কলকাতা, 13 জুন : যে যাঁর নিজের খুশিমতো ম্যাজিক দেখাতে ব্যস্ত । কেউ নিজেই নিজের গায়ে কয়েন ছুড়ছেন । তারপর নিজেই দেখাচ্ছেন... এই দ্যাখ, কেমন গায়ের সঙ্গে সেঁটে রয়েছে । পড়ছে না । কেউ তো আবার নিজেকে রোবট সিনেমার চিট্টির (রজনীকান্ত) সঙ্গে তুলনা করে ফেলছেন । সেই চিট্টি, যে তাঁর আশ্চর্য ক্ষমতাবলে দুষ্টু লোকেদের লোহার অস্ত্র, গলার চেন... সব চুম্বকের মতো নিজের গায়ে টেনে নিয়েছিলেন । এমন বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
আর যাঁরা এমন আজব কাণ্ডকারখানা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, তাঁদের দাবি, তাঁরা নাকি করোনা টিকা নেওয়ার পর থেকেই শরীরে এই ধরনের পরিবর্তন অনুভব করছেন । শরীরের মধ্যে একটি চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়েছে বলে দাবি তাঁদের ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের ভিডিয়ো প্রকাশ্যে আসতে শুরু করেছে । শিলিগুড়িতেও এমন আজব অভিজ্ঞতার দাবি করছেন এক ব্যক্তি । সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো হ্যাশট্যাগ (#magneticchallange) ট্রেন্ডিং হচ্ছে ।
বিষয়টি যতক্ষণ নিপাট মজার পর্যায়ে থাকে, ততক্ষণ ঠিক আছে । কিন্তু এই করোনা পরিস্থিতিতে যখন চিকিৎসক, বিশেষজ্ঞরা... প্রত্যেকেই বলছেন ভাইরাসের হাত থেকে বাঁচতে হলে একমাত্র উপায় টিকাকরণ... সেখানে এই ধরনের ভিডিয়ো টিকাকরণের উপর বিরূপ প্রভাব ফেলার আশঙ্কা তৈরি হচ্ছে ।
কেন এই আজব ঘটনা ? সত্যিই কি সংশ্লিষ্ট ব্যক্তিদের শরীরে চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হচ্ছে ? যদি হয় তবে তার পিছনে বৈজ্ঞানিক যুক্তি কী রয়েছে ? আদৌ কি টিকাকরণের জন্যই এমনটা হচ্ছে ? নাকি অন্য কোনও বুজরুকি রয়েছে এর পিছনে ?
আরও পড়ুন : Corona In Bengal : চার হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ
টিকাকরণের ফলে মানুষের মধ্যে এই ধরনের চৌম্বকীয় ক্ষেত্র তৈরির যে দাবি ভাইরাল ভিডিয়োগুলিতে করা হচ্ছে, তা ফুৎকারে উড়িয়ে দিয়েছে কেন্দ্র । বলা হচ্ছে, এই ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ।
পিআইবি-র ফ্যাক্ট চেক টুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, টিকা নেওয়ার পর হালকা মাথা ধরা, জ্বর-জ্বর ভাব কিংবা যেখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেখানে ব্যাথা বা ফুলে যাওয়ার মতো কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে । কিন্তু চৌম্বকীয় কোনও প্রতিক্রিয়া কখনোই নয় ।
-
Several posts/videos claiming that #COVID19 #vaccines can make people magnetic are doing the rounds on social media. #PIBFactCheck:
— PIB Fact Check (@PIBFactCheck) June 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
✅COVID-19 vaccines do NOT make people magnetic and are completely SAFE
Register for #LargestVaccineDrive now and GET VACCINATED ‼️ pic.twitter.com/pqIFaq9Dyt
">Several posts/videos claiming that #COVID19 #vaccines can make people magnetic are doing the rounds on social media. #PIBFactCheck:
— PIB Fact Check (@PIBFactCheck) June 10, 2021
✅COVID-19 vaccines do NOT make people magnetic and are completely SAFE
Register for #LargestVaccineDrive now and GET VACCINATED ‼️ pic.twitter.com/pqIFaq9DytSeveral posts/videos claiming that #COVID19 #vaccines can make people magnetic are doing the rounds on social media. #PIBFactCheck:
— PIB Fact Check (@PIBFactCheck) June 10, 2021
✅COVID-19 vaccines do NOT make people magnetic and are completely SAFE
Register for #LargestVaccineDrive now and GET VACCINATED ‼️ pic.twitter.com/pqIFaq9Dyt
