ETV Bharat / city

সারদায় রক্ষাকবজ থাকলেও রোজ়ভ্যালিতে গ্রেপ্তারির আশঙ্কা, হাইকোর্টে রাজীব কুমার - সারদা মামলা

কলকাতা হাইকোর্টে নতুন আবেদন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের । তাঁর গ্রেপ্তারিতে কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবজের নির্দেশ রোজ়ভ্যালি সহ অন্য চিটফান্ড মামলাতেও কার্যকর করা হোক । বিচারপতি মধুমতি মিত্রের এজলাসে এই আবেদন জানিয়েছেন রাজীব । মঙ্গলবার সেই আবেদনের  শুনানির সম্ভাবনা ।

রাজীব কুমার
author img

By

Published : Aug 11, 2019, 11:15 AM IST

কলকাতা, 11 অগাস্ট : কলকাতা হাইকোর্টে নতুন আবেদন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের । তাঁর গ্রেপ্তারিতে কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবজের নির্দেশ রোজ়ভ্যালি সহ অন্য চিটফান্ড মামলাতেও কার্যকর করা হোক । বিচারপতি মধুমতি মিত্রের এজলাসে এই আবেদন জানিয়েছেন রাজীব । মঙ্গলবার সেই আবেদনের শুনানির সম্ভাবনা ।

30 মে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশে জানায়, CBI আপাতত রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে না । তবে সারদা চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে CBI-কে সহযোগিতা করতে হবে রাজীব কুমারকে । পাশাপাশি আদালত শর্ত দেয়, রাজীব কুমার কলকাতার বাইরে যেতে পারবেন না । এরপর হাইকোর্ট একাধিকবার রাজীব কুমারের সুরক্ষা কবচ বাড়িয়েছে । শুক্রবার বিচারপতি মধুমতী মিত্র রাজীব কুমারের গ্রেপ্তারির রক্ষাকবজ 20 অগাস্ট পর্যন্ত বাড়িয়েছেন । কিন্ত, এরই মধ্যে রোজ়ভ্যালি চিটফান্ড সংক্রান্ত মামলায় রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে 7 অগাস্ট নোটিশ পাঠায় CBI । কিন্ত যেহেতু হাইকোর্টের নির্দেশ রাজীব কলকাতার বাইরে যেতে পারবেন না, তাই তিনি CBI-র কাছে একমাস সময় চেয়েছেন ।

এদিকে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, CBI যদি নতুন করে কোনও নোটিশ পাঠায় রাজীব কুমারকে তাহলে তিনি কলকাতার বাইরে যেতে পারবেন । এরপরই CBI যাতে অন্য মামলায় তাঁকে গ্রেপ্তার করতে না পারে তার আবেদন জানালেন হাইকোর্টে । বিচারপতি মধুমতী মিত্র সেই আবেদন গ্রহণ করেছেন । হাইকোর্টে সারদা চিটফান্ড সংক্রান্ত মামলার শুনানি রয়েছে মঙ্গলবার । ফলে মঙ্গলবারই এই আবেদনেরও শুনানি হবে বলে মনে করা হচ্ছে ।

কলকাতা, 11 অগাস্ট : কলকাতা হাইকোর্টে নতুন আবেদন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের । তাঁর গ্রেপ্তারিতে কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবজের নির্দেশ রোজ়ভ্যালি সহ অন্য চিটফান্ড মামলাতেও কার্যকর করা হোক । বিচারপতি মধুমতি মিত্রের এজলাসে এই আবেদন জানিয়েছেন রাজীব । মঙ্গলবার সেই আবেদনের শুনানির সম্ভাবনা ।

30 মে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশে জানায়, CBI আপাতত রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে না । তবে সারদা চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে CBI-কে সহযোগিতা করতে হবে রাজীব কুমারকে । পাশাপাশি আদালত শর্ত দেয়, রাজীব কুমার কলকাতার বাইরে যেতে পারবেন না । এরপর হাইকোর্ট একাধিকবার রাজীব কুমারের সুরক্ষা কবচ বাড়িয়েছে । শুক্রবার বিচারপতি মধুমতী মিত্র রাজীব কুমারের গ্রেপ্তারির রক্ষাকবজ 20 অগাস্ট পর্যন্ত বাড়িয়েছেন । কিন্ত, এরই মধ্যে রোজ়ভ্যালি চিটফান্ড সংক্রান্ত মামলায় রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে 7 অগাস্ট নোটিশ পাঠায় CBI । কিন্ত যেহেতু হাইকোর্টের নির্দেশ রাজীব কলকাতার বাইরে যেতে পারবেন না, তাই তিনি CBI-র কাছে একমাস সময় চেয়েছেন ।

