গত বছরের ৩০ সেপ্টেম্বর নিমতা থানার পুলিশ গ্রেপ্তার করে দুর্গানগরের বাসিন্দা কিংকরকে। কিংকরের মেয়ে পিংকির অভিযোগ, প্রথমে পুলিশ তার বাবাকে গ্রেপ্তারের কারণ জানায়নি পুলিশ। পরে টাকা নিয়ে রেলে চাকরির প্রতিশ্রুতির একাধিক মামলায় তার বাবাকে জড়ানো হয়। পিংকির দাবি, তার বাবার বিরুদ্ধে পুলিশে কেউ কোনও অভিযোগ দায়ের করেনি। তা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। পিংকি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে লিখিতভাবে জানতে চেয়েছিল কী অভিযোগে পুলিশ তার বাবাকে গ্রেপ্তার করেছে। কিন্তু কোনও উত্তর না পেয়ে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয় পিংকি। জানুয়ারি মাসে মামলা দায়ের করে সে। ১৫ ফেব্রুয়ারি বিচারপতি দেবাংশু বসাকের সিংগল বেঞ্চ বিষয়টি শোনার পর কিংকর সরকারের নামে কতগুলি অভিযোগ রয়েছে তা জানিয়ে রাজ্য সরকারকে রিপোর্ট পেশের নির্দেশ দেয়। তারপরেই রাজ্য সরকার আদালতকে জানায়, কিংকরের বিরুদ্ধে এই প্রতারণা সংক্রান্ত মামলায় অন্তত ৯টি অভিযোগ রয়েছে।
পিংকির আইনজীবী আশিস কুমার চৌধুরি বলেন,"আমার মক্কেল এতদিন জানতেই পারছিলেন না তাঁর বাবার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে। এখন জানতে পারলেন। যদিও যে ৯টি অভিযোগ দেখানো হয়েছে তার সবকটিতেই মূল অভিযুক্ত মুকুল রায় ও সৃজন রায়। আমার মক্কেল এবার এই নথি দেখিয়ে তাঁর বাবার জামিনের আবেদন জানাতে পারবেন।"