সেখানে আরও সাবধান করা হয়েছে, করোনা টিকাকরণ নিয়ে কোনওরকম ভুল তথ্যের শিকার না হয়ে নিজের টিকা নিন ।
এর আগেও এই ধরনের গুজব শোনা যাচ্ছিল । বলা হচ্ছিল, করোনা টিকার মধ্যে ধাতব কিছু রয়েছে অথবা কোনও মাইক্রোচিপ রয়েছে, যাঁর কারণে শরীরে চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হচ্ছে ।
আসল সত্যিটা হল, ভারত বা আমেরিকা বা অন্য যে কোনও দেশে যে টিকাগুলিকে আপদকালীন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, সেগুলির কোনওটিতেই কোনও ধাতব বা চৌম্বকীয় উপাদান নেই । করোনা টিকার যে ডোজ় দেওয়া হয়, তার পরিমাণ এত সামান্য যে তাতে কোনওভাবেই চুম্বক বা ওই ধরনের কোনওকিছু ধারণ করানো সম্ভব নয় ।
এই ধরনের ভিডিয়ো শুধু পশ্চিমবঙ্গ বা ভারতেই নয়, আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেছে । আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা শাখাও এই চৌম্বকীয় তত্ত্বকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, ভাইরাল ভিডিয়োগুলিতে যেমনটা দেখানো হচ্ছে, তার সঙ্গে টিকার কোনও যোগ নেই । করোনা টিকার মাধ্যমে কোনওভাবেই চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হতে পারে না । টিকার মধ্যে কোনও ধাতব উপাদান নেই ।
আরও পড়ুন : ভ্যাকসিনের অভাব টিকাকরণ হয়নি কর্মীদের, প্রশ্নের মুখে রেস্তরাঁগুলির ভবিষ্যৎ
কেন্দ্রীয় সরকারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে টিকা নেওয়ার পর মাথা ধরা, জ্বর-জ্বর ভাব, কাঁপুনি, বমি বমি ভাব, যেখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেখানে ব্যাথা... এগুলি হতে পারে । কিন্তু চৌম্বকীয় ক্ষেত্র কোনওভাবেই নয় ।
এক নজরে দেখে নেওয়া যাক, চৌম্বকীয় তত্ত্বের বিরুদ্ধে কী কী যুক্তি দিচ্ছেন বিশেষজ্ঞরা :
- লোহার মতো কোনও উপাদান টিকার মধ্যে নেই । তাই টিকার কারণে শরীরে চৌম্বকীয় ক্ষেত্র কোনওভাবেই তৈরি হতে পারে না ।
- আর একটি সিরিঞ্জের মাধ্যমে যদিও বা লোহা জাতীয় কিছু ঢোকানো হয় শরীরে, তবে তা যেটুকু হবে সেটি একটি কয়েনকে শরীরের সঙ্গে আটকে রাখতে যথেষ্ট নয় । একটি কয়েনকে গায়ের সঙ্গে সেঁটে রাখার জন্য শরীরে আরও কয়েকশো গুণ বেশি পরিমাণে লোহার প্রয়োজন বলে বলছেন বিশেষজ্ঞরা ।
- সংবাদসংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী গবেষকরা বলছেন, মানুষের শরীর স্বাভাবিক নিয়মেই অল্প হলেও চৌম্বকীয় । কারণ মানুষের শরীরে লোহার উপাদান রয়েছে । শরীরে লোহা ও জলের মিশ্রণ এই চৌম্বকীয়তাকে কিছুটা কমিয়ে রাখে । আর এর উপর ভিত্তি করেই আমাদের এমআইআই হয়ে থাকে ।
এদিকে মহারাষ্ট্রের নাসিকে আজ এই ধরনের এক ঘটনার খবর পেয়ে সেখানে যান নাসিক পৌরনিগমের চিকিৎসকরা । ওই ব্যক্তিকে খতিয়ে দেখার পর নাসিক পৌরনিগমের চিকিৎসক অশোক থোরাত জানিয়েছেন, "আমাদের কাছে এখনও পর্যন্ত কোনও প্রমাণ নেই যে টিকা নেওয়ার কারণেই এটি হয়েছে । আমরা বিষয়টি সরকারকে জানিয়েছি । তারপর যদি আরও কিছু খতিয়ে দেখার দরকার পড়ে, তা দেখা হবে ।"
আজ শিলিগুড়িতে যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে, তা নিয়ে যোগাযোগ করা হয়েছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দার্জিলিং জেলা কমিটির সম্পাদক গোপাল দের সঙ্গে । তিনি বলেন, "করোনার টিকার কারণেই যে ওই ব্যক্তির শরীর চুম্বকের মতো আচরণ করছে তা কোনওভাবেই সম্ভব নয় । কারণ লোহা, কোবাল্ট এবং নিকেল ছাড়া চুম্বক আর কোনও ধাতুকে আকর্ষণ করে না । কিন্তু ওই ব্যক্তির শরীরে অ্যালুমিনিয়াম এবং স্টিলের ধাতব দ্রব্য লাগছে, যা চুম্বক কোনওভাবেই আকর্ষণ করতে পারে না ।"
চিকিৎসক শঙখ সেন বলেন, "করোনার টিকার কারণে ওই ব্যক্তির শরীর যে চুম্বকের মতো কাজ করছে, তা কোনওভাবেই সম্ভব নয় । তবে স্বাস্থ্য দফতরের উচিত মেডিকেল বোর্ড তৈরি করে ওই ব্যক্তির শারীরিক পরীক্ষা করে দেখা। "