কলকাতা, 20 মার্চ : COVID-19-এ আক্রান্ত গোটা বিশ্ব। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ কোরোনার থাবা থেকে রেহাই পায়নি পশ্চিমবঙ্গও। রাজ্যে এখনও পর্যন্ত দু'জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ৷ এই পরিস্থিতিতে 19 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করে দিয়েছে CBSE ও ICSE বোর্ড। এবার স্থগিত হয়ে গেল চাকরির পরীক্ষাও। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আজ সংশ্লিষ্ট বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে ৷ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 21 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত সব লিখিত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
কোরোনা: একাধিক পরীক্ষা বাতিল পাবলিক সার্ভিস কমিশনের - Coronavirus latest update
21 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত যে সমস্ত লিখিত পরীক্ষা বাতিল করল WBPSC ৷ দমকল বিভাগের অধীনে ফায়ার অপারেটর পদে নিয়োগের জন্য যে শারীরিক সক্ষমতার পরীক্ষা চলছে সেটাও আগামী 23 মার্চ থেকে স্থগিত করে দেওয়া হয়েছে।
কলকাতা, 20 মার্চ : COVID-19-এ আক্রান্ত গোটা বিশ্ব। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ কোরোনার থাবা থেকে রেহাই পায়নি পশ্চিমবঙ্গও। রাজ্যে এখনও পর্যন্ত দু'জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ৷ এই পরিস্থিতিতে 19 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করে দিয়েছে CBSE ও ICSE বোর্ড। এবার স্থগিত হয়ে গেল চাকরির পরীক্ষাও। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আজ সংশ্লিষ্ট বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে ৷ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 21 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত সব লিখিত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।