ETV Bharat / city

সিঁথি থানায় রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের - বাবা রামদেব

উত্তর কলকাতার সিঁথি থানায় যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের ৷ সম্প্রতি রামদেবের একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ রামদেবকে ওই ভিডিয়োয় বলতে শোনা যায়, অ্য়ালোপ্য়াথি চিকিৎসার জন্যই নাকি করোনায় এত মানুষ মারা যাচ্ছে ৷ তার জেরেই এই পদক্ষেপ ৷

Wb-kol-ramdev-sinthi-ps-fir-7209715
উত্তর কলকাতার সিঁথি থানায় রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের
author img

By

Published : May 28, 2021, 7:35 PM IST

কলকাতা, 28 মে : অ্যালোপ্য়াথি চিকিৎসা বনাম আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে যখন গোটা দেশ উত্তাল, ঠিক সেই সময় এবার কলকাতাতেও যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যাসোসিয়েশন (আইএমএ) ৷ অভিযোগটি দায়ের করা হয়েছে উত্তর কলকাতার সিঁথি থানায় ৷

সম্প্রতি রামদেবের একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ তাতে রামদেবকে অ্য়ালোপ্য়াথি চিকিৎসা নিয়ে এমন কিছু মন্তব্য় করতে শোনা যায়, যা নিয়ে শুরু হয় বিতর্ক ৷ রামদেবকে ওই ভিডিয়োয় বলতে শোনা যায়, অ্য়ালোপ্য়াথি চিকিৎসার জন্যই নাকি করোনায় এত মানুষ মারা যাচ্ছে ৷ এছাড়া, অন্য একটি ভিডিয়োয় করোনার টিকার কার্যকারিতা নিয়ে ও প্রশ্ন তোলেন যোগগুরু ৷

আরও পড়ুন : রামদেবের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে আইনি নোটিস আইএমএর

ঘটনায় ক্ষুব্ধ হন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্তারা ৷ ইতিমধ্যেই আইএমএ-র তরফ থেকে যোগগুরুকে আইনি নোটিস পাঠানো হয়েছে ৷ তাঁর বক্তব্য়ের জন্য যোগগুরুকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়েছে ৷ যদিও রামদেবের পক্ষ থেকেও বিষয়টি মিটমাট করার একটা চেষ্টা করা হয়েছিল ৷ বলা হয়েছিল, অ্য়ালোপ্য়াথি চিকিৎসা নিয়ে রামদেবের মনে কোনও বৈরিতা নেই ৷ কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি ৷ দেশের বিভিন্ন থানায় রামদেবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা শুরু হয়ে যায় ৷ বাকি ছিল কলকাতা ৷ এবার উত্তর কলকাতার সিঁথি থানাতেও অভিযোগ দায়ের করা হল রামদেবের বিরুদ্ধে ৷

কলকাতা, 28 মে : অ্যালোপ্য়াথি চিকিৎসা বনাম আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে যখন গোটা দেশ উত্তাল, ঠিক সেই সময় এবার কলকাতাতেও যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যাসোসিয়েশন (আইএমএ) ৷ অভিযোগটি দায়ের করা হয়েছে উত্তর কলকাতার সিঁথি থানায় ৷

সম্প্রতি রামদেবের একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ তাতে রামদেবকে অ্য়ালোপ্য়াথি চিকিৎসা নিয়ে এমন কিছু মন্তব্য় করতে শোনা যায়, যা নিয়ে শুরু হয় বিতর্ক ৷ রামদেবকে ওই ভিডিয়োয় বলতে শোনা যায়, অ্য়ালোপ্য়াথি চিকিৎসার জন্যই নাকি করোনায় এত মানুষ মারা যাচ্ছে ৷ এছাড়া, অন্য একটি ভিডিয়োয় করোনার টিকার কার্যকারিতা নিয়ে ও প্রশ্ন তোলেন যোগগুরু ৷

আরও পড়ুন : রামদেবের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে আইনি নোটিস আইএমএর

ঘটনায় ক্ষুব্ধ হন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্তারা ৷ ইতিমধ্যেই আইএমএ-র তরফ থেকে যোগগুরুকে আইনি নোটিস পাঠানো হয়েছে ৷ তাঁর বক্তব্য়ের জন্য যোগগুরুকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়েছে ৷ যদিও রামদেবের পক্ষ থেকেও বিষয়টি মিটমাট করার একটা চেষ্টা করা হয়েছিল ৷ বলা হয়েছিল, অ্য়ালোপ্য়াথি চিকিৎসা নিয়ে রামদেবের মনে কোনও বৈরিতা নেই ৷ কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি ৷ দেশের বিভিন্ন থানায় রামদেবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা শুরু হয়ে যায় ৷ বাকি ছিল কলকাতা ৷ এবার উত্তর কলকাতার সিঁথি থানাতেও অভিযোগ দায়ের করা হল রামদেবের বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.