ETV Bharat / city

EC Guideline For Polling Agent: পোলিং এজেন্টকে হতে হবে সেই বুথের ভোটার, নির্দেশিকা জারি কমিশনের

author img

By

Published : Feb 8, 2022, 11:00 AM IST

Updated : Feb 8, 2022, 11:08 AM IST

বুথের পোলিং এজেন্টকে হতে হবে সেই বুথের ভোটার, নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন (EC Guideline For Poling Agent)। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সিলমোহর দিল নির্বাচন কমিশন।

EC Guideline For Poling Agent
EC Guideline For Poling Agent

কলকাতা, 8 ফেব্রুয়ারি: বিভিন্ন রাজনৈতিক দলের তরফে পোলিং এজেন্টকে সেই বুথের ভোটার হতে হবে এই নিয়ে বারে বারে আর্জি জানানো হয়েছিল আগেই। সোমবার সমস্ত আলোচনাকে মান্যতা দিয়ে রাজ্য নির্বাচন কমিশন সেই সিদ্ধান্তকেই সিলমোহর দিল (EC Guideline For Polling Agent)। নতুন এই নির্দেশিকা অনুসারে বুথের পোলিং এজেন্টকে হতে হবে সেই ওয়ার্ডের ভোটার। আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভায় নির্বাচন রয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ওইদিন নির্বাচন করাতে থাকবেন মোট 125 জন অবজার্ভার।

108টি পৌরসভায় ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বধ্যপরিকর রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা পৌরনিগমের নির্বাচনকে ঘিরে যে অশান্তির সৃষ্টি হয়েছিল সেই বিষয়কে ঘিরে ব্যাপক জলঘোলা হয়েছে। তাই আর কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কমিশন। আসন্ন 27 ফেব্রুয়ারি নির্বাচনে থাকছে মোট 125 জন অবজার্ভার। এর মধ্যে 108 জন জেনারেল অবজার্ভার। এছাড়াও থাকছে 17 জন স্পেশাল বা বিশেষ অবজার্ভার।

আরও পড়ুন: 'অখিলেশের ফুটো নৌকা, ইস বার যোগী বাবা তিনশো পার', মুখ্যমন্ত্রীর উত্তরপ্রদেশ সফরকে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা পৌরনিগমের মতোই এবারেও ভোটগ্রহণ করা হবে এম-ওয়ান ও এম-টু ক্যাটেগরির ইভিএমে। তবে কত সংখ্যক পুলিশ বাহিনী থাকছে বা মোট বাহিনীর মধ্যে কতজন সশস্ত্রবাহিনী থাকছে তা এখনও চূড়ান্ত করেনি কমিশন। তবে এর আগেই রাজ্য বিজেপির তরফে সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট পরিচালনার আবেদন জানানো হয়েছিল। তবে কমিশনের তরফে সেই আর্জি মানা হবে, না খারিজ করা হবে সেটাই এখন দেখার।

কলকাতা, 8 ফেব্রুয়ারি: বিভিন্ন রাজনৈতিক দলের তরফে পোলিং এজেন্টকে সেই বুথের ভোটার হতে হবে এই নিয়ে বারে বারে আর্জি জানানো হয়েছিল আগেই। সোমবার সমস্ত আলোচনাকে মান্যতা দিয়ে রাজ্য নির্বাচন কমিশন সেই সিদ্ধান্তকেই সিলমোহর দিল (EC Guideline For Polling Agent)। নতুন এই নির্দেশিকা অনুসারে বুথের পোলিং এজেন্টকে হতে হবে সেই ওয়ার্ডের ভোটার। আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভায় নির্বাচন রয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ওইদিন নির্বাচন করাতে থাকবেন মোট 125 জন অবজার্ভার।

108টি পৌরসভায় ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বধ্যপরিকর রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা পৌরনিগমের নির্বাচনকে ঘিরে যে অশান্তির সৃষ্টি হয়েছিল সেই বিষয়কে ঘিরে ব্যাপক জলঘোলা হয়েছে। তাই আর কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কমিশন। আসন্ন 27 ফেব্রুয়ারি নির্বাচনে থাকছে মোট 125 জন অবজার্ভার। এর মধ্যে 108 জন জেনারেল অবজার্ভার। এছাড়াও থাকছে 17 জন স্পেশাল বা বিশেষ অবজার্ভার।

আরও পড়ুন: 'অখিলেশের ফুটো নৌকা, ইস বার যোগী বাবা তিনশো পার', মুখ্যমন্ত্রীর উত্তরপ্রদেশ সফরকে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা পৌরনিগমের মতোই এবারেও ভোটগ্রহণ করা হবে এম-ওয়ান ও এম-টু ক্যাটেগরির ইভিএমে। তবে কত সংখ্যক পুলিশ বাহিনী থাকছে বা মোট বাহিনীর মধ্যে কতজন সশস্ত্রবাহিনী থাকছে তা এখনও চূড়ান্ত করেনি কমিশন। তবে এর আগেই রাজ্য বিজেপির তরফে সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট পরিচালনার আবেদন জানানো হয়েছিল। তবে কমিশনের তরফে সেই আর্জি মানা হবে, না খারিজ করা হবে সেটাই এখন দেখার।

Last Updated : Feb 8, 2022, 11:08 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.