ETV Bharat / city

বাড়তে পারে প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে : সূত্র - pay hike

12 জুলাই থেকে অনশন করছেন প্রাথমিক শিক্ষকরা ৷ সূত্রের খবর, গ্রেড পে এক হাজার টাকা বাড়িয়ে 3500 বা 3600 টাকা করা হবে ৷

পার্থ
author img

By

Published : Jul 24, 2019, 10:47 PM IST

Updated : Jul 24, 2019, 11:52 PM IST

কলকাতা, 24 জুলাই : জট কাটার ইঙ্গিত প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে ৷ সূত্রের খবর, প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে এক হাজার টাকা বাড়িয়ে 3500 বা 3600 টাকা করা হবে ৷ আগামীকাল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকের পরই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করতে পারেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ অনশনকারীদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর ঘোষণার পরই অনশন তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে ৷

বর্তমানে রাজ্যের প্রাথমিক শিক্ষাদের গ্রেড পে 2600 টাকা ৷ তা বাড়িয়ে সর্বভারতীয়ক্রমে বেতন চালু সহ একাধিক দাবিতে উসতি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (UUPTWA) ব্যানারে 13 জুলাই থেকে অনশন করছেন প্রাথমিক শিক্ষকরা ৷ যদিও শিক্ষামন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন, রাজ্য দেনায় ডুবে রয়েছে ৷ ফলে সর্বভারতীয়ক্রমে গ্রেড পে (4200 টাকা) দেওয়া সম্ভব নয় ৷ ইতিমধ্যে শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অনশনকারীরা ৷ কিন্তু, জট কাটার ইঙ্গিত মেলেনি ৷ বিষয়টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেন প্রাথমিক শিক্ষকরা ৷

এই সংক্রান্ত আরও খবর : 12 দিন পার, অনশনরত শিক্ষকরা চান মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ

সূত্রের খবর, প্রাথমিক শিক্ষকদের সঙ্গে মধ্যস্থতায় উদ্যোগী হয়েছে রাজ্য সরকার ৷ গ্রেড পে বাড়িয়ে 3500 বা 3600 টাকা করা হবে ৷ সেজন্য আগামীকাল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ৷ সেই বৈঠকের পরই বর্ধিত গ্রেড পে নিয়ে সিলমোহর পড়বে ৷

এই সংক্রান্ত আরও খবর : প্রাইমারি শিক্ষকদের অনশনের 144 ঘণ্টা পার, অসুস্থ আরও 5

অন্যদিকে অনশনকারীদের বক্তব্য, আগে শিক্ষামন্ত্রী ঘোষণা করুক বর্ধিত গ্রেড পে, তার উপর নির্ভর করছে তাঁদের অনশন ভবিষ্যৎ ৷

এই সংক্রান্ত আরও খবর : শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকেও কাটল না জট, অনশন না তোলার ইঙ্গিত শিক্ষকদের

কলকাতা, 24 জুলাই : জট কাটার ইঙ্গিত প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে ৷ সূত্রের খবর, প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে এক হাজার টাকা বাড়িয়ে 3500 বা 3600 টাকা করা হবে ৷ আগামীকাল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকের পরই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করতে পারেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ অনশনকারীদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর ঘোষণার পরই অনশন তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে ৷

বর্তমানে রাজ্যের প্রাথমিক শিক্ষাদের গ্রেড পে 2600 টাকা ৷ তা বাড়িয়ে সর্বভারতীয়ক্রমে বেতন চালু সহ একাধিক দাবিতে উসতি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (UUPTWA) ব্যানারে 13 জুলাই থেকে অনশন করছেন প্রাথমিক শিক্ষকরা ৷ যদিও শিক্ষামন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন, রাজ্য দেনায় ডুবে রয়েছে ৷ ফলে সর্বভারতীয়ক্রমে গ্রেড পে (4200 টাকা) দেওয়া সম্ভব নয় ৷ ইতিমধ্যে শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অনশনকারীরা ৷ কিন্তু, জট কাটার ইঙ্গিত মেলেনি ৷ বিষয়টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেন প্রাথমিক শিক্ষকরা ৷

এই সংক্রান্ত আরও খবর : 12 দিন পার, অনশনরত শিক্ষকরা চান মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ

সূত্রের খবর, প্রাথমিক শিক্ষকদের সঙ্গে মধ্যস্থতায় উদ্যোগী হয়েছে রাজ্য সরকার ৷ গ্রেড পে বাড়িয়ে 3500 বা 3600 টাকা করা হবে ৷ সেজন্য আগামীকাল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ৷ সেই বৈঠকের পরই বর্ধিত গ্রেড পে নিয়ে সিলমোহর পড়বে ৷

এই সংক্রান্ত আরও খবর : প্রাইমারি শিক্ষকদের অনশনের 144 ঘণ্টা পার, অসুস্থ আরও 5

অন্যদিকে অনশনকারীদের বক্তব্য, আগে শিক্ষামন্ত্রী ঘোষণা করুক বর্ধিত গ্রেড পে, তার উপর নির্ভর করছে তাঁদের অনশন ভবিষ্যৎ ৷

এই সংক্রান্ত আরও খবর : শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকেও কাটল না জট, অনশন না তোলার ইঙ্গিত শিক্ষকদের

Intro:হেয়ার স্কুলে অভিভাবকদের বিক্ষোভ নিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া
Body:শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আজকে হেয়ার স্কুলের অভিভাবকদের বিক্ষোভ নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'আমি এটা নিয়ে বলেছি, আমি এটা নিয়ে ব্যবস্থা নেব। আমার কাছেও খবরটা এসেছে এটা ছাড়াও মুর্শিদাবাদের একটা স্কুল পরিকাঠামোগত দিক থেকে একটি সংবাদ মাধ্যমে বেরিয়েছিল লেটার্স টু এডিটরে, জঙ্গিপুরে না কোথায় হবে, আমরা সেই স্কুলটাকেও সাহায্য করার জন্য বলেছি DI-দের। এবং হেয়ার স্কুল আমাকে নিজে ফোন করে বলেছিল প্রাইমারিতে শিক্ষক সমস্যার কথা। আমি বলেছি ইমিডিয়েট সেখানে যেখানে শিক্ষক এক্সেস আছে সেখান থেকে তুলে দিতে হবে।" এই সমস্যা যে যে স্কুলে রয়েছে সব ক্ষেত্রেই করা হবে বলে জানাচ্ছেন শিক্ষামন্ত্রী।
Conclusion:null
Last Updated : Jul 24, 2019, 11:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.