এদিকে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, CBI যদি নতুন করে কোনও নোটিশ পাঠায় রাজীব কুমারকে তাহলে তিনি কলকাতার বাইরে যেতে পারবেন । এরপরই CBI যাতে অন্য মামলায় তাঁকে গ্রেপ্তার করতে না পারে তার আবেদন জানালেন হাইকোর্টে । বিচারপতি মধুমতী মিত্র সেই আবেদন গ্রহণ করেছেন । হাইকোর্টে সারদা চিটফান্ড সংক্রান্ত মামলার শুনানি রয়েছে মঙ্গলবার । ফলে মঙ্গলবারই এই আবেদনেরও শুনানি হবে বলে মনে করা হচ্ছে ।

Intro:হাইকোর্টে নতুন আবেদন রাজীব কুমারের Body:
মানস নস্কর---

সারদা মামলায় কলকাতা হাইকোর্টের গ্রেফতারের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ রোজভ্যালি সহ অন্যান্য মামলাতেও কার্যকর করা হোক,নতুন আবেদন রাজীব কুমারের

কলকাতা ১০ অগাস্ট ঃ
কলকাতা হাইকোর্টে নতুন আবেদন রাজীব কুমারের।
সারদা মামলায় কলকাতা হাইকোর্টের গ্রেফতারের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ রোজভ্যালি সহ অন্যান্য মামলাতেও কার্যকর করা হোক, এই আবেদন নিয়েই আবারও বিচারপতি মধুমতি মিত্রের এজলাসে আবেদন জানালেন রাজীব।
শুনানির সম্ভাবনা আগামী মঙ্গলবার।
গতকাল করা হয় এই আবেদন, আজ সেই আবেদন গ্রহণ করেছেন বিচারপতি।

গত ৩০ মে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশে জানায় সিবিআই আপাতত রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবেনা।তবে সারদা চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে সিবিআইয়ের সাথে সহ যোগীতা করতে হবে রাজীব কুমারকে। পাশাপাশি তিনি কলকাতার বাইরে যেতে পারবেন না। এরপর হাইহাইকোর্ট একাধিক বার রাজীব কুমারের সুরক্ষা কবচ বাড়িয়েছে। গতকালই বিচারপতি মধুমতী মিত্র রাজীব কুমারের গ্রেপ্তারের উপর যে স্থগিতাদেশ রয়েছে সেটা বাড়িয়ে আগামী ২০ অগাস্ট করেছেন।কিন্ত হাইকোর্টে যখন সারদা চিটফান্ড সংক্রান্ত মামলার শুনানি চলছে। এরই মধ্যে রোজভ্যালি চিটফান্ড সংক্রান্ত মামলায় রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে গত ৭ অগাস্ট আবার একটি সমন পাঠায় সিবিআই। এবং তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় সিবিআই। কিন্ত হাইকোর্টের যেহেতু নির্দেশ রাজীব কলকাতার বাইরে যেতে পারবেন না, ছাড়াও আরো একাধিক কারনে তিনি সিবিআইয়ের কাছে এক মাস সময় চেয়েছেন।এদিকে গতকাল কলকাতা হাইকোর্ট জানিয়েছে সিবিআই যদি নতুন করে কোনো সমন পাঠায় রাজীব কুমারকে তাহলে তিনি কলকাতার বাইরে যেতে পারবেন। এরপরই রাজীব কুমার সিবিআই যাতে অন্য মামলায় তাকে গ্রেপ্তার করতে না পারে তার আবেদন জানিয়েছেন গতকালই হাইকোর্টে। আজ বিচারপতি মধুমতী মিত্র সেই আবেদনটি মঞ্জুর করছেন। হাইকোর্টে সারদা চিটফান্ড সংক্রান্ত মামলার শুনানি রয়েছে আগামী মঙ্গলবার। ফলে মঙ্গলবারই এই সংক্রান্ত মামলারও শুনানি একসাথেই হবে বলে মনে করা হচ্ছে। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.