ETV Bharat / city

বাবা কী অভিযোগে গ্রেপ্তার, হাইকোর্টের সাহায্যে জানল মেয়ে - মুকুল রায়

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় ও তাঁর শ্যালক সৃজন রায়ের বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার যে মামলা চলছে, সেই ঘটনায় কিংকর সরকার নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পেশায় "সমাজকর্মী" কিংকরের বিরুদ্ধে এই প্রতারণা সংক্রান্ত মামলায় অন্তত ৯টি অভিযোগ রয়েছে আদালতকে জানিয়েছে রাজ্য সরকার।

হাইকোর্ট
author img

By

Published : Feb 27, 2019, 3:38 AM IST

গত বছরের ৩০ সেপ্টেম্বর নিমতা থানার পুলিশ গ্রেপ্তার করে দুর্গানগরের বাসিন্দা কিংকরকে। কিংকরের মেয়ে পিংকির অভিযোগ, প্রথমে পুলিশ তার বাবাকে গ্রেপ্তারের কারণ জানায়নি পুলিশ। পরে টাকা নিয়ে রেলে চাকরির প্রতিশ্রুতির একাধিক মামলায় তার বাবাকে জড়ানো হয়। পিংকির দাবি, তার বাবার বিরুদ্ধে পুলিশে কেউ কোনও অভিযোগ দায়ের করেনি। তা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। পিংকি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে লিখিতভাবে জানতে চেয়েছিল কী অভিযোগে পুলিশ তার বাবাকে গ্রেপ্তার করেছে। কিন্তু কোনও উত্তর না পেয়ে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয় পিংকি। জানুয়ারি মাসে মামলা দায়ের করে সে। ১৫ ফেব্রুয়ারি বিচারপতি দেবাংশু বসাকের সিংগল বেঞ্চ বিষয়টি শোনার পর কিংকর সরকারের নামে কতগুলি অভিযোগ রয়েছে তা জানিয়ে রাজ্য সরকারকে রিপোর্ট পেশের নির্দেশ দেয়। তারপরেই রাজ্য সরকার আদালতকে জানায়, কিংকরের বিরুদ্ধে এই প্রতারণা সংক্রান্ত মামলায় অন্তত ৯টি অভিযোগ রয়েছে।

পিংকির আইনজীবী আশিস কুমার চৌধুরি বলেন,"আমার মক্কেল এতদিন জানতেই পারছিলেন না তাঁর বাবার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে। এখন জানতে পারলেন। যদিও যে ৯টি অভিযোগ দেখানো হয়েছে তার সবকটিতেই মূল অভিযুক্ত মুকুল রায় ও সৃজন রায়। আমার মক্কেল এবার এই নথি দেখিয়ে তাঁর বাবার জামিনের আবেদন জানাতে পারবেন।"

undefined

গত বছরের ৩০ সেপ্টেম্বর নিমতা থানার পুলিশ গ্রেপ্তার করে দুর্গানগরের বাসিন্দা কিংকরকে। কিংকরের মেয়ে পিংকির অভিযোগ, প্রথমে পুলিশ তার বাবাকে গ্রেপ্তারের কারণ জানায়নি পুলিশ। পরে টাকা নিয়ে রেলে চাকরির প্রতিশ্রুতির একাধিক মামলায় তার বাবাকে জড়ানো হয়। পিংকির দাবি, তার বাবার বিরুদ্ধে পুলিশে কেউ কোনও অভিযোগ দায়ের করেনি। তা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। পিংকি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে লিখিতভাবে জানতে চেয়েছিল কী অভিযোগে পুলিশ তার বাবাকে গ্রেপ্তার করেছে। কিন্তু কোনও উত্তর না পেয়ে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয় পিংকি। জানুয়ারি মাসে মামলা দায়ের করে সে। ১৫ ফেব্রুয়ারি বিচারপতি দেবাংশু বসাকের সিংগল বেঞ্চ বিষয়টি শোনার পর কিংকর সরকারের নামে কতগুলি অভিযোগ রয়েছে তা জানিয়ে রাজ্য সরকারকে রিপোর্ট পেশের নির্দেশ দেয়। তারপরেই রাজ্য সরকার আদালতকে জানায়, কিংকরের বিরুদ্ধে এই প্রতারণা সংক্রান্ত মামলায় অন্তত ৯টি অভিযোগ রয়েছে।

পিংকির আইনজীবী আশিস কুমার চৌধুরি বলেন,"আমার মক্কেল এতদিন জানতেই পারছিলেন না তাঁর বাবার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে। এখন জানতে পারলেন। যদিও যে ৯টি অভিযোগ দেখানো হয়েছে তার সবকটিতেই মূল অভিযুক্ত মুকুল রায় ও সৃজন রায়। আমার মক্কেল এবার এই নথি দেখিয়ে তাঁর বাবার জামিনের আবেদন জানাতে পারবেন।"

undefined
New Delhi, Feb 26 (ANI): Delhi Chief Minister Arvind Kejriwal on Tuesday congratulated the forces for conducting an aerial strike on terror launch pads of Pakistan occupied Kashmir (PoK). Kejriwal said, "Our soldiers entered Pakistan and targeted the Jaish-e-Mohammed (JeM) camps and eliminated Jaish terrorists. Our forces have done a very brave act. The entire country is feeling proud of and I congratulate our forces. The entire country was with the government and the Prime Minister at this time. Strict action was needed." The strike comes exactly 12 days after the deadly Pulwama attack and a large number of Jaish terrorists including top commanders were eliminated during the strike.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.