কলকাতা, 12 নভেম্বর : তপসিয়ার ঘটনার রেশ না কাটতেই ফের শহরে আগুন । এবার ঘটনাস্থাল কালীঘাটের পটুয়াপাড়া । ভোররাতে একটি বাড়িতে আগুন লাগে । অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধার । আংশিক দগ্ধ হয়ে হাসপাতালে ভরতি আরও একজন । কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় ।
আজ ভোররাতে কালীঘাটের পটুয়াপাড়ায় একটি দোতলা বাড়ি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায় । কিছুক্ষণের মধ্যে চারপাশ ধোঁয়ায় ঢেকে যায় । দ্রুত আগুন ছড়িয়ে পড়ে । বাড়ির দোতলায় আটকে পড়েন এক বৃদ্ধা সহ দুজন । দমকলের চারটি ইঞ্জিন প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । ঘটনাস্থানেই মৃত্যু হয় বিভা পাল নামে ওই বৃদ্ধার । বয়স হয়েছিল 65 বছর । তাঁকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন তাঁর ভাইপোও । তিনি বর্তমানে SSKM হাসপাতালে চিকিৎসাধীন ।
ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রাথমিকভাবে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকলকে । তবে দমকল ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় দুঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ।
দমকল সূত্রে জানা গিয়েছে, যে ঘরটিতে আগুন লেগেছিল সেখান থেকে দু'টি সিলিন্ডার উদ্ধার হয়েছে । ওই সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়েই আগুন লেগেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।