয়েছেন অতীন ঘোষ ।

কলকাতা, 20 জানুয়ারি : "ইউনিক অ্যাসেসমেন্ট ফর্ম আগে নিজে পড়ে বুঝব তারপর শহরের সাধারণ করদাতাদের দিতে বলব৷" বললেন মেয়র ফিরহাদ হাকিম । এ'বিষয়ে আজ তিনি জানান, ডেপুটি মেয়র অতীন ঘোষকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সরলীকরণ করার জন্য । তিনি বলেন, "আগে সেই ফর্ম পড়ে আমি বুঝব, তারপর শহরবাসীকে দেব সেই ফর্ম পূরণ করার জন্য ।"

2017 সালে ইউনিট অ্যাসেসমেন্ট চালু হলেও তা মুখ থুবড়ে পড়ে । শহরে 8 লাখ করদাতার মধ্যে তিন বছরে মাত্র পৌনে দু'লাখ করদাতা ইউনিট অ্যাসেসমেন্ট করের আওতায় আসতে পেরেছেন । ইউনিট অ্যাসেসমেন্ট নিয়ে সাধারণ করদাতাদের কাছে জটিলতা কাটছে না । এর ফলে পৌরনিগমের কোষাগারের অবস্থাও শোচনীয় । তাই বছরের শুরুতেই নড়েচড়ে বসেছে কলকাতা পৌরনিগম । লক্ষ্যমাত্রা পূরণ করার চেষ্টাতেই ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট সরলীকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, ইউনিফর্ম চার ভাগে ভাগ করা হয়েছে । করদাতাদের সমস্যা বুঝে সেই অনুযায়ী এবার ফর্ম দেওয়া হবে । পাশাপাশি যে তথ্যগুলো আগে থেকেই পৌরনিগমের রেকর্ডে রয়েছে সেই তথ্য পুনরায় করদাতাদের কাছে থেকে আর নেওয়া হবে না । সবক্ষেত্রে আগের মত আর ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন ডেপুটি মেয়র ।

শহরে বহু বেআইনি বাড়ি রয়েছে যেগুলি আইনগত কারণে ভেঙে ফেলা সম্ভব হচ্ছে না । এতদিন পর্যন্ত বেআইনি বাড়ির বাসিন্দারা কর দিতে পারতেন না এবার এই সরলীকরণের জন্য তারাও কর দিতে পারবেন বলে জানিয়েছেন অতীন ঘোষ ।

Intro:ইউনিক অ্যাসেসমেন্ট ফর্ম আগে নিজে পড়ে বুঝবো তারপর শহরের সাধারণ করদাতা দিতে বলব বলেন মেয়র ফিরহাদ হাকিম। সোমবার ফিরহাদ হাকিম জানালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ কে তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন সরলীকরণ করার জন্য। তিনি বলেন আগে সেই ফর্ম পড়ে আমি বুঝবো তারপর শহরবাসীকে দেব সেই ফর্ম ফিলাপ করার জন্য।

2017 সালে ইউনিট অ্যাসেসমেন্ট চালু হলেও তা মুখ থুবড়ে পড়ে। শহরে 8 লক্ষ করদাতার মধ্যে তিন বছরে মাত্র পৌনে দু লক্ষ করদাতা ইউনিট অ্যাসেসমেন্ট করের আওতায় আসতে পেরেছে।


Body:ইউনিট অ্যাসেসমেন্ট এর জটিলতার কারণে সাধারণ করদাতাদের কাছে জটিলতা কাটছে না। এর ফলে পুর নিগমের কোষাগারের অবস্থা ভাঁড়ে মা ভবানী। চলতি বছরের শেষ হতে বাকি মাত্র আর তিন মাস। তাই বছরের শুরুতেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরনিগম। লক্ষ্যমাত্রা পূরণ করার চেষ্টা তেই ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট সরলীকরণ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন ইউনিফর্ম চার ভাগে ভাগ করা হয়েছে। করদাতাদের অসুবিধা হচ্ছে সেই সমস্যা অনুযায়ী এবার ফরম দেয়া হবে পাশাপাশি যে তথ্য গুলো আগে থেকেই পুরো নিগমের রেকর্ডে রয়েছে সেই তথ্য পুনরায় কর্তা তাদের কাছে থেকে আর নেওয়া হবে না। সবক্ষেত্রে আগের মত আর ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন ডেপুটি মেয়র অতিন ঘোষ।




Conclusion:পার্সেন্ট টু লাইবেল হিসেবে বাসিন্দাদের পুর পরিষেবা পরিবর্তে পুর সম্পত্তি কর। শহরে বহু বেআইনি বাড়ি রয়েছে যেগুলো আইনগত কারণে ভেঙে ফেলা সম্ভব হচ্ছে না। এতদিন পর্যন্ত বেআইনি বাড়িগুলি কর দিতে পারত না এবার এই সরলীকরণের জন্য তারাও কর দিতে পারবেন বলে জানিয়েছেন এদিন ডেপুটি মেয়র।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.