ETV Bharat / city

ED Lalbazar: হোটেলে অপেক্ষায় কলকাতা পুলিশ, দেখা করতে এলেন না ইডির ডেপুটি ডিরেক্টর - Lalbazar

জনস্বার্থ মামলা মিটিয়ে নেওয়ার নামে তোলা আদায়ে অভিযুক্ত ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমার ৷ তাঁকে গ্রেফতার করে তদন্ত করছে লালবাজার (Lalbazar) ৷ তদন্তে রাজীব কুমারের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারের একটি লিঙ্ক মিলেছে ৷ সেই সূত্রে ডেপুটি ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করতে যায় ইডি ৷ কিন্তু দেখা করতে এলেন না তিনি ৷

ED deputy director keeps Kolkata Police officers waiting at hotel
ED-Lalbazar
author img

By

Published : Aug 9, 2022, 4:45 PM IST

কলকাতা, 9 অগস্ট: রাঁচির আইনজীবী রাজীব কুমারকে গ্রেফতারের পর সামনে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারের নাম । এরপরেই তাঁকে সোমবার নোটিশ পাঠায় কলকাতা পুলিশ এবং তাতে বলা হয় ভুবেনেশ্বরের একটি হোটেলে ইডি গিয়ে সুবোধ কুমারকে আইনজীবী গ্রেফতার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করবেন ।

মঙ্গলবার সেই অনুযায়ী কলকাতা পুলিশের একটি বিশেষ প্রতিনিধি দল ভুবনেশ্বরের ওই হোটেলে ইডির ডেপুটি ডিরেক্টরের জন্য ঘন্টাখানেক ধরে অপেক্ষা করতে থাকে ৷ কিন্তু সুবোধ কুমার কলকাতা পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হননি(ED deputy director keeps Kolkata Police officers waiting at hotel) । পাশাপাশি তিনি কলকাতা পুলিশকে একটি ইমেল করেন ৷ যেখানে সুবোধ কুমার জানান, তিনি 17 অগস্ট পর্যন্ত ছুটিতে রয়েছেন ৷ আজ তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারবেন না । এ বার কোন আইনি প্রক্রিয়ায় এগনো যায় সেই নিয়ে ইতিমধ্যেই বৈঠকে বসেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বলে সূত্রের খবর ।

প্রসঙ্গত, সম্প্রতি রাঁচির আইনজীবী রাজীব কুমারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । অভিযোগ, রাজীব কুমার কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন । পরে সেই মামলা তুলে নেওয়ার জন্য ওই ব্যবসায়ীর কাছ থেকে 10 কোটি টাকা দাবি করেন ৷ সেই টাকার মধ্যে এক কোটি টাকা কলকাতার একটি শপিং মলের সামনে থেকে নেওয়ার সময় ওই আইনজীবীকে হাতেনাতে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ।

আরও পড়ুন: ইডির ডেপুটি ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করবে লালবাজার

বর্তমানে রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ আধিকারিকরা ৷ আর সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী তদন্ত চালাতে গিয়ে লালবাজারের গোয়েন্দারা জানতে পারেন ধৃত রাঁচি হাইকোর্টের আইনজীবী রাজীব কুমারের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারের যোগাযোগ রয়েছে ৷ এরপরেই সুবোধ কুমারকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায় কলকাতা পুলিশ ৷ ডেপুটি ডিরেক্টর বর্তমানে রয়েছেন ওড়িশায় । সেইমতো ভুবনেশ্বরের একটি হোটেলে আগে থেকেই পৌঁছে যায় কলকাতা পুলিশের আধিকারিকরা । কিন্তু তারা দীর্ঘক্ষন ধরে অপেক্ষা করতে থাকার পরেও সুবোধ কুমার আসেননি ৷ কলকাতা পুলিশকে মেইল করে তিনি জানিয়েছেন, 17 অগস্ট পর্যন্ত ছুটিতে রয়েছেন ফলে আজ জিজ্ঞাসাবাদের সন্মুখীন হতে পারবেন না ।

কলকাতা, 9 অগস্ট: রাঁচির আইনজীবী রাজীব কুমারকে গ্রেফতারের পর সামনে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারের নাম । এরপরেই তাঁকে সোমবার নোটিশ পাঠায় কলকাতা পুলিশ এবং তাতে বলা হয় ভুবেনেশ্বরের একটি হোটেলে ইডি গিয়ে সুবোধ কুমারকে আইনজীবী গ্রেফতার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করবেন ।

মঙ্গলবার সেই অনুযায়ী কলকাতা পুলিশের একটি বিশেষ প্রতিনিধি দল ভুবনেশ্বরের ওই হোটেলে ইডির ডেপুটি ডিরেক্টরের জন্য ঘন্টাখানেক ধরে অপেক্ষা করতে থাকে ৷ কিন্তু সুবোধ কুমার কলকাতা পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হননি(ED deputy director keeps Kolkata Police officers waiting at hotel) । পাশাপাশি তিনি কলকাতা পুলিশকে একটি ইমেল করেন ৷ যেখানে সুবোধ কুমার জানান, তিনি 17 অগস্ট পর্যন্ত ছুটিতে রয়েছেন ৷ আজ তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারবেন না । এ বার কোন আইনি প্রক্রিয়ায় এগনো যায় সেই নিয়ে ইতিমধ্যেই বৈঠকে বসেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বলে সূত্রের খবর ।

প্রসঙ্গত, সম্প্রতি রাঁচির আইনজীবী রাজীব কুমারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । অভিযোগ, রাজীব কুমার কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন । পরে সেই মামলা তুলে নেওয়ার জন্য ওই ব্যবসায়ীর কাছ থেকে 10 কোটি টাকা দাবি করেন ৷ সেই টাকার মধ্যে এক কোটি টাকা কলকাতার একটি শপিং মলের সামনে থেকে নেওয়ার সময় ওই আইনজীবীকে হাতেনাতে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ।

আরও পড়ুন: ইডির ডেপুটি ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করবে লালবাজার

বর্তমানে রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ আধিকারিকরা ৷ আর সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী তদন্ত চালাতে গিয়ে লালবাজারের গোয়েন্দারা জানতে পারেন ধৃত রাঁচি হাইকোর্টের আইনজীবী রাজীব কুমারের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারের যোগাযোগ রয়েছে ৷ এরপরেই সুবোধ কুমারকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায় কলকাতা পুলিশ ৷ ডেপুটি ডিরেক্টর বর্তমানে রয়েছেন ওড়িশায় । সেইমতো ভুবনেশ্বরের একটি হোটেলে আগে থেকেই পৌঁছে যায় কলকাতা পুলিশের আধিকারিকরা । কিন্তু তারা দীর্ঘক্ষন ধরে অপেক্ষা করতে থাকার পরেও সুবোধ কুমার আসেননি ৷ কলকাতা পুলিশকে মেইল করে তিনি জানিয়েছেন, 17 অগস্ট পর্যন্ত ছুটিতে রয়েছেন ফলে আজ জিজ্ঞাসাবাদের সন্মুখীন হতে পারবেন না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.