ETV Bharat / city

করোনা বৃদ্ধিতে নন-কোভিড চিকিৎসা, ডাক্তারি শিক্ষায় ফের ব্যাঘাতের আশঙ্কা - কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল

করোনা আক্রান্তদের পাশাপাশি সাধারণ রোগীদেরও চিকিৎসা করতে হবে, দাবি জানালো ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম । একই সঙ্গে চিকিৎসকদের বিভিন্ন অংশের তরফে জানানো হয়েছে, নন-কোভিড রোগীদের চিকিৎসার পাশাপাশি ডাক্তারি শিক্ষায় ফের ব্যাঘাত মেনে নেওয়া হবে না ।

করোনা বৃদ্ধিতে নন-কোভিড চিকিৎসা, ডাক্তারি শিক্ষায় ফের ব্যাঘাতের আশঙ্কা
করোনা বৃদ্ধিতে নন-কোভিড চিকিৎসা, ডাক্তারি শিক্ষায় ফের ব্যাঘাতের আশঙ্কা
author img

By

Published : Mar 24, 2021, 12:10 PM IST

কলকাতা, 24 মার্চ: ফের কোভিড-19 এর সংক্রমণ বৃদ্ধির জেরে একদিকে যেমন সেকেন্ড ওয়েভ-এর আশঙ্কা দেখা দিয়েছে । তেমনই অন্যদিকে নন-কোভিড রোগীদের চিকিৎসার পাশাপাশি ডাক্তারি শিক্ষায় ব্যাঘাত ঘটার আশঙ্কাও দেখা দিয়েছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে চিকিৎসকদের বিভিন্ন অংশের তরফে জানানো হয়েছে, নন-কোভিড রোগীদের চিকিৎসার পাশাপাশি ডাক্তারি শিক্ষায় ফের ব্যাঘাত মেনে নেওয়া হবে না ।

এ রাজ্যের চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, গত বছর কোভিড-19 এর শুরুতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে চালু করার ফলে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ডাক্তারি শিক্ষায় ব্যাঘাত ঘটেছিল । নন-কোভিড রোগীদের চিকিৎসা বন্ধ করে দেওয়ার কারণে কত রোগীকে যে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল, তার ইয়ত্তা নেই । শেষ পর্যন্ত প্রশিক্ষণের সঙ্গে যুক্ত চিকিৎসকদের আন্দোলনের জেরে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের নন-কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবা চালু করা হয় । ডাক্তারি শিক্ষায় পঠনপাঠনও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ।

আরও পড়ুন : বয়স 45 হলেই ভ্যাকসিন, সদর্থক পদক্ষেপ বলছেন চিকিৎসকরা

চিকিৎসকদের এই সংগঠনের তরফে জানানো হয়েছে, এ রাজ্যে ফের কোভিড-19 রোগীদের সংখ্যা বাড়তে থাকায় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে আবার কোভিড হাসপাতাল হিসাবে চালু করার জন্য আলোচনা চলছে বলে জানা গিয়েছে । ফের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে চালু করা হলে ডাক্তারি শিক্ষার পাশাপাশি নন-কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটবে । ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে ফের কোভিড হাসপাতাল হিসাবে চালু করা হলে, তা মেনে নেবেন না সেখানকার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত চিকিৎসকরা ।

কোভিড-19 রোগীদের চিকিৎসা করতে আপত্তি নেই চিকিৎসকদের । তবে, কোভিড-19-এর চিকিৎসার বিকেন্দ্রীকরণ প্রয়োজন । গত বছর কলকাতা সংলগ্ন কামারহাটিতে অবস্থিত কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালকেও কোভিড হাসপাতাল হিসাবে চালু করা হয়েছিল । ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতাল নয়, রাজ্যের সব মেডিকেল কলেজেই কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্লক নির্দিষ্ট করার দাবি মেনে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশিক্ষণের সঙ্গে যুক্ত চিকিৎসকরা গতবছর চিকিৎসা করেছিলেন । কিন্তু এবার কোনভাবেই নন-কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবা বন্ধ করার চেষ্টা মেনে নেবেন না তাঁরা । ওই চিকিৎসকদের পাশে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম ।

আরও পড়ুন : করোনা নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে ফের প্রচার অভিযানে কলকাতা পৌরনিগম

যদিও এই বিষয়ে স্বাস্থ্য দফতরের কোনও বক্তব্য মেলেনি । তবে, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, "আমরা সব সময় সব চিকিৎসকরাই বলছি যে, সব জায়গাতেই কোভিড-19-এর পাশাপাশি নন-কোভিড রোগীদেরও চিকিৎসা হোক । গত বছর শেষ পর্যন্ত সব হাসপাতালে কোভিড-19-এর পাশাপাশি নন-কোভিড রোগীদেরও চিকিৎসা হয়েছে । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে শুধুমাত্র কোভিড-19 রোগীদের চিকিৎসা হবে, এটা ভুল সিদ্ধান্ত । রোগীদের চিকিৎসার পাশাপাশি ডাক্তারি শিক্ষার ক্ষেত্রে গত বছরের এই সিদ্ধান্ত ঠিক নয় ৷"

ছাত্র সংগঠন এআইডিএসও-র অল ইন্ডিয়া-র ভাইস প্রেসিডেন্ট, চিকিৎসক মৃদুল সরকার বলেন, "কোভিড হাসপাতাল হিসাবে চালু করার ফলে নন-কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবা চূড়ান্তভাবে সংকটে পড়েছিল । ডাক্তারি শিক্ষাও চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷" সরকারি চিকিৎসা পরিষেবা ক্ষেত্রের দৈন্য দশা কোভিড-19 এর সময় আরও প্রকট হয়ে উঠেছে । বেসরকারি হাসপাতালের উপর সরকারকে নির্ভর করতে হয়েছে । এটা সমাধান নয় । এ কথা জানিয়ে চিকিৎসক মৃদুল সরকার বলেন, "যদি কোভিড-19 এর সেকেন্ড ওয়েভ আসে, তার জন্য ফার্স্ট ওয়েভ থেকে শিক্ষা নিয়ে কোভিড-19 এবং নন-কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবা পাশাপাশি চালু রাখার বিষয়ে ব্যবস্থা সরকারি তরফে আগে করে রাখা জরুরি ।"

