ETV Bharat / city

কোরোনা চিকিৎসায় অতিরিক্ত বিল, 40 হাজার টাকা ফেরতের নির্দেশ

বিলে মাস্ক, শু-কভার, PPE-র জন্য খরচ ধরা হয় 58,201 টাকা । এরপরই হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের করে ওই রোগীর পরিবার ।

Excessive bill from COVID-19 patient
Excessive bill from COVID-19 patient
author img

By

Published : Nov 7, 2020, 8:44 AM IST

কলকাতা, 7 নভেম্বর : প্রতিটি মাস্কের জন্য খরচ ধরা হয়েছে 350 টাকা করে । PPE (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) ও তার সঙ্গে থাকা শ‍ু-কভারের জন্যেও পৃথক খরচ ধরা হয়েছে । এক কোরোনা আক্রান্তের চিকিৎসার খরচ হিসেবে বিলে এসব আলাদা করে যোগ করেছে দমদমের একটি বেসরকারি হাসপাতাল । ঘটনায় বেসরকারি ওই হাসপাতালকে 40 হাজার টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য কমিশন ।

ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) জানিয়েছে, দমদমের বেসরকারি ওই হাসপাতালে 20 অগাস্ট ভরতি হন এক COVID-19 রোগী । ওই হাসপাতালে তাঁকে 10 দিন রাখা হয়েছিল । বিলে মাস্ক, শু-কভার, PPE-র জন্য খরচ ধরা হয় 58,201 টাকা । এরপরই হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের করে ওই রোগীর পরিবার । বিষয়টি খতিয়ে দেখে কমিশন জানিয়েছে, দেখা গিয়েছে ওই বিলে এই রোগীর চিকিৎসার জন্য প্রতিটি মাস্কের দাম ধরা হয়েছে 350 টাকা করে । 10 দিনে 36টি PPE-র খরচ ধরা হয়েছে ওই বিলে । তবে, PPE কিটের সঙ্গে শ‍ু-কভার থাকলেও এই সবের দাম ওই বিলে পৃথকভাবে ধরা হয়েছে । 10 দিনে কীভাবে 36টি PPE-র ব‍্যবহার হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন ।

কমিশন জানিয়েছে, COVID-19 রোগীর চিকিৎসার খরচ হিসেবে বেসরকারি হাসপাতালে PPE-র জন্য কত টাকা নেওয়া যাবে, তা বেঁধে দিয়েছে রাজ্য সরকার । ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কমিশনকে জানানো হয়েছে, রাজ্য সরকার এই দাম বেঁধে দেওয়ার আগে এই রোগীর চিকিৎসা হয়েছিল ওই হাসপাতালে । যদিও, ওই হাসপাতাল কর্তৃপক্ষের এমন বক্তব্যকে গ্রাহ্য করেনি কমিশন । কমিশন জানিয়েছে, COVID-19 প্রতিরোধের জন্য PPE এবং আনুষঙ্গিক বিষয়গুলি ক্ষেত্রে যেভাবে ওই বিলে খরচ ধরা হয়েছে, তার জন্য ওই হাসপাতালকে ওই বিলের 58,201 টাকার মধ্যে 40 হাজার টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

কলকাতা, 7 নভেম্বর : প্রতিটি মাস্কের জন্য খরচ ধরা হয়েছে 350 টাকা করে । PPE (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) ও তার সঙ্গে থাকা শ‍ু-কভারের জন্যেও পৃথক খরচ ধরা হয়েছে । এক কোরোনা আক্রান্তের চিকিৎসার খরচ হিসেবে বিলে এসব আলাদা করে যোগ করেছে দমদমের একটি বেসরকারি হাসপাতাল । ঘটনায় বেসরকারি ওই হাসপাতালকে 40 হাজার টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য কমিশন ।

ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) জানিয়েছে, দমদমের বেসরকারি ওই হাসপাতালে 20 অগাস্ট ভরতি হন এক COVID-19 রোগী । ওই হাসপাতালে তাঁকে 10 দিন রাখা হয়েছিল । বিলে মাস্ক, শু-কভার, PPE-র জন্য খরচ ধরা হয় 58,201 টাকা । এরপরই হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের করে ওই রোগীর পরিবার । বিষয়টি খতিয়ে দেখে কমিশন জানিয়েছে, দেখা গিয়েছে ওই বিলে এই রোগীর চিকিৎসার জন্য প্রতিটি মাস্কের দাম ধরা হয়েছে 350 টাকা করে । 10 দিনে 36টি PPE-র খরচ ধরা হয়েছে ওই বিলে । তবে, PPE কিটের সঙ্গে শ‍ু-কভার থাকলেও এই সবের দাম ওই বিলে পৃথকভাবে ধরা হয়েছে । 10 দিনে কীভাবে 36টি PPE-র ব‍্যবহার হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন ।

কমিশন জানিয়েছে, COVID-19 রোগীর চিকিৎসার খরচ হিসেবে বেসরকারি হাসপাতালে PPE-র জন্য কত টাকা নেওয়া যাবে, তা বেঁধে দিয়েছে রাজ্য সরকার । ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কমিশনকে জানানো হয়েছে, রাজ্য সরকার এই দাম বেঁধে দেওয়ার আগে এই রোগীর চিকিৎসা হয়েছিল ওই হাসপাতালে । যদিও, ওই হাসপাতাল কর্তৃপক্ষের এমন বক্তব্যকে গ্রাহ্য করেনি কমিশন । কমিশন জানিয়েছে, COVID-19 প্রতিরোধের জন্য PPE এবং আনুষঙ্গিক বিষয়গুলি ক্ষেত্রে যেভাবে ওই বিলে খরচ ধরা হয়েছে, তার জন্য ওই হাসপাতালকে ওই বিলের 58,201 টাকার মধ্যে 40 হাজার টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.