ETV Bharat / city

Metro Service Disrupted: রবিবাসরীয় সন্ধ্যায় মেট্রোর কামরায় আগুন, ব্যাহত পরিষেবা - কলকাতা মেট্রোয় অগ্নিকাণ্ড

রবিবার সন্ধ্যায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে আসছিল একটি মেট্রো । মেট্রোটি যখন দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে আসছিল তখনই মাঝপথে বেশকিছু কামরার ভিতর থেকে পোড়া গন্ধ পাওয়া যায় (Fire breaks out at Kolkata metro causes interruption in service) ।

fire in kolkata metro
মেট্রোর কামরায় আগুন
author img

By

Published : Jul 17, 2022, 10:12 PM IST

কলকাতা, 17 জুলাই: রবিবাসরীয় সন্ধ্যায় ফের কলকাতা মেট্রোয় আগুন আতঙ্ক ৷ মেট্রো কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান এদিন শর্ট সার্কিট থেকে আগুন লাগে কবি সুভাষগামী একটি মেট্রোয় ৷ এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে মেট্রো চলাচল ৷ আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে (Fire breaks out at Kolkata metro causes interruption in service) ৷

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে আসছিল একটি মেট্রো । মেট্রোটি যখন দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে আসছিল তখনই মাঝপথে বেশকিছু কামরার ভিতর থেকে পোড়া গন্ধ পাওয়া যায় । সন্ধ্যা 7টা 10 মিনিট নাগাদ টালিগঞ্জ চত্বরে মেট্রো রেকটি আসা মাত্রই গন্ধে ভরে যায় পুরো কামরা । তবে শুধু পোড়া গন্ধ নয়, প্রচুর ধোয়াও দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে । তখনই সমস্ত যাত্রীকে ওই মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয় ।

আরও পড়ুন: স্পাইসজেটের উড়ান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা দায়ের

এরপর সোজা মেট্রো কারশেডে নিয়ে যাওয়া হয় এই মেট্রোটিকে । যে সময় এই দুর্ঘটনাটি ঘটে, সেই সময় অনেক যাত্রী ছিলেন মেট্রোটিতে ৷ ফলে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি ৷

কলকাতা, 17 জুলাই: রবিবাসরীয় সন্ধ্যায় ফের কলকাতা মেট্রোয় আগুন আতঙ্ক ৷ মেট্রো কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান এদিন শর্ট সার্কিট থেকে আগুন লাগে কবি সুভাষগামী একটি মেট্রোয় ৷ এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে মেট্রো চলাচল ৷ আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে (Fire breaks out at Kolkata metro causes interruption in service) ৷

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে আসছিল একটি মেট্রো । মেট্রোটি যখন দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে আসছিল তখনই মাঝপথে বেশকিছু কামরার ভিতর থেকে পোড়া গন্ধ পাওয়া যায় । সন্ধ্যা 7টা 10 মিনিট নাগাদ টালিগঞ্জ চত্বরে মেট্রো রেকটি আসা মাত্রই গন্ধে ভরে যায় পুরো কামরা । তবে শুধু পোড়া গন্ধ নয়, প্রচুর ধোয়াও দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে । তখনই সমস্ত যাত্রীকে ওই মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয় ।

আরও পড়ুন: স্পাইসজেটের উড়ান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা দায়ের

এরপর সোজা মেট্রো কারশেডে নিয়ে যাওয়া হয় এই মেট্রোটিকে । যে সময় এই দুর্ঘটনাটি ঘটে, সেই সময় অনেক যাত্রী ছিলেন মেট্রোটিতে ৷ ফলে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.