ETV Bharat / city

সল্টলেকের বস্তিতে আগুন, ভস্মীভূত 20টি ঝুপড়ি - ভস্মীভূত 20টি ঝুপড়ি

সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ সল্টলেকের বিকাশ ভবনের উল্টো দিকে সেন্ট্রাল পার্ক লাগোয়া বস্তিতে আগুন লাগে ।

fire-in-a-slum-in-salt-lake-central-park
fire-in-a-slum-in-salt-lake-central-park
author img

By

Published : Mar 29, 2021, 9:54 AM IST

Updated : Mar 29, 2021, 10:02 AM IST

কলকাতা, 29 মার্চ : এবার সেন্ট্রাল পার্ক লাগোয়া বস্তিতে আগুন ৷ খবর পেয়ে দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থানে এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ হতাহতের খবর নেই ৷

সল্টলেকের বস্তিতে আগুন...

সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ সল্টলেকের বিকাশ ভবনের উল্টো দিকে সেন্ট্রাল পার্ক লাগোয়া বস্তিতে আগুন লাগে । শুরুতে বস্তিবাসীই আগুন নেভানোর চেষ্টা করে ৷ যদিও তা সম্ভব হয়নি ৷ এর মধ্যে দমকলকে জানানো হয় ৷ খবর পেয়ে দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থানে আসে । ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ।

আরও খবর: ভস্মীভূত প্লাস্টিক কারখানা

ওই বসতিতে 50টি মতো ঝুপড়ি রয়েছে ৷ তার মধ্যে 20টির ঝুপড়ি এদিনের আগুনে ভস্মীভূত হয়েছে ৷ তবে হতাহতের খবর নেই ৷ কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় ।

কলকাতা, 29 মার্চ : এবার সেন্ট্রাল পার্ক লাগোয়া বস্তিতে আগুন ৷ খবর পেয়ে দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থানে এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ হতাহতের খবর নেই ৷

সল্টলেকের বস্তিতে আগুন...

সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ সল্টলেকের বিকাশ ভবনের উল্টো দিকে সেন্ট্রাল পার্ক লাগোয়া বস্তিতে আগুন লাগে । শুরুতে বস্তিবাসীই আগুন নেভানোর চেষ্টা করে ৷ যদিও তা সম্ভব হয়নি ৷ এর মধ্যে দমকলকে জানানো হয় ৷ খবর পেয়ে দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থানে আসে । ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ।

আরও খবর: ভস্মীভূত প্লাস্টিক কারখানা

ওই বসতিতে 50টি মতো ঝুপড়ি রয়েছে ৷ তার মধ্যে 20টির ঝুপড়ি এদিনের আগুনে ভস্মীভূত হয়েছে ৷ তবে হতাহতের খবর নেই ৷ কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় ।

Last Updated : Mar 29, 2021, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.