ETV Bharat / city

Live Updates : উপনির্বাচনে বাজিমাত তৃণমূলের, জয় ৩ আসনে - বিজেপি

election
গ্রাফিক্স
author img

By

Published : Nov 28, 2019, 8:11 AM IST

Updated : Nov 28, 2019, 3:52 PM IST

15:40 November 28

কলকাতা, 28 নভেম্বর : আগামী বছরের পৌরভোট এবং 21-এর বিধানসভার আগে অক্সিজেন সবুজ শিবিরে । মাস কয়েক আগে লোকসভা ভোটেও যে গেরুয়া হাওয়া লক্ষ্য করা গেছিলে, মাত্র কয়েক মাসের মধ্যেই তা কোথায় যেন উবে গেল । আজ তিন উপ নির্বাচনের ফল প্রকাশ চলছে । প্রথম ঘোষণা হল কালিয়াগঞ্জের ফল । এই প্রথম কালিয়াগঞ্জে ফুটল ঘাসফুল । গত বারও এই আসনটা জিতেছিলেন কংগ্রেসর প্রমথরাথ রায় । সেখানে জয় পেলেন তৃণমূলের তপন দেব সিংহ । প্রথমবার খড়গপুর সদরেও জয় পেল তৃণমূল । 20 হাজারেরও বেশি ভোটে সেখানে জিতেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার । অন্যদিকে করিমপুরেও এগিয়ে তৃণমূল ।

  • 24 হাজারেরও বেশি ভোটে জয়ী করিমপুরের তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়

13:29 November 28

দেখুন NRC নিয়ে কী বললেন কালিয়াগঞ্জের BJP প্রার্থী কমল সরকার
  • "NRC নিয়ে মানুষকে ওরা যা বুঝিয়েছে তাই বুঝেছে আর সেই অনুযায়ী ফল হয়েছে । ফলাফলের ব্যবধানটা অনেকটা ।", বললেন কালিয়াগঞ্জের BJP প্রার্থী কমল সরকার 
  • করিমপুরের গণনা প্রায় শেষের দিকে । 23 হাজার 650 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস 

12:47 November 28

দেখুন কী করলেন প্রদীপ সরকার
  • প্রায় 20 হাজার 811 ভোটে খড়গপুর সদর খেকে জয়ী তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার 

12:22 November 28

প্রথমবার কালিয়াগঞ্জে তৃণমূল, উল্লাসে কর্মী-সমর্থকরা
  • করিমপুরে 23 হাজার 360 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়
  • খড়গপুরে 14 রাউন্ড শেষে 18747 ভোটে এগিয়ে তৃণমূল
  • ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের 32 নম্বর বুথে মাত্র 2 টি ভোট পেল BJP (যেখানে ধাক্কা মেরে ঝোপে ফেলে দেওয়া হয়েছিল BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে)

12:01 November 28

দেখুন কী বললেন কালিয়াগঞ্জের জয়ী প্রার্থী
  • "এই রায় মানুষের রায়, NRC-র প্রভাব পড়েছে ।" বললেন কালিয়াগঞ্জের জয়ী প্রার্থী তপন দেব সিংহ
  • খড়গপুরে 12 রাউন্ড শেষে 16177 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার

11:16 November 28

দেখুন কী বললেন কালিয়াগঞ্জের জোট প্রার্থী
  • এতটা খারাপ ফল আশা করিনি, বললেন কালিয়াগঞ্জের জোট প্রার্থী ধীতশ্রী রায় 
  • কালিয়াগঞ্জে 2,304 ভোটে জয়ী তৃণমূল 
  • কালিয়াগঞ্জে 2,297 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ 
  • 9 নম্বর রাউন্ড শেষে খড়গপুরে 13,142 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার

11:00 November 28

করিমপুরে তৃণমূল কার্যালয়ের সামনে উল্লাসে কর্মী-সমর্থরা
  • চতুর্থ রাউন্ড শেষে প্রায় 28 হাজার ভোটে  এগিয়ে গেলেন করিমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী 
  • দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের শুরু উল্লাস 
  • চতুর্থ রাউন্ড শেষে করিমপুরে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমলেন্দু সিংহরায়

10:48 November 28

কালিয়াগঞ্জে এগিয়ে গেল তৃণমূল
  • কালিয়াগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে গেল তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ 
  • কালিয়াগঞ্জে এগিয়ে গেল তৃণমূল  

