কলকাতা, 28 জুন: এসএসসি গ্রুপ-সি ও গ্রুপ-ডি এবং প্রাথমিকের নিয়োগ দুর্নীতি তদন্তে এ বার জোড়া এফআইআর দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Files Double FIR on SSC and Primary Recruitment Corruption Case) ৷ পাশাপাশি, এই মামলায় 2 জনকে আজই কলকাতার ইডি দফতরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷ সূত্রের খবর, এই মামলায় ইতিমধ্যে 5 জনকে আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷
এতদিন এসএসসি ও প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত সব মামলার তদন্ত করছিল সিবিআই ৷ সেই তদন্তেই নিয়োগের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার লেনদেনের তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে এসেছে বলে সূত্রের খবর ৷ ফলে এসএসসি গ্রুপ সি ও ডি এবং প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-কে তদন্তের আর্জি জানায় সিবিআই ৷ যার পর আদালতের অনুমতি নিয়ে দু’টি মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছে ইডি ৷ ইতিমধ্যে মামলার সঙ্গে জড়িত 5 জনকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা ৷ আজ আরও 2 জনকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে ৷ তার আগে এসএসসি গ্রুপ সি ও ডি এবং প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করেছে ইডি ৷
সিবিআই-এর তদন্তে জানা গিয়েছে, কয়েকশো অযোগ্য প্রার্থীকে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে ৷ এমনকী এর জন্য বিভিন্ন প্রভাবশালীদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা পড়েছে ৷ যা নিয়ে এ বার সিবিআই-এর সঙ্গে সমান্তরাল ভাবে তদন্ত করবে ইডি ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, অযোগ্য প্রার্থীদের কত টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছিল ? কারা কারা সেই টাকার ভাগ পেয়েছে ? সেই টাকা কোথা থেকে এসেছে ? এমন সব প্রশ্নের উত্তর পেতে এ বার এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷
আরও পড়ুন: SSC Recruitment Case : এসএসসি-কাণ্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত নথি পেতে সিবিআইয়ের দ্বারে ইডি
এ দিন সকালে মামলাকারী চাকরিপ্রার্থীদের কয়েকজনের সঙ্গে কথা বলেন ইডি আধিকারিকরা ৷ গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, নিয়োগ নিয়ে যে দুর্নীতি হচ্ছে, তা প্রথম সকলের নজরে আনেন মেধাতালিকায় থাকা চাকরিপ্রার্থীরাই ৷ তাঁরাই প্রথম কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ৷ ফলে অভিযুক্তের তালিকায় থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের আগে মামলাকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে একটি ধারণা তৈরি করে নিতে চাইছেন তদন্তকারীরা ৷