কলকাতা, 19 অক্টোবর : ফের আগুন লাগল শহরে ৷ মঙ্গলবার রাতে বেন্টিঙ্ক স্ট্রিটের এক বহুতলে আগুন লাগে। এর ফলে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর দেওয়া হয় দমকলে ৷ এলাকার বাসিন্দারাই প্রথমে আগুনের খবর জানায়। ওই বিল্ডিংয়ের অন্য বাসিন্দারাই নিজেরা বাড়ি থেকে বেরিয়ে আসে ৷ ঘটনাস্থলে আসে দমকলে তিনটি ইঞ্জিন ৷
দেখা যায় ওই বহুতলের যে ঘর থেকে ধোঁয়া বের হচ্ছিল সেটি বন্ধ ছিল ৷ এরপরেই দমকলকর্মীরা দরজা ভেঙে ফেলে। দেখা যায় ইলেকট্রনিক মিটার বক্সের তার থেকে ফ্ল্যাস হচ্ছে। এরপরেই দমকলকর্মী সেই আগুন নিভিয়ে দেয়। ফ্ল্যাস বন্ধ হয়ে যায়। এই ঘটনার ফলে এলাকায় সামান্য উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
গত সপ্তাহের 12 অক্টোবর নবান্নের চোদ্দতলায় আগুন লেগেছিল ৷ পুলিশ তড়িঘড়ি ধোঁয়া দেখে দমকলকে খবর দেওয়ায় আগুন বেশি ছড়াতে পারেনি৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলের 3টি ইঞ্জিন ৷ তড়িঘড়ি আগুনের উৎস খুঁজে বের করে আগুন নেভানোয় বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি ৷ পুজোর ছুটির কারণে নবান্নে তেমন কোনও কর্মী উপস্থিত ছিলেন না ৷ বিশেষ করে 14 তলার যেখানে আগুন লেগেছিল সেখানে কেউ ছিল না ৷
আরও পড়ুন : মল্লিকবাজারে বিরিয়ানির দোকানে আগুন
গত শনিবার মল্লিকবাজারের একটি নাম করা বিরিয়ানির দোকানে আগুন লেগেছিল ৷ তবে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসার আগেই সেই আগুন নিয়ন্ত্রণে আসে। ওই দিন দুপুর তিনটে নাগাদ আচমকাই ওই রেস্তরাঁর রান্নাঘরে আগুন লেগেছিল ৷ খবর যায় স্থানীয় থানা ও দমকলে। তবে ওই রেস্তরাঁর অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে দোকানের লোকজনই আগুন নিভিয়ে দিয়েছিলেন ৷