10:36 November 28

  • কালিয়াগঞ্জে BJP প্রার্থী কলম সরকার 824 ভোটে এগিয়ে রয়েছেন
  • কালিয়াগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই BJP- তৃণমূলের
  • তৃতীয় রাউন্ড শেষে করিমপুরে এগিয়ে এলেন জোট প্রার্থী গোলাম রব্বি, পিছল BJP 

08:56 November 28

দেখুন কী বললেন জয়প্রকাশ
  • খড়গপুরে পঞ্চম রাউন্ড শেষে 5482 ভোটে এগিয়ে গেল তৃণমূলের প্রদীপ সরকার 
  • দ্বিতীয় রাউন্ডের শেষে করিমপুরে তৃণমূল 20251, BJP 5329, বাম- কংগ্রেস জোট 3587 টি ভোট পেয়েছে 
  • দ্বিতীয় রাউন্ডের শেষে করিমপুরে 14 হাজার 922 ভোটে এগিয়ে তৃণমূল 
  • চতুর্থ রাউন্ড শেষে খড়গপুরে 915 ভোটে এগিয়ে BJP
  • তৃতীয় রাউন্ড শেষে 1893 ভোটে এগিয়ে BJP
  • খড়গপুরে তৃতীয় রাউন্ড শেষে এগিয়ে BJP প্রার্থী প্রেমচাঁদ ঝা 
  • আজকের লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে BJP-র, বললেন করিমপুরের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার 

07:13 November 28

কালিয়াগঞ্জে শুরু ভোট গণনা, এগিয়ে BJP প্রার্থী
  • খড়গপুরে এগিয়ে কংগ্রেস প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল 
  • প্রথম রাউন্ডের গণনা শেষে কালিয়াগঞ্জে 1600 ভোটে এগিয়ে BJP 
  • শুরু ভোট গণনা । কালিয়াগঞ্জে এগিয়ে BJP প্রার্থী কমল সরকার 

15:40 November 28

কলকাতা, 28 নভেম্বর : আগামী বছরের পৌরভোট এবং 21-এর বিধানসভার আগে অক্সিজেন সবুজ শিবিরে । মাস কয়েক আগে লোকসভা ভোটেও যে গেরুয়া হাওয়া লক্ষ্য করা গেছিলে, মাত্র কয়েক মাসের মধ্যেই তা কোথায় যেন উবে গেল । আজ তিন উপ নির্বাচনের ফল প্রকাশ চলছে । প্রথম ঘোষণা হল কালিয়াগঞ্জের ফল । এই প্রথম কালিয়াগঞ্জে ফুটল ঘাসফুল । গত বারও এই আসনটা জিতেছিলেন কংগ্রেসর প্রমথরাথ রায় । সেখানে জয় পেলেন তৃণমূলের তপন দেব সিংহ । প্রথমবার খড়গপুর সদরেও জয় পেল তৃণমূল । 20 হাজারেরও বেশি ভোটে সেখানে জিতেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার । অন্যদিকে করিমপুরেও এগিয়ে তৃণমূল ।

  • 24 হাজারেরও বেশি ভোটে জয়ী করিমপুরের তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়

13:29 November 28

দেখুন NRC নিয়ে কী বললেন কালিয়াগঞ্জের BJP প্রার্থী কমল সরকার
  • "NRC নিয়ে মানুষকে ওরা যা বুঝিয়েছে তাই বুঝেছে আর সেই অনুযায়ী ফল হয়েছে । ফলাফলের ব্যবধানটা অনেকটা ।", বললেন কালিয়াগঞ্জের BJP প্রার্থী কমল সরকার 
  • করিমপুরের গণনা প্রায় শেষের দিকে । 23 হাজার 650 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস 

12:47 November 28

দেখুন কী করলেন প্রদীপ সরকার
  • প্রায় 20 হাজার 811 ভোটে খড়গপুর সদর খেকে জয়ী তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার 

12:22 November 28

প্রথমবার কালিয়াগঞ্জে তৃণমূল, উল্লাসে কর্মী-সমর্থকরা
  • করিমপুরে 23 হাজার 360 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়
  • খড়গপুরে 14 রাউন্ড শেষে 18747 ভোটে এগিয়ে তৃণমূল
  • ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের 32 নম্বর বুথে মাত্র 2 টি ভোট পেল BJP (যেখানে ধাক্কা মেরে ঝোপে ফেলে দেওয়া হয়েছিল BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে)

