ETV Bharat / city

কোরোনা আক্রান্ত মৃতদেহ সৎকার করতে পারবে পরিবার : ফিরহাদ

পরিবারের সদস্যরা ইচ্ছে করলে হাসপাতাল থেকে কোরোনা আক্রান্ত মৃতদেহ সংগ্রহ করতে পারবে । তবে কলকাতা পৌরনিগমের তরফ থেকে দুটি বেসরকারি সংস্থাকে নিযুক্ত করা হয়েছে । এই দুটি বেসরকারি সংস্থা কোরোনা মৃতদেহ সৎকারের যে প্রটোকল অর্থাৎ বিধিনিষেধ রয়েছে তা মেনে সৎকার করবে ।

author img

By

Published : Sep 28, 2020, 11:44 PM IST

kolkata municipal corporation

কলকাতা, 28 সেপ্টেম্বর : কোরোনা আক্রান্ত মৃতদেহ সৎকার নিয়ে নতুন সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের । এবার থেকে কোরোনায় আক্রান্ত মৃতদেহ সৎকার করতে পারবে পরিবারের সদস্যরা । রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে এই নির্দেশিকা জারি করেছে । আজ কলকাতা পৌরনিগমের পৌর প্রশাসক ফিরহাদ হাকিম জানান এবার থেকে পরিবার সদস্যরা চাইলে কোরোনা আক্রান্ত মৃতদেহ সৎকার করতে পারবে । তবে সেই ক্ষেত্রে কিছু বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়েছে । সেই বিধিনিষেধ মেনেই কোরোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকার করতে হবে পরিবারের সদস্যদের ।

পরিবারের সদস্যরা ইচ্ছে করলে হাসপাতাল থেকে কোরোনা আক্রান্ত মৃতদেহ সংগ্রহ করতে পারবে । তবে কলকাতা পৌরনিগমের তরফ থেকে দুটি বেসরকারি সংস্থাকে নিযুক্ত করা হয়েছে । এই দুটি বেসরকারি সংস্থা কোরোনা মৃতদেহ সৎকারের যে প্রটোকল অর্থাৎ বিধিনিষেধ রয়েছে তা মেনে সৎকার করবে । পরিবারের সদস্যরা চাইলে সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করে মৃতদেহ সংগ্রহ করে কলকাতা পৌরনিগমের কোরোনার জন্য নির্দিষ্ট শ্মশানগুলিতে দাহ করবে । পরিবারের সর্বোচ্চ 6 জন উপস্থিত থাকতে পারবে । তবে পরিবারের সদস্যদের মৃতদেহ স্পর্শ করার অনুমতি নেই । এর পাশাপাশি যেসকল পরিবারের সদস্যরা ইচ্ছে প্রকাশ করলে কলকাতা পৌরনিগম দেহ সৎকার করবে, সেই ক্ষেত্রেও সর্বোচ্চ ছ'জন পরিবারের সদস্য উপস্থিত থাকতে পারবে ।

কলকাতা পৌরনিগমের পৌর প্রশাসক ফিরহাদ হাকিম জানান, কলকাতা পৌরনিগম এতদিন পর্যন্ত যেভাবে কোরোনা আক্রান্ত মৃতদেহ সৎকার করছিল আগামী দিনেও করবে। যদি পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে চান সৎকারের সময় সে ক্ষেত্রে সর্বোচ্চ ছয় জন উপস্থিত থাকতে পারবেন । এবং কলকাতা পৌরনিগমের তরফ থেকে যে দুটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সংস্থাকে দিয়ে পরিবারের সদস্যরা সৎকার করাতে পারবেন । সেক্ষেত্রে ছ'জন পরিবারের সদস্য থাকার অনুমতি দেওয়া হয়েছে ।

বর্তমানে কলকাতা পৌরনিগম ধাপাতে মৃতদেহ সৎকার করছে । এছাড়াও গভীর রাতে নিমতলা শ্মশান ও বোড়াল শ্মশানে মৃতদেহ সৎকার করা হচ্ছে । ও বাগমারি কবরস্থানে কোরোনা মৃতদেহ কবরস্থ করছে কলকাতা পৌরনিগম ।

কলকাতা, 28 সেপ্টেম্বর : কোরোনা আক্রান্ত মৃতদেহ সৎকার নিয়ে নতুন সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের । এবার থেকে কোরোনায় আক্রান্ত মৃতদেহ সৎকার করতে পারবে পরিবারের সদস্যরা । রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে এই নির্দেশিকা জারি করেছে । আজ কলকাতা পৌরনিগমের পৌর প্রশাসক ফিরহাদ হাকিম জানান এবার থেকে পরিবার সদস্যরা চাইলে কোরোনা আক্রান্ত মৃতদেহ সৎকার করতে পারবে । তবে সেই ক্ষেত্রে কিছু বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়েছে । সেই বিধিনিষেধ মেনেই কোরোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকার করতে হবে পরিবারের সদস্যদের ।

পরিবারের সদস্যরা ইচ্ছে করলে হাসপাতাল থেকে কোরোনা আক্রান্ত মৃতদেহ সংগ্রহ করতে পারবে । তবে কলকাতা পৌরনিগমের তরফ থেকে দুটি বেসরকারি সংস্থাকে নিযুক্ত করা হয়েছে । এই দুটি বেসরকারি সংস্থা কোরোনা মৃতদেহ সৎকারের যে প্রটোকল অর্থাৎ বিধিনিষেধ রয়েছে তা মেনে সৎকার করবে । পরিবারের সদস্যরা চাইলে সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করে মৃতদেহ সংগ্রহ করে কলকাতা পৌরনিগমের কোরোনার জন্য নির্দিষ্ট শ্মশানগুলিতে দাহ করবে । পরিবারের সর্বোচ্চ 6 জন উপস্থিত থাকতে পারবে । তবে পরিবারের সদস্যদের মৃতদেহ স্পর্শ করার অনুমতি নেই । এর পাশাপাশি যেসকল পরিবারের সদস্যরা ইচ্ছে প্রকাশ করলে কলকাতা পৌরনিগম দেহ সৎকার করবে, সেই ক্ষেত্রেও সর্বোচ্চ ছ'জন পরিবারের সদস্য উপস্থিত থাকতে পারবে ।

কলকাতা পৌরনিগমের পৌর প্রশাসক ফিরহাদ হাকিম জানান, কলকাতা পৌরনিগম এতদিন পর্যন্ত যেভাবে কোরোনা আক্রান্ত মৃতদেহ সৎকার করছিল আগামী দিনেও করবে। যদি পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে চান সৎকারের সময় সে ক্ষেত্রে সর্বোচ্চ ছয় জন উপস্থিত থাকতে পারবেন । এবং কলকাতা পৌরনিগমের তরফ থেকে যে দুটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সংস্থাকে দিয়ে পরিবারের সদস্যরা সৎকার করাতে পারবেন । সেক্ষেত্রে ছ'জন পরিবারের সদস্য থাকার অনুমতি দেওয়া হয়েছে ।

বর্তমানে কলকাতা পৌরনিগম ধাপাতে মৃতদেহ সৎকার করছে । এছাড়াও গভীর রাতে নিমতলা শ্মশান ও বোড়াল শ্মশানে মৃতদেহ সৎকার করা হচ্ছে । ও বাগমারি কবরস্থানে কোরোনা মৃতদেহ কবরস্থ করছে কলকাতা পৌরনিগম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.