ETV Bharat / city

Abhishek Message: দলের মুখপত্রের উৎসব সংখ্যায় কলম ধরে অভিষেকের ঘোষণা - 'লড়াই চলবে' - অভিষেক বন্দ্যোপাধ্যায়

লড়াই চলবে (Abhishek Banerjee)৷ দলের মুখপত্রের (TMC mouthpiece) উৎসব সংখ্যায় কলম ধরে এই বার্তাই দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Message)।

fight will continue, Abhishek Banerjee message in TMC mouthpiece festival issue
দলের মুখপত্রের উৎসব সংখ্যায় কলম ধরে অভিষেকের ঘোষণা - 'লড়াই চলবে'
author img

By

Published : Sep 25, 2022, 8:06 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: একদিকে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা, অন্যদিকে পার্থ ও কেষ্ট জেলে যাওয়ায় তাঁদের নিয়ে অস্বস্তি । 23-এর পঞ্চায়েত নির্বাচনের আগে কঠিন লড়াইয়ের সামনে তৃণমূল কংগ্রেস (Abhishek Message)। রবিবার মহালয়ার দিন দলের মুখপত্রের (TMC mouthpiece) উৎসব সংখ্যায় প্রতিকূল পরিস্থিতিতেও লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

দুর্গাপুজোকে কেন্দ্র করে বিজেপির রাজনীতির বিরুদ্ধে এ বার দলের মুখপত্রের উৎসব সংখ্যা একটা প্রধান বিষয় বলে মনে হয়েছে অভিষেকের । আর তাই বিজেপি নেতাদের দুর্গাপূজা নিয়ে তিনি লিখেছেন, "দেবী দুর্গার সঙ্গে বাংলা এবং বাঙালির আবেগ জড়িয়ে । দেবী দুর্গা আমাদের শক্তি আমাদের লড়াইয়ের প্রেরণা । বাংলার এই পটভূমিতে বৈচিত্রের মধ্যে ঐক্য যে ধারা আবহমানকাল থেকে চলে আসছে, দুর্গাপুজো সেই কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচায়ক ৷ মা দুর্গার আরাধনা আমাদের কাছে নারীশক্তির উদযাপন । এই পবিত্র মাটিতে প্রতিটি নারী পূজিত হন দেবী দুর্গা রূপে ।"
তিনি আরও লিখেছেন, "বিগত বিধানসভা নির্বাচনের সময় বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি মা দুর্গার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ যাঁরা নিজেদের রাম ভক্ত বলে দাবি করেন, তাঁদের মা দুর্গার প্রতি কীসের আক্রোশ ? ভগবান রাম তো মা দুর্গারই আরাধনা করেছিলেন রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে ।"

এই লেখার মাধ্যমে বিজেপি শাসিত রাজ্যগুলির মেয়েরা নিপীড়িত হচ্ছে, সেটাও জানাতে ভোলেননি অভিষেক । তিনি লিখেছেন, "দুর্গাপূজা নিয়ে বিজেপির বক্রোক্তি আসলে তাদেরই নারীবিদ্বেষী কদর্য চেহারার বহিঃপ্রকাশ । আজ বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নিপীড়ন দেশের মধ্যে শীর্ষ স্থানে পৌঁছেছে । পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের মেয়েদের জন্য চালু করেছে কন্যাশ্রী, রূপশ্রীর মতো একাধিক প্রকল্প । এছাড়াও গৃহকর্ত্রীর নামে শুরু করা হয়েছে স্বাস্থ্য সাথী কার্ড, তাঁদের ন্যূনতম মাসিক আয় সহায়তা প্রদান করার জন্য রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছে । শুধু নারী নিরাপত্তা নয়, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী নাগরিক নিরাপত্তায় সার্বিক মানদন্ডে মেট্রোপলিটন শহরগুলির মধ্যে কলকাতা দেশের নিরাপদতম শহর ।"

আরও পড়ুন: 'কেউ ধোয়া তুলসীপাতা নয়', বিরোধীদের কটাক্ষ মমতার

বাংলার শান্ত এবং সহিষ্ণু মাটিকে নষ্ট করার চেষ্টা হয়েছে বলেও নিজের লেখায় অভিযোগ করেছেন অভিষেক । তাঁর ভাষায়, "2021 সালের বিধানসভা নির্বাচনের সময় সম্প্রীতির পবিত্রভূমি বাংলাতে দাপাদাপি শুরু করেছিল বহিরাগত কুচক্রীরা ৷ বিভাজনের বিষবৃক্ষ রোপণ করে বাংলাকে অশান্ত করে তুলতে চেয়েছিল তারা । কিন্তু বাংলার মানুষ একজোট থেকে সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেয় । আমাদের প্রতি মানুষের আস্থা ভালবাসার প্রতিদান দিতে আমরা নিরলস পরিশ্রম করে চলেছি । আমাদের কাছে মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম । তাই আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা বিপদে-আপদে সুখে-দুঃখে বিপন্ন মানুষের পাশে আছে । তবে আমাদের লড়াই এখনও শেষ হয়নি । দিল্লির বুক থেকে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষকদের সমূলে উৎপাটিত না করতে পারা অবধি আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ।"

কলকাতা, 25 সেপ্টেম্বর: একদিকে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা, অন্যদিকে পার্থ ও কেষ্ট জেলে যাওয়ায় তাঁদের নিয়ে অস্বস্তি । 23-এর পঞ্চায়েত নির্বাচনের আগে কঠিন লড়াইয়ের সামনে তৃণমূল কংগ্রেস (Abhishek Message)। রবিবার মহালয়ার দিন দলের মুখপত্রের (TMC mouthpiece) উৎসব সংখ্যায় প্রতিকূল পরিস্থিতিতেও লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

দুর্গাপুজোকে কেন্দ্র করে বিজেপির রাজনীতির বিরুদ্ধে এ বার দলের মুখপত্রের উৎসব সংখ্যা একটা প্রধান বিষয় বলে মনে হয়েছে অভিষেকের । আর তাই বিজেপি নেতাদের দুর্গাপূজা নিয়ে তিনি লিখেছেন, "দেবী দুর্গার সঙ্গে বাংলা এবং বাঙালির আবেগ জড়িয়ে । দেবী দুর্গা আমাদের শক্তি আমাদের লড়াইয়ের প্রেরণা । বাংলার এই পটভূমিতে বৈচিত্রের মধ্যে ঐক্য যে ধারা আবহমানকাল থেকে চলে আসছে, দুর্গাপুজো সেই কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচায়ক ৷ মা দুর্গার আরাধনা আমাদের কাছে নারীশক্তির উদযাপন । এই পবিত্র মাটিতে প্রতিটি নারী পূজিত হন দেবী দুর্গা রূপে ।"
তিনি আরও লিখেছেন, "বিগত বিধানসভা নির্বাচনের সময় বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি মা দুর্গার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ যাঁরা নিজেদের রাম ভক্ত বলে দাবি করেন, তাঁদের মা দুর্গার প্রতি কীসের আক্রোশ ? ভগবান রাম তো মা দুর্গারই আরাধনা করেছিলেন রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে ।"

এই লেখার মাধ্যমে বিজেপি শাসিত রাজ্যগুলির মেয়েরা নিপীড়িত হচ্ছে, সেটাও জানাতে ভোলেননি অভিষেক । তিনি লিখেছেন, "দুর্গাপূজা নিয়ে বিজেপির বক্রোক্তি আসলে তাদেরই নারীবিদ্বেষী কদর্য চেহারার বহিঃপ্রকাশ । আজ বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নিপীড়ন দেশের মধ্যে শীর্ষ স্থানে পৌঁছেছে । পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের মেয়েদের জন্য চালু করেছে কন্যাশ্রী, রূপশ্রীর মতো একাধিক প্রকল্প । এছাড়াও গৃহকর্ত্রীর নামে শুরু করা হয়েছে স্বাস্থ্য সাথী কার্ড, তাঁদের ন্যূনতম মাসিক আয় সহায়তা প্রদান করার জন্য রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছে । শুধু নারী নিরাপত্তা নয়, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী নাগরিক নিরাপত্তায় সার্বিক মানদন্ডে মেট্রোপলিটন শহরগুলির মধ্যে কলকাতা দেশের নিরাপদতম শহর ।"

আরও পড়ুন: 'কেউ ধোয়া তুলসীপাতা নয়', বিরোধীদের কটাক্ষ মমতার

বাংলার শান্ত এবং সহিষ্ণু মাটিকে নষ্ট করার চেষ্টা হয়েছে বলেও নিজের লেখায় অভিযোগ করেছেন অভিষেক । তাঁর ভাষায়, "2021 সালের বিধানসভা নির্বাচনের সময় সম্প্রীতির পবিত্রভূমি বাংলাতে দাপাদাপি শুরু করেছিল বহিরাগত কুচক্রীরা ৷ বিভাজনের বিষবৃক্ষ রোপণ করে বাংলাকে অশান্ত করে তুলতে চেয়েছিল তারা । কিন্তু বাংলার মানুষ একজোট থেকে সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেয় । আমাদের প্রতি মানুষের আস্থা ভালবাসার প্রতিদান দিতে আমরা নিরলস পরিশ্রম করে চলেছি । আমাদের কাছে মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম । তাই আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা বিপদে-আপদে সুখে-দুঃখে বিপন্ন মানুষের পাশে আছে । তবে আমাদের লড়াই এখনও শেষ হয়নি । দিল্লির বুক থেকে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষকদের সমূলে উৎপাটিত না করতে পারা অবধি আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.