12:01 November 28

দেখুন কী বললেন কালিয়াগঞ্জের জয়ী প্রার্থী
  • "এই রায় মানুষের রায়, NRC-র প্রভাব পড়েছে ।" বললেন কালিয়াগঞ্জের জয়ী প্রার্থী তপন দেব সিংহ
  • খড়গপুরে 12 রাউন্ড শেষে 16177 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার

11:16 November 28

দেখুন কী বললেন কালিয়াগঞ্জের জোট প্রার্থী
  • এতটা খারাপ ফল আশা করিনি, বললেন কালিয়াগঞ্জের জোট প্রার্থী ধীতশ্রী রায় 
  • কালিয়াগঞ্জে 2,304 ভোটে জয়ী তৃণমূল 
  • কালিয়াগঞ্জে 2,297 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ 
  • 9 নম্বর রাউন্ড শেষে খড়গপুরে 13,142 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার

11:00 November 28

করিমপুরে তৃণমূল কার্যালয়ের সামনে উল্লাসে কর্মী-সমর্থরা
  • চতুর্থ রাউন্ড শেষে প্রায় 28 হাজার ভোটে  এগিয়ে গেলেন করিমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী 
  • দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের শুরু উল্লাস 
  • চতুর্থ রাউন্ড শেষে করিমপুরে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমলেন্দু সিংহরায়

10:48 November 28

কালিয়াগঞ্জে এগিয়ে গেল তৃণমূল
  • কালিয়াগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে গেল তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ 
  • কালিয়াগঞ্জে এগিয়ে গেল তৃণমূল  

10:36 November 28

  • কালিয়াগঞ্জে BJP প্রার্থী কলম সরকার 824 ভোটে এগিয়ে রয়েছেন
  • কালিয়াগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই BJP- তৃণমূলের
  • তৃতীয় রাউন্ড শেষে করিমপুরে এগিয়ে এলেন জোট প্রার্থী গোলাম রব্বি, পিছল BJP 

08:56 November 28

দেখুন কী বললেন জয়প্রকাশ
  • খড়গপুরে পঞ্চম রাউন্ড শেষে 5482 ভোটে এগিয়ে গেল তৃণমূলের প্রদীপ সরকার 
  • দ্বিতীয় রাউন্ডের শেষে করিমপুরে তৃণমূল 20251, BJP 5329, বাম- কংগ্রেস জোট 3587 টি ভোট পেয়েছে 
  • দ্বিতীয় রাউন্ডের শেষে করিমপুরে 14 হাজার 922 ভোটে এগিয়ে তৃণমূল 
  • চতুর্থ রাউন্ড শেষে খড়গপুরে 915 ভোটে এগিয়ে BJP
  • তৃতীয় রাউন্ড শেষে 1893 ভোটে এগিয়ে BJP
  • খড়গপুরে তৃতীয় রাউন্ড শেষে এগিয়ে BJP প্রার্থী প্রেমচাঁদ ঝা 
  • আজকের লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে BJP-র, বললেন করিমপুরের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার 

07:13 November 28

কালিয়াগঞ্জে শুরু ভোট গণনা, এগিয়ে BJP প্রার্থী
  • খড়গপুরে এগিয়ে কংগ্রেস প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল 
  • প্রথম রাউন্ডের গণনা শেষে কালিয়াগঞ্জে 1600 ভোটে এগিয়ে BJP 
  • শুরু ভোট গণনা । কালিয়াগঞ্জে এগিয়ে BJP প্রার্থী কমল সরকার 
Lahaul-Spiti (Himachal Pradesh), Nov 28 (ANI): A group of 12 people, which included 10 scholars, have been stuck in Sissu area of Lahaul-Spiti in Himachal Pradesh. The scholars had gone to Lahaul-Spiti district to study a World Bank-funded government project. These people have been deputed by the state government to study a horticulture development project from November 23-27, but due to heavy snowfall the officials have been stuck. One of the scholars, Kiran, on phone said that they had entered Lahaul-Spiti from Manali through under construction Rohtang tunnel and were supposed to come back today; however, they have been stuck here due to heavy snow and authorities are not allowing them through tunnel access.
Last Updated : Nov 28, 2019, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.