ETV Bharat / city

কোরোনায় মৃত্যু বিশিষ্ট শিক্ষাবিদ তপন রায়চৌধুরির - কলকাতায় কোরোনা ভাইরাসের খবর

কোরোনায় আক্রান্ত হয়েছিলেন তপন রায়চৌধুরি । ফুসফুসের ক্যান্সারেও ভুগছিলেন । আজ তাঁর মৃত্যু হয় ।

Tapan Roychowdhury
তপন রায়চৌধুরি
author img

By

Published : Aug 5, 2020, 8:26 PM IST

Updated : Aug 5, 2020, 11:00 PM IST

কলকাতা, 5 অগাস্ট : কোরোনায় মৃত্যু হল বিশিষ্ট শিক্ষক ও ভাষা-শিক্ষা আন্দোলনের অন্যতম নেতা তপন রায়চৌধুরি । বয়স হয়েছিল 78 বছর । তিনি সম্প্রতি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । ফুসফুসে ক্যানসারেও ভুগছিলেন । সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে 26 জুলাই থেকে তাঁর চিকিৎসা চলছিল । সেখানেই তাঁর মৃত্য়ু হয় ।

26 জুলাই সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শিল্পী-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবী মঞ্চের সভাপতিমণ্ডলীর সদস্য তথা এই মঞ্চের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক তপন রায়চৌধুরিকে গুরুতর অসুস্থ অবস্থায় ভরতি করা হয়েছিল । তিনি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । ফুসফুসের ক্যানসারেও আক্রান্ত ছিলেন তিনি । দুপুর 1টা 55 মিনিটে তাঁর মৃত্যু হয় ।

তাঁর প্রয়াণে শিল্পী-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবী মঞ্চের তরফে এক শোকবার্তায় বলা হয়, তপন রায়চৌধুরির প্রয়াণে দেশের শিক্ষা, সংস্কৃতি ও গণতান্ত্রিক আন্দোলনের ক্ষতি হল । গণতন্ত্রপ্রিয় ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হারালেন তাঁদের আপনজন এক বিশ্বস্ত সঙ্গীকে । প্রয়াত তপন রায়চৌধুরির পরিবার ও শুভানুধ্যায়ীদের সমবেদনা জানিয়েছে শিল্পী-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবী মঞ্চ ।

ছাত্রাবস্থা থেকেই বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তপন রায়চৌধুরি । 2006-07 সালে সিঙ্গুর-নন্দীগ্রাম-লালগড় আন্দোলনের সমর্থনে পশ্চিমবঙ্গ তথা ভারতের বিশিষ্ট শিল্পী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবীদের একত্রিত করে আন্দোলন সংগঠিত করতে অন্যতম মুখ্য দায়িত্ব পালন করেছিলেন তিনি । 2007 সালের 14 নভেম্বর কলকাতায় ঐতিহাসিক মহামিছিলের আয়োজনেও তাঁর ভূমিকা ছিল । রাজ্যের গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা আন্দোলনের বিশিষ্ট মুখ হয়ে উঠেছিলেন তপন রায়চৌধুরি ।

কলকাতা, 5 অগাস্ট : কোরোনায় মৃত্যু হল বিশিষ্ট শিক্ষক ও ভাষা-শিক্ষা আন্দোলনের অন্যতম নেতা তপন রায়চৌধুরি । বয়স হয়েছিল 78 বছর । তিনি সম্প্রতি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । ফুসফুসে ক্যানসারেও ভুগছিলেন । সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে 26 জুলাই থেকে তাঁর চিকিৎসা চলছিল । সেখানেই তাঁর মৃত্য়ু হয় ।

26 জুলাই সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শিল্পী-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবী মঞ্চের সভাপতিমণ্ডলীর সদস্য তথা এই মঞ্চের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক তপন রায়চৌধুরিকে গুরুতর অসুস্থ অবস্থায় ভরতি করা হয়েছিল । তিনি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । ফুসফুসের ক্যানসারেও আক্রান্ত ছিলেন তিনি । দুপুর 1টা 55 মিনিটে তাঁর মৃত্যু হয় ।

তাঁর প্রয়াণে শিল্পী-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবী মঞ্চের তরফে এক শোকবার্তায় বলা হয়, তপন রায়চৌধুরির প্রয়াণে দেশের শিক্ষা, সংস্কৃতি ও গণতান্ত্রিক আন্দোলনের ক্ষতি হল । গণতন্ত্রপ্রিয় ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হারালেন তাঁদের আপনজন এক বিশ্বস্ত সঙ্গীকে । প্রয়াত তপন রায়চৌধুরির পরিবার ও শুভানুধ্যায়ীদের সমবেদনা জানিয়েছে শিল্পী-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবী মঞ্চ ।

ছাত্রাবস্থা থেকেই বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তপন রায়চৌধুরি । 2006-07 সালে সিঙ্গুর-নন্দীগ্রাম-লালগড় আন্দোলনের সমর্থনে পশ্চিমবঙ্গ তথা ভারতের বিশিষ্ট শিল্পী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবীদের একত্রিত করে আন্দোলন সংগঠিত করতে অন্যতম মুখ্য দায়িত্ব পালন করেছিলেন তিনি । 2007 সালের 14 নভেম্বর কলকাতায় ঐতিহাসিক মহামিছিলের আয়োজনেও তাঁর ভূমিকা ছিল । রাজ্যের গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা আন্দোলনের বিশিষ্ট মুখ হয়ে উঠেছিলেন তপন রায়চৌধুরি ।

Last Updated : Aug 5, 2020, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.