কলকাতা, 24 মার্চ: ফের কোভিড-19 এর সংক্রমণ বৃদ্ধির জেরে একদিকে যেমন সেকেন্ড ওয়েভ-এর আশঙ্কা দেখা দিয়েছে । তেমনই অন্যদিকে নন-কোভিড রোগীদের চিকিৎসার পাশাপাশি ডাক্তারি শিক্ষায় ব্যাঘাত ঘটার আশঙ্কাও দেখা দিয়েছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে চিকিৎসকদের বিভিন্ন অংশের তরফে জানানো হয়েছে, নন-কোভিড রোগীদের চিকিৎসার পাশাপাশি ডাক্তারি শিক্ষায় ফের ব্যাঘাত মেনে নেওয়া হবে না ।

এ রাজ্যের চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, গত বছর কোভিড-19 এর শুরুতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে চালু করার ফলে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ডাক্তারি শিক্ষায় ব্যাঘাত ঘটেছিল । নন-কোভিড রোগীদের চিকিৎসা বন্ধ করে দেওয়ার কারণে কত রোগীকে যে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল, তার ইয়ত্তা নেই । শেষ পর্যন্ত প্রশিক্ষণের সঙ্গে যুক্ত চিকিৎসকদের আন্দোলনের জেরে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের নন-কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবা চালু করা হয় । ডাক্তারি শিক্ষায় পঠনপাঠনও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ।

আরও পড়ুন : বয়স 45 হলেই ভ্যাকসিন, সদর্থক পদক্ষেপ বলছেন চিকিৎসকরা

চিকিৎসকদের এই সংগঠনের তরফে জানানো হয়েছে, এ রাজ্যে ফের কোভিড-19 রোগীদের সংখ্যা বাড়তে থাকায় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে আবার কোভিড হাসপাতাল হিসাবে চালু করার জন্য আলোচনা চলছে বলে জানা গিয়েছে । ফের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে চালু করা হলে ডাক্তারি শিক্ষার পাশাপাশি নন-কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটবে । ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে ফের কোভিড হাসপাতাল হিসাবে চালু করা হলে, তা মেনে নেবেন না সেখানকার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত চিকিৎসকরা ।

কোভিড-19 রোগীদের চিকিৎসা করতে আপত্তি নেই চিকিৎসকদের । তবে, কোভিড-19-এর চিকিৎসার বিকেন্দ্রীকরণ প্রয়োজন । গত বছর কলকাতা সংলগ্ন কামারহাটিতে অবস্থিত কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালকেও কোভিড হাসপাতাল হিসাবে চালু করা হয়েছিল । ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতাল নয়, রাজ্যের সব মেডিকেল কলেজেই কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্লক নির্দিষ্ট করার দাবি মেনে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশিক্ষণের সঙ্গে যুক্ত চিকিৎসকরা গতবছর চিকিৎসা করেছিলেন । কিন্তু এবার কোনভাবেই নন-কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবা বন্ধ করার চেষ্টা মেনে নেবেন না তাঁরা । ওই চিকিৎসকদের পাশে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম ।

আরও পড়ুন : করোনা নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে ফের প্রচার অভিযানে কলকাতা পৌরনিগম

যদিও এই বিষয়ে স্বাস্থ্য দফতরের কোনও বক্তব্য মেলেনি । তবে, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, "আমরা সব সময় সব চিকিৎসকরাই বলছি যে, সব জায়গাতেই কোভিড-19-এর পাশাপাশি নন-কোভিড রোগীদেরও চিকিৎসা হোক । গত বছর শেষ পর্যন্ত সব হাসপাতালে কোভিড-19-এর পাশাপাশি নন-কোভিড রোগীদেরও চিকিৎসা হয়েছে । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে শুধুমাত্র কোভিড-19 রোগীদের চিকিৎসা হবে, এটা ভুল সিদ্ধান্ত । রোগীদের চিকিৎসার পাশাপাশি ডাক্তারি শিক্ষার ক্ষেত্রে গত বছরের এই সিদ্ধান্ত ঠিক নয় ৷"

ছাত্র সংগঠন এআইডিএসও-র অল ইন্ডিয়া-র ভাইস প্রেসিডেন্ট, চিকিৎসক মৃদুল সরকার বলেন, "কোভিড হাসপাতাল হিসাবে চালু করার ফলে নন-কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবা চূড়ান্তভাবে সংকটে পড়েছিল । ডাক্তারি শিক্ষাও চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷" সরকারি চিকিৎসা পরিষেবা ক্ষেত্রের দৈন্য দশা কোভিড-19 এর সময় আরও প্রকট হয়ে উঠেছে । বেসরকারি হাসপাতালের উপর সরকারকে নির্ভর করতে হয়েছে । এটা সমাধান নয় । এ কথা জানিয়ে চিকিৎসক মৃদুল সরকার বলেন, "যদি কোভিড-19 এর সেকেন্ড ওয়েভ আসে, তার জন্য ফার্স্ট ওয়েভ থেকে শিক্ষা নিয়ে কোভিড-19 এবং নন-কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবা পাশাপাশি চালু রাখার বিষয়ে ব্যবস্থা সরকারি তরফে আগে করে রাখা জরুরি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.