ETV Bharat / city

Malay Ghatak : মলয় ঘটকের আর্জি খারিজ, 23 সেপ্টেম্বর হাজিরার নির্দেশ ইডির - Trinamool Congress

আইনমন্ত্রী মলয় ঘটক ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়েছিলেন ইডির কাছে ৷ সেই আর্জি খারিজ করে দিয়েছেন ইডি ৷ পরিবর্তে তাঁকে আগামী 23 সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ed issued fresh notice to malay ghatak summoned him on next 23 september
মলয় ঘটকের আর্জি খারিজ, 23 সেপ্টেম্বর হাজিরার নির্দেশ ইডির
author img

By

Published : Sep 14, 2021, 8:04 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর : মলয় ঘটকের আর্জি খারিজ করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ তাঁর সশরীরে হাজিরার বিষয়ে অনড় এই তদন্তকারী সংস্থা ৷ তাঁকে আগামী 23 সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ নয়াদিল্লিতে সংস্থার দফতরে গিয়েই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ইডির তরফে ৷

কয়লা পাচার কাণ্ডের তদন্তে পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটককে কয়েকদিন আগে নোটিস পাঠিয়েছিল ইডি ৷ তাঁকে আজ অর্থাৎ 14 সেপ্টেম্বর নয়াদিল্লির অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু মলয় ঘটক ইডির কাছে আর্জি জানান যে, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক । এত কম সময় তিনি হাজিরা দিতে পারবেন না । সেই আর্জিই খারিজ করে দিল ইডি ৷

প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে গত কয়েকদিনে বেশ কয়েকটি নোটিস ইস্যু করেছে ইডি ৷ প্রথমেই নোটিস দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ৷ দু’জনকেই নয়াদিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয় ৷

রুজিরা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন ৷ তিনি ইডির তদন্তকারীদের তাঁর বাড়িতে এসে জিজ্ঞাসাবাদের অনুরোধও করেছেন ৷ কিন্তু অভিষেক বন্দ্য়োপাধ্যায় হাজিরা দেন ইডির নয়াদিল্লির অফিসে গিয়ে ৷ প্রায় ন’ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয় ৷ তার পর আবার তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে ইডি ৷

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় এবার প্রভাবশালীদের নোটিস পাঠানোর পরিকল্পনা সিবিআইয়ের

যদিও এই ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল ৷ এখন ভবানীপুরের ভোট রয়েছে বলেই ইডিকে ব্যবহার করছে বিজেপি ৷ এমনই অভিযোগ তুলেছে তৃণমূল ৷

কলকাতা, 14 সেপ্টেম্বর : মলয় ঘটকের আর্জি খারিজ করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ তাঁর সশরীরে হাজিরার বিষয়ে অনড় এই তদন্তকারী সংস্থা ৷ তাঁকে আগামী 23 সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ নয়াদিল্লিতে সংস্থার দফতরে গিয়েই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ইডির তরফে ৷

কয়লা পাচার কাণ্ডের তদন্তে পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটককে কয়েকদিন আগে নোটিস পাঠিয়েছিল ইডি ৷ তাঁকে আজ অর্থাৎ 14 সেপ্টেম্বর নয়াদিল্লির অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু মলয় ঘটক ইডির কাছে আর্জি জানান যে, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক । এত কম সময় তিনি হাজিরা দিতে পারবেন না । সেই আর্জিই খারিজ করে দিল ইডি ৷

প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে গত কয়েকদিনে বেশ কয়েকটি নোটিস ইস্যু করেছে ইডি ৷ প্রথমেই নোটিস দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ৷ দু’জনকেই নয়াদিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয় ৷

রুজিরা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন ৷ তিনি ইডির তদন্তকারীদের তাঁর বাড়িতে এসে জিজ্ঞাসাবাদের অনুরোধও করেছেন ৷ কিন্তু অভিষেক বন্দ্য়োপাধ্যায় হাজিরা দেন ইডির নয়াদিল্লির অফিসে গিয়ে ৷ প্রায় ন’ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয় ৷ তার পর আবার তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে ইডি ৷

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় এবার প্রভাবশালীদের নোটিস পাঠানোর পরিকল্পনা সিবিআইয়ের

যদিও এই ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল ৷ এখন ভবানীপুরের ভোট রয়েছে বলেই ইডিকে ব্যবহার করছে বিজেপি ৷ এমনই অভিযোগ তুলেছে তৃণমূল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.