ETV Bharat / city

প্রাণদায়ী ওষুধসহ অত্যাবশ্যক পণ্য পৌঁছাতে অতিরিক্ত পার্সেল স্পেশাল - অতিরিক্ত পার্সেল স্পেশাল ট্রেন

দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসার সরঞ্জামসহ অত্যাবশ্যক জিনিসপত্র পৌঁছতে অতিরিক্ত পার্সেল স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল ।

দ
পার্সেল স্পেশাল
author img

By

Published : Apr 1, 2020, 5:22 PM IST

কলকাতা, 1 এপ্রিল: দেশজুড়ে চলছে লকডাউন । সামাজিক দূরত্ব বজায় রাখতে বন্ধ গণপরিবহন । ফলে বন্ধ ট্রেন পরিষেবাও । তবে, ছাড় দেওয়া হয়েছে সেই সব যানবাহনে যেগুলি জরুরি ও আপৎকালীন পরিষেবার সঙ্গে যুক্ত । একইভাবে ছাড় দেওয়া হয়েছে মালবাহী ট্রেনগুলিকেও । কোরোনা পরিস্থিতিতে লকডাউনের দিনে যাতে বাজারে অত্যাবশ্যক জিনিসপত্রের সরবরাহে ঘাটতি না হয়, তার জন্য রেল বোর্ড অতিরিক্ত পার্সেল স্পেশাল বা মালবাহী ট্রেন চালাবার সিদ্ধান্ত নিল । পরিস্থিতির কথা মাথায় রেখেই বাড়ানো হয়েছে পার্সেল ট্রেনের সংখ্যা ।

শাকসবজি, প্রাণদায়ী ওষুধপত্র, খাদ্য সামগ্রী, চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন সরঞ্জামসহ অন্যান্য অত্যাবশ্যক জিনিসপত্র দ্রুত দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দিতে দক্ষিণ-পূর্ব রেল 8টি রুটে বেশ কয়েকটি পার্সেল স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করল । ট্রেনগুলি হল---

শালিমার-চাংসারি পার্সেল এক্সপ্রেস।
KSR-বেঙ্গালুরু-যশবন্তপুর-হাওড়া-KSR বেঙ্গালুরু-যশবন্তপুর পার্সেল স্পেশাল ট্রেন ।
সেকেন্দ্রাবাদ-হাওড়া-সেকেন্দ্রাবাদ পার্সেল এক্সপ্রেস।
কারামবেলি-চাংসারি-কারামবেলি পার্সেল স্পেশাল।

কাকারিয়া-সাঁকরাইল গুডস টার্মিনাল কাকারিয়া পার্সেল স্পেশাল।
কল্যাণ-সাঁকরাইল গুডস টার্মিনাল কল্যাণ পার্সেল স্পেশাল এক্সপ্রেস।
কল্যাণ-চাংসারি কল্যাণ পার্সেল স্পেশাল এক্সপ্রেস ।

গোধানি-নিউ চিনসুরা-গোধানি পার্সেল স্পেশাল এক্সপ্রেস।

অন্যদিকে পূর্ব রেলের তরফেও চালানো হচ্ছে পার্সেল স্পেশাল ট্রেন। সেগুলি হল---

2 টি নিউ দিল্লি-হাওড়া অ্যান্ড ব্যাক ।

যশবন্তপুর-চেন্নাই-হাওড়া অ্যান্ড ব্যাক ।

সেকেন্দ্রাবাদ-হাওড়া অ্যান্ড ব্যাক ।

সাঁকরাইল-কামাখ্যা হ্যান্ড ব্যাক ।

কলকাতা, 1 এপ্রিল: দেশজুড়ে চলছে লকডাউন । সামাজিক দূরত্ব বজায় রাখতে বন্ধ গণপরিবহন । ফলে বন্ধ ট্রেন পরিষেবাও । তবে, ছাড় দেওয়া হয়েছে সেই সব যানবাহনে যেগুলি জরুরি ও আপৎকালীন পরিষেবার সঙ্গে যুক্ত । একইভাবে ছাড় দেওয়া হয়েছে মালবাহী ট্রেনগুলিকেও । কোরোনা পরিস্থিতিতে লকডাউনের দিনে যাতে বাজারে অত্যাবশ্যক জিনিসপত্রের সরবরাহে ঘাটতি না হয়, তার জন্য রেল বোর্ড অতিরিক্ত পার্সেল স্পেশাল বা মালবাহী ট্রেন চালাবার সিদ্ধান্ত নিল । পরিস্থিতির কথা মাথায় রেখেই বাড়ানো হয়েছে পার্সেল ট্রেনের সংখ্যা ।

শাকসবজি, প্রাণদায়ী ওষুধপত্র, খাদ্য সামগ্রী, চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন সরঞ্জামসহ অন্যান্য অত্যাবশ্যক জিনিসপত্র দ্রুত দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দিতে দক্ষিণ-পূর্ব রেল 8টি রুটে বেশ কয়েকটি পার্সেল স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করল । ট্রেনগুলি হল---

শালিমার-চাংসারি পার্সেল এক্সপ্রেস।
KSR-বেঙ্গালুরু-যশবন্তপুর-হাওড়া-KSR বেঙ্গালুরু-যশবন্তপুর পার্সেল স্পেশাল ট্রেন ।
সেকেন্দ্রাবাদ-হাওড়া-সেকেন্দ্রাবাদ পার্সেল এক্সপ্রেস।
কারামবেলি-চাংসারি-কারামবেলি পার্সেল স্পেশাল।

কাকারিয়া-সাঁকরাইল গুডস টার্মিনাল কাকারিয়া পার্সেল স্পেশাল।
কল্যাণ-সাঁকরাইল গুডস টার্মিনাল কল্যাণ পার্সেল স্পেশাল এক্সপ্রেস।
কল্যাণ-চাংসারি কল্যাণ পার্সেল স্পেশাল এক্সপ্রেস ।

গোধানি-নিউ চিনসুরা-গোধানি পার্সেল স্পেশাল এক্সপ্রেস।

অন্যদিকে পূর্ব রেলের তরফেও চালানো হচ্ছে পার্সেল স্পেশাল ট্রেন। সেগুলি হল---

2 টি নিউ দিল্লি-হাওড়া অ্যান্ড ব্যাক ।

যশবন্তপুর-চেন্নাই-হাওড়া অ্যান্ড ব্যাক ।

সেকেন্দ্রাবাদ-হাওড়া অ্যান্ড ব্যাক ।

সাঁকরাইল-কামাখ্যা হ্যান্ড ব্যাক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.