ETV Bharat / city

ছেলেকে লক্ষ্য় করে বোমা ছুড়লেন বাবা! - পারিবারিক অশান্তিতে বোমা

পারিবারিক বিবাদে বোমাবাজি! ছেলেকে লক্ষ্য় করে বোমা ছুড়লেন বাবা৷ কলকাতার কাশীপুরের ঘটনা৷ আহত বাবা, ছেলেকে নিয়ে যাওয়া হল হাসপাতালে৷

wb-cossipur-bomb blust-rg kar hospital -7209715
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 29, 2021, 7:43 PM IST

কলকাতা, 29 জানুয়ারি: সামান্য় পারিবারিক ঝামেলা। আর তাকে কেন্দ্র করেই কিনা বোমাবাজি! ছেলেকে লক্ষ্য় করে বোমা মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে! কলকাতার কাশীপুরের ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা৷ হতবাক পুলিশও৷

পুলিশ সূত্রে খবর, বোমা মারার ঘটনাটি ঘটে শুক্রবার৷ অভিযুক্ত শেখ মেহতাব কাশীপুরের বাসিন্দা৷ প্রতিবেশীদের অভিযোগ, তাঁর সঙ্গে প্রায় রোজই অশান্তি হত ছেলে শেখ নাজিরের৷ শুক্রবার তা চরমে ওঠে৷ অভিযোগ, বচসা চলাকালীনই মেহতাব তাঁর ছেলে নাজিরকে লক্ষ্য় করে একটি বোমা ছোড়েন। হাত দিয়ে সেটি আটকাতে যায় নাজির৷ কিন্তু বোমাটি ফেটে যায়। ঘটনায় আহত হন বাবা, ছেলে দু’জনেই৷

আরও পড়ুন: হলদিয়ায় বিধায়কের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

পরে ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ৷ পৌঁছন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও৷ আহত বাবা, ছেলেকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিভাবে ওই পরিবারের সদস্যদের হাতে বোমা পৌঁছল, তা খতিয়ে দেখছে পুলিশ৷

কলকাতা, 29 জানুয়ারি: সামান্য় পারিবারিক ঝামেলা। আর তাকে কেন্দ্র করেই কিনা বোমাবাজি! ছেলেকে লক্ষ্য় করে বোমা মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে! কলকাতার কাশীপুরের ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা৷ হতবাক পুলিশও৷

পুলিশ সূত্রে খবর, বোমা মারার ঘটনাটি ঘটে শুক্রবার৷ অভিযুক্ত শেখ মেহতাব কাশীপুরের বাসিন্দা৷ প্রতিবেশীদের অভিযোগ, তাঁর সঙ্গে প্রায় রোজই অশান্তি হত ছেলে শেখ নাজিরের৷ শুক্রবার তা চরমে ওঠে৷ অভিযোগ, বচসা চলাকালীনই মেহতাব তাঁর ছেলে নাজিরকে লক্ষ্য় করে একটি বোমা ছোড়েন। হাত দিয়ে সেটি আটকাতে যায় নাজির৷ কিন্তু বোমাটি ফেটে যায়। ঘটনায় আহত হন বাবা, ছেলে দু’জনেই৷

আরও পড়ুন: হলদিয়ায় বিধায়কের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

পরে ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ৷ পৌঁছন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও৷ আহত বাবা, ছেলেকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিভাবে ওই পরিবারের সদস্যদের হাতে বোমা পৌঁছল, তা খতিয়ে দেখছে পুলিশ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.