কলকাতা, 17 ফেব্রুয়ারি : সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছিল ৷ জানতে পেরে লালবাজারে অভিযোগ দায়ের করেন ডোনা ৷ অভিযোগ পেয়ে ব্যবস্থা নিল লালবাজার ৷ প্রাথমিকভাবে বন্ধ করে দেওয়া হল অ্যাকাউন্ট ৷
জানা গিয়েছে, ওই ভুয়ো অ্যাকাউন্টের খবর ডোনাকে দেন তাঁর এক ছাত্রী ৷ এরপরই পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন ডোনা ৷ গোটা ঘটনায় বিরক্ত সৌরভ-পত্নী ৷
ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, "পুরো বিষয়টা আমাকে চমকে দিয়েছে ৷ আমি বিরক্ত ৷ ভুয়ো অ্যাকাউন্টে 77 হাজার ফলোয়ার, 78 হাজার লাইক ! জানতে পারার পরে খেয়াল করি নিয়মিত পোস্ট করা হচ্ছে ওই অ্যাকাউন্ট থেকে ৷ আপত্তিকর পোস্টও রয়েছে ৷ বাধ্য হয়ে লালবাজারের দ্বারস্থ হই ৷"
এদিকে অভিযোগ পাওয়া মাত্র অ্যাকাউন্টটি ব্লক করেছে পুলিশ ৷ এই বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন শাখা) মুরলিধর শর্মা জানান, সৌরভ গঙ্গোপাধ্যায়ের অফিস থেকে অভিযোগের মেল পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