ETV Bharat / city

Arpita Ghosh : অর্পিতা ঘোষের ছেড়ে আসা রাজ্যসভার আসনে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা

আগামী 29 নভেম্বর রাজ্যসভার তিনটি শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৷ ফলাফল ঘোষণা হবে 1 ডিসেম্বর । তার মধ্যে একটি আসন রয়েছে পশ্চিমবঙ্গের ৷ গত 15 সেপ্টেম্বর এই আসনে ইস্তফা দেন অর্পিতা ঘোষ (Arpita Ghosh) ৷

অর্পিতা ঘোষ, Arpita Ghosh
অর্পিতা ঘোষ, Arpita Ghosh
author img

By

Published : Oct 31, 2021, 6:12 PM IST

কলকাতা, 31 অক্টোবর : অর্পিতা ঘোষের (Arpita Ghosh) ছেড়ে আসা রাজ্যসভার আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 29 নভেম্বর ৷ পশ্চিমবঙ্গ-সহ রাজ্যসভার তিনটি শূন্য আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন । কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, 3টি আসনে উপনির্বাচন হবে 29 নভেম্বর । ফল ঘোষণা হবে 1 ডিসেম্বর । 15 সেপ্টেম্বর হঠাৎ করেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেন অর্পিতা ঘোষ । রাজ্যে সেই আসনেই উপনির্বাচন হবে ।

রবিবার সকালে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে 29 নভেম্বর ভোট হবে । উপনির্বাচনে জয়ী প্রার্থী 2026 সালের 2 এপ্রিল পর্যন্ত সাংসদ পদে থাকবেন । সকাল 9টা থেকে 4টে পর্যন্ত হবে ভোটগ্রহণ । ওই দিনই বিকেল 5টায় ভোট গণনা হবে । 1 ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । 15 সেপ্টেম্বর রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করে সাংসদ পদে ইস্তফা দেন অর্পিতা ।

কোভিড পরিস্থিতিতে ভোট পরিচালনার জন্য একগুচ্ছ নির্দেশ দিয়েছে কমিশন । নির্বাচন পরিচালনা সঙ্গে যুক্ত প্রত্যেককে মাস্ক পরতে হবে । ভোটকেন্দ্রে প্রবেশের সময় থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক । ভোটকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য সরকার নির্ধারিত শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে । কোভিড বিধি মানা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণের জন্য সিনিয়র আধিকারিক নিয়োগ করতে হবে । মুখ্যসচিব তাঁকে নিয়োগ করবেন ।

2014 সালে প্রথমবার বালুরঘাট লোকসভা থেকে প্রথমবার সাংসদ হয়েছিলেন অর্পিতা । 2020 সালে নাট্যকার অর্পিতাকে রাজ্যসভায় পাঠান মমতা । উনিশের লোকসভা ভোটে বালুরঘাটে বর্তমান বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছে পরাজিত হলে, তাঁকে রাজ্যসভার পাঠান তৃণমূল সুপ্রিমো । চলতি বছর 15 সেপ্টেম্বর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি ।

আরও পড়ুন : Tripura Politics : ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে তৃণমূলের অস্ত্র বাংলার প্রকল্প

কলকাতা, 31 অক্টোবর : অর্পিতা ঘোষের (Arpita Ghosh) ছেড়ে আসা রাজ্যসভার আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 29 নভেম্বর ৷ পশ্চিমবঙ্গ-সহ রাজ্যসভার তিনটি শূন্য আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন । কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, 3টি আসনে উপনির্বাচন হবে 29 নভেম্বর । ফল ঘোষণা হবে 1 ডিসেম্বর । 15 সেপ্টেম্বর হঠাৎ করেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেন অর্পিতা ঘোষ । রাজ্যে সেই আসনেই উপনির্বাচন হবে ।

রবিবার সকালে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে 29 নভেম্বর ভোট হবে । উপনির্বাচনে জয়ী প্রার্থী 2026 সালের 2 এপ্রিল পর্যন্ত সাংসদ পদে থাকবেন । সকাল 9টা থেকে 4টে পর্যন্ত হবে ভোটগ্রহণ । ওই দিনই বিকেল 5টায় ভোট গণনা হবে । 1 ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । 15 সেপ্টেম্বর রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করে সাংসদ পদে ইস্তফা দেন অর্পিতা ।

কোভিড পরিস্থিতিতে ভোট পরিচালনার জন্য একগুচ্ছ নির্দেশ দিয়েছে কমিশন । নির্বাচন পরিচালনা সঙ্গে যুক্ত প্রত্যেককে মাস্ক পরতে হবে । ভোটকেন্দ্রে প্রবেশের সময় থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক । ভোটকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য সরকার নির্ধারিত শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে । কোভিড বিধি মানা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণের জন্য সিনিয়র আধিকারিক নিয়োগ করতে হবে । মুখ্যসচিব তাঁকে নিয়োগ করবেন ।

2014 সালে প্রথমবার বালুরঘাট লোকসভা থেকে প্রথমবার সাংসদ হয়েছিলেন অর্পিতা । 2020 সালে নাট্যকার অর্পিতাকে রাজ্যসভায় পাঠান মমতা । উনিশের লোকসভা ভোটে বালুরঘাটে বর্তমান বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছে পরাজিত হলে, তাঁকে রাজ্যসভার পাঠান তৃণমূল সুপ্রিমো । চলতি বছর 15 সেপ্টেম্বর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি ।

আরও পড়ুন : Tripura Politics : ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে তৃণমূলের অস্ত্র বাংলার প্রকল্প

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.