ETV Bharat / city

Fire at Writers Building দেড় ঘন্টার তৎপরতায় মহাকরণের আগুন নিয়ন্ত্রণে - মহাকরণ

মঙ্গলবার বিকেলে আগুন লাগে মহাকরণের 5 নম্বর গেটের ভিতর (Fire at Writers Building) । আগুনের আতঙ্ক ছড়াতেই ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । আসে দমকলের চারটি ইঞ্জিন । বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে জানান দমকল মন্ত্রী ৷

Fire at Writers Building
Fire breaks out at Writers Building
author img

By

Published : Aug 16, 2022, 7:26 PM IST

Updated : Aug 16, 2022, 10:01 PM IST

কলকাতা, 16 অগস্ট: প্রায় দেড় ঘন্টার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এল মহাকরণের । আগুনে পুড়ে যাওয়া যন্ত্রপাতি কম্পিউটার এবং পাখা ও অন্যান্য জিনিস সরানোর কাজ শুরু হয়েছে । দমকলমন্ত্রী সুজিত বসু, ডিজি রণবীর কুমার, কলকাতার নগরপাল বিনীত গোয়েল-সহ পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিক মহাকরণ পরিদর্শনে আসেন এবং ঘটনাস্থল খতিয়ে দেখেন ।

জানা গিয়েছে, মহাকরণের হোম ডিপার্টমেন্টের এনআরআই বিভাগে আগুন লাগে এদিন (Fire breaks out at Writers Building)। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কম্পিউটারের তার থেকেই আগুন লাগে বিকেল পাঁচটার দিকে । আগুনের ধোঁয়া নজরে আসে হোম ডিপার্টমেন্টের ৷ ভিতর ও সংলগ্ন এলাকায় থাকা অগ্নিনির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয় । কিন্তু তারপরেও আগুন নিয়ন্ত্রণে না-আসায় দমকলের তিনটি ইঞ্জিন ও হেয়ার স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে আসেন । শুরু হয় আগুন নেভানোর কাজ । সবমিলিয়ে প্রায় দেড় থেকে দু'ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা ।

দেড় ঘন্টার তৎপরতায় মহাকরণের আগুন নিয়ন্ত্রণে

আরও পড়ুন: ভাবমূর্তি তলানিতে যাওয়া তৃণমূল এবার পথেই খুঁজছে ঘুরে দাঁড়ানোর উপায়

দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, "প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে । ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে । একটি কম্পিউটার, একটি পাখা ও বেশ কিছু তার নষ্ট হয়েছে । আর অন্যান্য কোন সামগ্রী নষ্ট হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে ৷ আগুন লাগার সঠিক কারণও খতিয়ে দেখা হবে ।"

কলকাতা, 16 অগস্ট: প্রায় দেড় ঘন্টার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এল মহাকরণের । আগুনে পুড়ে যাওয়া যন্ত্রপাতি কম্পিউটার এবং পাখা ও অন্যান্য জিনিস সরানোর কাজ শুরু হয়েছে । দমকলমন্ত্রী সুজিত বসু, ডিজি রণবীর কুমার, কলকাতার নগরপাল বিনীত গোয়েল-সহ পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিক মহাকরণ পরিদর্শনে আসেন এবং ঘটনাস্থল খতিয়ে দেখেন ।

জানা গিয়েছে, মহাকরণের হোম ডিপার্টমেন্টের এনআরআই বিভাগে আগুন লাগে এদিন (Fire breaks out at Writers Building)। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কম্পিউটারের তার থেকেই আগুন লাগে বিকেল পাঁচটার দিকে । আগুনের ধোঁয়া নজরে আসে হোম ডিপার্টমেন্টের ৷ ভিতর ও সংলগ্ন এলাকায় থাকা অগ্নিনির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয় । কিন্তু তারপরেও আগুন নিয়ন্ত্রণে না-আসায় দমকলের তিনটি ইঞ্জিন ও হেয়ার স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে আসেন । শুরু হয় আগুন নেভানোর কাজ । সবমিলিয়ে প্রায় দেড় থেকে দু'ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা ।

দেড় ঘন্টার তৎপরতায় মহাকরণের আগুন নিয়ন্ত্রণে

আরও পড়ুন: ভাবমূর্তি তলানিতে যাওয়া তৃণমূল এবার পথেই খুঁজছে ঘুরে দাঁড়ানোর উপায়

দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, "প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে । ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে । একটি কম্পিউটার, একটি পাখা ও বেশ কিছু তার নষ্ট হয়েছে । আর অন্যান্য কোন সামগ্রী নষ্ট হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে ৷ আগুন লাগার সঠিক কারণও খতিয়ে দেখা হবে ।"

Last Updated : Aug 16, 2022, 10:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.