ETV Bharat / city

টিকা নিয়ে মৃত্যু ভোটকর্মীর, বিস্তারিত রিপোর্ট তলব কমিশনের - বিস্তারিত রিপোর্ট তলব কমিশনের

অসুস্থ ভোটকর্মীকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তিনি মৃত । এই ঘটনায় শোকস্তব্ধ শিক্ষক, শিক্ষিকা, কর্মী ও শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ ।

Election Duty worker died after gating covid vaccine
Election Duty worker died after gating covid vaccine
author img

By

Published : Feb 28, 2021, 7:15 AM IST

Updated : Feb 28, 2021, 7:28 AM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি : নির্বাচন কমিশনের নির্দেশ মতো ভোটের প্রস্তুতি ও ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের করোনার টিকাকরণ শুরু হয়েছে । বীরভূম জেলার বোলপুরেও শুরু হয়েছে সেই কাজ ৷ সেখানেই করোনার টিকা নেওয়ার পর মৃত্যু হল পেশায় শিক্ষক এক ভোট কর্মীর ৷

বোলপুর থানার অন্তর্গত রজতপুর গ্রামের বাসিন্দা তারক চক্রবর্তী (53) পেশায় শিক্ষক । এবারের বিধানসভা নির্বাচনের ভোটকর্মী তিনি । নিয়ম মতো কোরোনা টিকা নেন শনিবার । টিকা নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন । এরপর তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তিনি মৃত । এই ঘটনায় শোকস্তব্ধ শিক্ষক, শিক্ষিকা, কর্মী ও শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ । তাঁরা ওই ভোটকর্মীর মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে 50 লাখ টাকারও দাবি করেছে ।

আরও খবর : করোনা টিকার দাম হবে 250 টাকার মধ্যে, বিনামূল্যে মিলবে সরকারি হাসপাতালে

নির্বাচন কমিশন সূত্রে খবর, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে । জেলাশাসকের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে । রিপোর্ট হাতে পেয়ে খতিয়ে দেখার পরে ক্ষতিপূরণের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন ।

কলকাতা, 28 ফেব্রুয়ারি : নির্বাচন কমিশনের নির্দেশ মতো ভোটের প্রস্তুতি ও ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের করোনার টিকাকরণ শুরু হয়েছে । বীরভূম জেলার বোলপুরেও শুরু হয়েছে সেই কাজ ৷ সেখানেই করোনার টিকা নেওয়ার পর মৃত্যু হল পেশায় শিক্ষক এক ভোট কর্মীর ৷

বোলপুর থানার অন্তর্গত রজতপুর গ্রামের বাসিন্দা তারক চক্রবর্তী (53) পেশায় শিক্ষক । এবারের বিধানসভা নির্বাচনের ভোটকর্মী তিনি । নিয়ম মতো কোরোনা টিকা নেন শনিবার । টিকা নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন । এরপর তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তিনি মৃত । এই ঘটনায় শোকস্তব্ধ শিক্ষক, শিক্ষিকা, কর্মী ও শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ । তাঁরা ওই ভোটকর্মীর মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে 50 লাখ টাকারও দাবি করেছে ।

আরও খবর : করোনা টিকার দাম হবে 250 টাকার মধ্যে, বিনামূল্যে মিলবে সরকারি হাসপাতালে

নির্বাচন কমিশন সূত্রে খবর, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে । জেলাশাসকের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে । রিপোর্ট হাতে পেয়ে খতিয়ে দেখার পরে ক্ষতিপূরণের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন ।

Last Updated : Feb 28, 2021, 7:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.