কলকাতা, 12 মে : রাজ্যে ভোটের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন । সামগ্রিক পরিস্থিতির খোঁজ নিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাবকে ফোন করলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন । জানালেন রাজ্যের ভোট প্রক্রিয়া নিয়ে তাঁরা শঙ্কিত ।
আজ সকাল থেকে একের পর এক হিংসার ছবি সামনে আসতে থাকে । কোথাও প্রার্থাীকে ঘিরে বিক্ষোভ, কোথাও গাড়ি ভাঙচুর, কখনও প্রার্থীর দিকে ইটবৃষ্টি, কোথাও বিরোধী এজেন্টকে মারধর, কোথাও আবার আক্রান্ত সংবাদমাধ্যম । সব মিলিয়ে ষষ্ঠ দফার ভোটে নজিরবিহীন ভাবে বাহিনী বাড়ালেও হিংসা এড়ানো যায়নি ।
সকাল থেকেই রাজ্যের সংবাদমাধ্যমে উঠে আসে ভোটের অশান্তির ছবি । বেলা বাড়তে সর্বভারতীয় সংবাদমাধ্যমে জায়গা করে নেয় বাংলার ভোটের হিংসা । এতেই টনক নড়ে জাতীয় নির্বাচন কমিশনের । মিডিয়া ওয়াচে বাংলার ছবি দেখে রাজ্যের পরিস্থিতির খোঁজ নেন ডেপুটি নির্বাচন কমিশনার ।
এদিকে ঘাটালের জেনেরাল অবজ়ারভারের সঙ্গে যোগাযোগ করতে না পারায় ক্ষোভ উগড়ে দেন সুদীপ জৈন । তিনি অবিলম্বে CEO-কে ব্যবস্থা নিতে বলেছেন । পাশাপাশি জানিয়েছেন, রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন ।