কলকাতা, 16 সেপ্টেম্বর : কলকাতা শহরের জল জমার সমস্যাকে দূর করতে এবার সাহায্য নেওয়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ইঞ্জিনিয়ারিং বিভাগের । উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন জয়গায় জল জমার সমস্যা রয়েছে ৷ তাতে ভুগতে হয় সাধারণ মানুষকে । দু-একদিনের টানা বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকায় জল জমে যায় উত্তর কলকাতায় । দক্ষিণ কলকাতাতেও অনেক এলাকায় এই সমস্যা রয়েছে ৷
কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) এবার শহরের জল জমার সমস্যাকে মেটাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের সাহায্য নিচ্ছে । ইতিমধ্যে কলকাতা পৌরনিগমের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বৈঠক হয়েছে । যাদবপুর বিশ্ববিদ্যালয় এই সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব দেবে । যেমন শহরের কোন কোন এলাকায় কী কারণে জল জমছে । কোন এলাকায় নিকাশি নালার পাইপে সমস্যা রয়েছে । শহরের নিচু এলাকাগুলিতে জল জমার সমস্যায় ভুগতে কী করতে হবে । এর পাশাপাশি পাম্পিং স্টেশনগুলির কী অবস্থা । পাম্পিং স্টেশনগুলিতে কী কী বদল করতে হবে তা নিয়েও পরামর্শ দেবে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ ।
কলকাতা শহরের নিকাশি ব্যবস্থা তৈরি হয়েছে সেই ব্রিটিশ আমলে । তারপর শহরের জনসংখ্যা বিপুল হারে বৃদ্ধি পেয়েছে । সেই সঙ্গে শহরে পাল্লা দিয়ে বেড়েছে বাড়িঘর-দোকানপাট । আধুনিকমানের নিকাশি ব্যবস্থা করতে গেলে বেশ কিছু বদলের প্রয়োজন । কলকাতা পৌরনিগমের ইঞ্জিনিয়ারিং বিভাগ বিভিন্ন সময়ে নিকাশি নালার বদল করেছে । বিশেষজ্ঞদের মতামত নেওয়ার জন্য এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পরামর্শ নিয়ে কাজ করবে কেএমসি ।
কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও নিকাশি বিভাগের প্রধান তারক সিং জানিয়েছেন, শহরের নিকাশি ব্যবস্থার বদল করা হচ্ছে । শহরের পাম্পিং স্টেশনগুলি যে অবস্থায় রয়েছে তাতে কী কী ধরনের বদলের প্রয়োজন সে বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পরামর্শ নেওয়া হচ্ছে । সেই সঙ্গে পাম্পিং মোটরগুলির কী অবস্থা অথবা কী কী বদল করা প্রয়োজন সেই বিষয়েও পরামর্শ দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় । শহরের পাম্পিং স্টেশন থেকে নিকাশি নালারগুলির বর্তমানে কী পরিস্থিতি এবং কী কী আধুনিকীকরণ করতে হবে সেই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি রিপোর্ট দেবে । সেই রিপোর্ট অনুযায়ী কাজ করবে কলকাতা পৌরনিগম ।
ইতিমধ্যে কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়নের কাজের জন্য সবুজ সংকেত দিয়েছিলেন । এরপরে শহরের নিকাশি ব্যবস্থা আধুনিকীকরণের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের সাহায্য চাওয়া হয় । এই বিষয়ে কলকাতা পৌরনিগমের সঙ্গে কয়েক দফা বৈঠক করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ ।
আরও পড়ুন : বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, নিকাশি কর্মীদের কাঠগড়ায় তুললেন পৌরপ্রশাসক