কলকাতা, 6 ডিসেম্বর: বিবেকানন্দ রোডের স্টেট ব্যাঙ্কের শাখায় আগুন । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 20টি ইঞ্জিন । ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই ।
আজ দুপুর তিনটে নাগাদ সিমলা স্পোর্টিং ক্লাবের কাছে বিবেকানন্দ রোড স্টেট ব্যাঙ্ক শাখায় হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায় । দেখতে পেয়ে তড়িঘড়ি কর্মীরা বাইরে বেরিয়ে আসেন । খবর দেওয়া হয় গিরীশ পার্ক থানায় । সেইসঙ্গে খবর দেওয়া হয় দমকলে ৷ প্রাথমিকভাবে দমকলের ছ'টি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় ৷ কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ । আশঙ্কা করা হচ্ছে ওই বহুতলের ওপরের দিকেও আগুন ছড়িয়ে পড়েছে ৷ সেই কারণে 20 ইঞ্জিন নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করছে দমকল কর্মীরা । ঘটনায় বিবেকানন্দ রোডের একটা দিক বন্ধ করে রাখা হয়েছে । যার জেরে মধ্য কলকাতায় তৈরি হয়েছে যানজট ।
এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি । জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ । ব্যাঙ্ক কর্মীদের বক্তব্য, গুরুত্বপূর্ণ কাগজপত্রে আগুন লাগার সম্ভাবনা রয়েছে ৷ ব্যাঙ্কের ভিতরে থাকা ব্যক্তিগত লকারগুলিতে আগুন লেগে গেছে কি না তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি । দমকল কর্মীরা ভিতরে ঢোকার চেষ্টা করছে ।