কলকাতা, 22 মার্চ : জনতা কারফিউয়ের প্রভাব পড়েছে কলকাতার আনাচে কানাচে । বাদ পড়েনি বইপাড়াতেও । অন্যান্য রবিবার কলেজ স্ট্রিটে গুটিকতক বইয়ের দোকান খোলা থাকে । কিন্তু আজ তাও বন্ধ ।
কলেজ পাড়া-বই পাড়া বলে রবিবার সাধারণ ভাবে দোকান না লোকসংখ্যা খুবই কম থাকে । তবে, কিছু দোকান অবশ্যই খোলা থাকে । যেমন খোলা থাকে দু-চারটে বইয়ের দোকান তেমনই থাকে কিছু রেডিমেট পোশাকের দোকানও । কিন্তু, আজ সে সবই বন্ধ ছিল ।