ETV Bharat / city

Rujira Banerjee: ছোট্ট আয়াংশকে পাশে বসিয়ে ইডি-র প্রশ্নবাণ সামলালেন রুজিরা ! জবাবে 'নাখুশ' তদন্তকারীরা - কয়লা পাচারকাণ্ড

বৃহস্পতিবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সে সাড়ে ছ'ঘণ্টা ধরে রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে (Rujira Banerjee) জেরা করেন ইডি (Enforcement Directorate) আধিকারিকরা ৷ সূত্রের দাবি, রুজিরার জবাবে নাকি খুশি নন কেন্দ্রীয় তদন্তকারীরা ৷

ED officers interrogate Rujira Banerjee in West Bengal Coal Scam case
Rujira Banerjee: ছোট্ট আয়াংশকে পাশে বসিয়ে ইডি-র প্রশ্নবাণ সামলালেন রুজিরা ! জবাবে 'নাখুশ' তদন্তকারীরা
author img

By

Published : Jun 23, 2022, 9:14 PM IST

কলকাতা ও বিধাননগর, 23 জুন: টানা প্রায় সাড়ে ছ'ঘণ্টা ধরে রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে (Rujira Banerjee) জেরা করলেন ইডি (Enforcement Directorate) আধিকারিকরা ৷ বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ বিধাননগরের সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা ৷ সঙ্গে ছিল তাঁর শিশুপুত্র আয়াংশ ৷ ছেলেকে কোলে নিয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্থানীয় কার্যালয়ে ঢোকেন তিনি ৷

ইডি (ED) সূত্রে জানা গিয়েছে, এদিন ইডি-র কার্যালয়ে ঢোকার পর রুজিরার ছেলেকে তাঁর থেকে আলাদা করে দেওয়া হয় ৷ রুজিরাকে যে ঘরে জেরা করা হচ্ছিল, তার পাশের ঘরে তাঁর ছেলেকে রাখার ব্যবস্থা করা হয় ৷ কিন্তু, মাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে দেয় আয়াংশ ৷ এরপর বাধ্য হয়েই তাকে রুজিরা কাছে নিয়ে যাওয়া হয় ৷ একটি সোফায় ছেলেকে পাশে বসিয়েই গোয়েন্দাদের প্রশ্নের জবাব দেন রুজিরা ৷

আরও পড়ুন: অভিষেকের বাড়ি থেকে বেরোল সিবিআই, প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ রুজিরাকে

সূত্রের খবর, ঘণ্টার পর ঘণ্টা ধরে জেরা করলেও রুজিরার উত্তরে নাকি খুশি নন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ মূলত, কয়লা পাচারকাণ্ড (West Bengal Coal Scam) নিয়েই রুজিরাকে প্রশ্ন করা হয় ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত অনুপ মাঝির অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছিল ৷ সেই বিষয়ে রুজিরাকে প্রশ্ন করা হলেও বিশেষ কোনও তথ্য তিনি দেননি বলেই দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷

এছাড়াও, দেশে ও বিদেশে রুজিরার একাধিক ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নিয়েও প্রশ্ন করেন ইডি আধিকারিকরা ৷ ইডি-র দাবি, হাওড়ার বাসিন্দা এক চাটার্ড অ্য়াকাউন্ট্য়ান্ট রুজিরা ব্য়াঙ্কের কাজকর্ম সামলান ৷ তাঁর মাধ্যমেই নাকি বিপুল পরিমাণ অর্থ রুজিরার ব্যাংককের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে পাঠানো হয় ৷ ইডি আধিকারিকরা সেই চাটার্ড অ্যাকাউন্টের পরিচয় জানতে চান ৷ কিন্তু, রুজিরা তাঁদের কাছে দাবি করেন, তিনি ওই ব্যক্তিকে নাকি চেনেনই না !

সব মিলিয়ে দীর্ঘ প্রায় সাড়ে ছ'ঘণ্টা ধরে রুজিরাকে জেরা করা হলেও তাতে ইডি-র লাভ বিশেষ হয়নি বলেই শোনা যাচ্ছে ৷ সেক্ষেত্রে রুজিরাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে কিনা, সেই প্রশ্ন উঠছে ৷ প্রসঙ্গত, এদিন ইডি-র তরফে ছ'জনের একটি প্রতিনিধিদল রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে ৷

কলকাতা ও বিধাননগর, 23 জুন: টানা প্রায় সাড়ে ছ'ঘণ্টা ধরে রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে (Rujira Banerjee) জেরা করলেন ইডি (Enforcement Directorate) আধিকারিকরা ৷ বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ বিধাননগরের সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা ৷ সঙ্গে ছিল তাঁর শিশুপুত্র আয়াংশ ৷ ছেলেকে কোলে নিয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্থানীয় কার্যালয়ে ঢোকেন তিনি ৷

ইডি (ED) সূত্রে জানা গিয়েছে, এদিন ইডি-র কার্যালয়ে ঢোকার পর রুজিরার ছেলেকে তাঁর থেকে আলাদা করে দেওয়া হয় ৷ রুজিরাকে যে ঘরে জেরা করা হচ্ছিল, তার পাশের ঘরে তাঁর ছেলেকে রাখার ব্যবস্থা করা হয় ৷ কিন্তু, মাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে দেয় আয়াংশ ৷ এরপর বাধ্য হয়েই তাকে রুজিরা কাছে নিয়ে যাওয়া হয় ৷ একটি সোফায় ছেলেকে পাশে বসিয়েই গোয়েন্দাদের প্রশ্নের জবাব দেন রুজিরা ৷

আরও পড়ুন: অভিষেকের বাড়ি থেকে বেরোল সিবিআই, প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ রুজিরাকে

সূত্রের খবর, ঘণ্টার পর ঘণ্টা ধরে জেরা করলেও রুজিরার উত্তরে নাকি খুশি নন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ মূলত, কয়লা পাচারকাণ্ড (West Bengal Coal Scam) নিয়েই রুজিরাকে প্রশ্ন করা হয় ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত অনুপ মাঝির অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছিল ৷ সেই বিষয়ে রুজিরাকে প্রশ্ন করা হলেও বিশেষ কোনও তথ্য তিনি দেননি বলেই দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷

এছাড়াও, দেশে ও বিদেশে রুজিরার একাধিক ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নিয়েও প্রশ্ন করেন ইডি আধিকারিকরা ৷ ইডি-র দাবি, হাওড়ার বাসিন্দা এক চাটার্ড অ্য়াকাউন্ট্য়ান্ট রুজিরা ব্য়াঙ্কের কাজকর্ম সামলান ৷ তাঁর মাধ্যমেই নাকি বিপুল পরিমাণ অর্থ রুজিরার ব্যাংককের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে পাঠানো হয় ৷ ইডি আধিকারিকরা সেই চাটার্ড অ্যাকাউন্টের পরিচয় জানতে চান ৷ কিন্তু, রুজিরা তাঁদের কাছে দাবি করেন, তিনি ওই ব্যক্তিকে নাকি চেনেনই না !

সব মিলিয়ে দীর্ঘ প্রায় সাড়ে ছ'ঘণ্টা ধরে রুজিরাকে জেরা করা হলেও তাতে ইডি-র লাভ বিশেষ হয়নি বলেই শোনা যাচ্ছে ৷ সেক্ষেত্রে রুজিরাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে কিনা, সেই প্রশ্ন উঠছে ৷ প্রসঙ্গত, এদিন ইডি-র তরফে ছ'জনের একটি প্রতিনিধিদল রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.