ETV Bharat / city

রাজ্যজুড়ে কালীপুজোয় নিষিদ্ধ বাজি, নো এন্ট্রি মণ্ডপেও - রাজ্যজুড়ে কালীপুজোয় বাজি নিষিদ্ধ,

বাজি পোড়ানোর মতো কেনাবেচার উপরেও নিষেধাজ্ঞা জারি হল ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ, 300 বর্গমিটারের মণ্ডপে 5 মিটার দূরে থাকবে নো এন্ট্রি বোর্ড ।

fireworks-banned-in-west-bengal
fireworks-banned-in-west-bengal
author img

By

Published : Nov 5, 2020, 4:36 PM IST

Updated : Nov 5, 2020, 5:06 PM IST

কলকাতা, 5 নভেম্বর : রাজ্যজুড়ে কালীপুজোয় বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট ৷ দীপাবলি ও ছটপুজোতেও নিষিদ্ধ বাজি ৷ নির্দেশ দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ ৷ বাজি কেনাবেচার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এইসঙ্গে কালীপুজোর মণ্ডপে নো এন্ট্রির নির্দেশ দিয়েছে আদালত ৷

কলকাতা হাইকোর্টের নির্দেশ, 300 বর্গমিটারের মণ্ডপে 5 মিটার দূরে থাকবে নো এন্ট্রি বোর্ড । একসঙ্গে 10 জন ঢুকতে পারবে এই আয়তনের মণ্ডপে ৷ মণ্ডপ থেকে 5 মিটার দূরত্বে থাকবেন ঢাকি ৷ অন্যদিকে 300 বর্গমিটারের থেকে বড় মণ্ডপে একসঙ্গে 45 জন ঢুকতে পারবে । এইসঙ্গে অন্যান্য স্বাস্থ্যবিধিকে মান্যতা দিতে হবে ৷ যেমন, স্যানিটাইজ়ার ব্যবহার ও মাস্ক পরা বাধ্যতামূলক ।

জগদ্ধাত্রী ও কার্তিক পুজোর ক্ষেত্রেও একই নির্দেশ বহাল থাকবে । বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, কালীঘাট, দক্ষিণেশ্বর , তারাপীঠ, কল্যাণেশ্বরী মন্দিরের ভিড় নিয়ন্ত্রণ করবে পুলিশ । কীভাবে নিয়ন্ত্রণ করবে, তা ঠিক করবে পুলিশই । পাশাপাশি রাজ্যের সর্বত্র বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট । বাজি পোড়ানোর সঙ্গে সঙ্গে বাজি বিক্রিও করা যাবে না । এই বিষয়ে পুলিশকে দায়িত্ব দিয়েছে আদালত ।

এছাড়াও কালীপুজোর নিরঞ্জনের শোভাযাত্রা করা যাবে না । নির্দেশ দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷

কলকাতা, 5 নভেম্বর : রাজ্যজুড়ে কালীপুজোয় বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট ৷ দীপাবলি ও ছটপুজোতেও নিষিদ্ধ বাজি ৷ নির্দেশ দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ ৷ বাজি কেনাবেচার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এইসঙ্গে কালীপুজোর মণ্ডপে নো এন্ট্রির নির্দেশ দিয়েছে আদালত ৷

কলকাতা হাইকোর্টের নির্দেশ, 300 বর্গমিটারের মণ্ডপে 5 মিটার দূরে থাকবে নো এন্ট্রি বোর্ড । একসঙ্গে 10 জন ঢুকতে পারবে এই আয়তনের মণ্ডপে ৷ মণ্ডপ থেকে 5 মিটার দূরত্বে থাকবেন ঢাকি ৷ অন্যদিকে 300 বর্গমিটারের থেকে বড় মণ্ডপে একসঙ্গে 45 জন ঢুকতে পারবে । এইসঙ্গে অন্যান্য স্বাস্থ্যবিধিকে মান্যতা দিতে হবে ৷ যেমন, স্যানিটাইজ়ার ব্যবহার ও মাস্ক পরা বাধ্যতামূলক ।

জগদ্ধাত্রী ও কার্তিক পুজোর ক্ষেত্রেও একই নির্দেশ বহাল থাকবে । বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, কালীঘাট, দক্ষিণেশ্বর , তারাপীঠ, কল্যাণেশ্বরী মন্দিরের ভিড় নিয়ন্ত্রণ করবে পুলিশ । কীভাবে নিয়ন্ত্রণ করবে, তা ঠিক করবে পুলিশই । পাশাপাশি রাজ্যের সর্বত্র বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট । বাজি পোড়ানোর সঙ্গে সঙ্গে বাজি বিক্রিও করা যাবে না । এই বিষয়ে পুলিশকে দায়িত্ব দিয়েছে আদালত ।

এছাড়াও কালীপুজোর নিরঞ্জনের শোভাযাত্রা করা যাবে না । নির্দেশ দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷

Last Updated : Nov 5, 2020, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.