ETV Bharat / city

সারদা মামলায় ইডির জেরার মুখোমুখি বাপি করিম - Madan Mitra

পাশাপাশি মদন মিত্রের ছেলের বিয়েতে বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছিল । সেই টাকার উৎস কী ছিল, তা জানার চেষ্টা করা হয় তাঁর কাছ থেকে । গোয়েন্দাদের অনুমান, সেই টাকার একটি অংশ এসেছিল সারদা চিটফান্ড থেকে ।

সারদা মামলায় ইডির জেরার মুখোমুখি মদন মিত্রর আপ্ত সহায়ক বাপি করিম
সারদা মামলায় ইডির জেরার মুখোমুখি মদন মিত্রর আপ্ত সহায়ক বাপি করিম
author img

By

Published : Apr 19, 2021, 4:41 PM IST

কলকাতা, 19 এপ্রিল : সারদা মামলায় এনফর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখোমুখি হলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রের আপ্ত-সহায়ক বাপি করিম । নির্দিষ্ট নোটিস পাওয়ার পরেই এদিন তিনি কেন্দ্রীয় তদন্তকারী দফতরে হাজিরা দেন । ইডি সূত্রের খবর, দীর্ঘদিন ধরে মিডল্যান্ড পার্কের অফিসে যাতায়াত ছিল বাপি করিমের । সেখানেই একাধিক বিষয়ে রফা হত বলে দাবি ইডির ।

পাশাপাশি মদন মিত্রের ছেলের বিয়েতে বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছিল । সেই টাকার উৎস কী ছিল, তা জানার চেষ্টা করা হয় তাঁর কাছ থেকে । গোয়েন্দাদের অনুমান, সেই টাকার একটি অংশ এসেছিল সারদা চিটফান্ড থেকে ।

সূত্রের খবর, এর আগেও বেশ কয়েকবার মদন মিত্রের প্রাক্তন আপ্ত-সহায়ক বাপি করিমকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কিন্তু সেই সময়ে বেশ কিছু প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে যান বাপি করিম । যেহেতু তিনি প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র আপ্ত-সহায়ক ছিলেন, তাই বেশকিছু হিসেব-নিকেশ তিনি জানতেন মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন : হাজিরা এড়ালেন মানস ভুঁইয়া, রোজভ্যালি কাণ্ডে গৌতম কুণ্ডুর মাকে তলব ইডির

পাশাপাশি অনুমান বেশ কয়েকবার মদন মিত্র সারদার কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠক করেছিলেন মিডল্যান্ড পার্কের অফিসে । সূত্রের খবর, সেই অফিসে একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন আপ্ত-সহায়ক বাপি করিম । ফলে তাঁদের মধ্যে কী কথাবার্তা হয়েছিল । কী হিসেব-নিকেশ হয়েছিল সমস্ত কিছুই তিনি জানেন এবং সারদাকাণ্ডে তদন্ত ক্ষেত্রে জবানবন্দী অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কাছে । তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ।

কলকাতা, 19 এপ্রিল : সারদা মামলায় এনফর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখোমুখি হলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রের আপ্ত-সহায়ক বাপি করিম । নির্দিষ্ট নোটিস পাওয়ার পরেই এদিন তিনি কেন্দ্রীয় তদন্তকারী দফতরে হাজিরা দেন । ইডি সূত্রের খবর, দীর্ঘদিন ধরে মিডল্যান্ড পার্কের অফিসে যাতায়াত ছিল বাপি করিমের । সেখানেই একাধিক বিষয়ে রফা হত বলে দাবি ইডির ।

পাশাপাশি মদন মিত্রের ছেলের বিয়েতে বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছিল । সেই টাকার উৎস কী ছিল, তা জানার চেষ্টা করা হয় তাঁর কাছ থেকে । গোয়েন্দাদের অনুমান, সেই টাকার একটি অংশ এসেছিল সারদা চিটফান্ড থেকে ।

সূত্রের খবর, এর আগেও বেশ কয়েকবার মদন মিত্রের প্রাক্তন আপ্ত-সহায়ক বাপি করিমকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কিন্তু সেই সময়ে বেশ কিছু প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে যান বাপি করিম । যেহেতু তিনি প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র আপ্ত-সহায়ক ছিলেন, তাই বেশকিছু হিসেব-নিকেশ তিনি জানতেন মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন : হাজিরা এড়ালেন মানস ভুঁইয়া, রোজভ্যালি কাণ্ডে গৌতম কুণ্ডুর মাকে তলব ইডির

পাশাপাশি অনুমান বেশ কয়েকবার মদন মিত্র সারদার কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠক করেছিলেন মিডল্যান্ড পার্কের অফিসে । সূত্রের খবর, সেই অফিসে একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন আপ্ত-সহায়ক বাপি করিম । ফলে তাঁদের মধ্যে কী কথাবার্তা হয়েছিল । কী হিসেব-নিকেশ হয়েছিল সমস্ত কিছুই তিনি জানেন এবং সারদাকাণ্ডে তদন্ত ক্ষেত্রে জবানবন্দী অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কাছে । তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.