ETV Bharat / city

Kasba Fake Vaccine : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান ইডি-র - ED

কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আজ কলকাতার প্রায় 10টি জায়গায় গিয়ে তল্লাশি অভিযান চালায় ইডির গোয়েন্দারা ৷

ED conducts raids across 10 locations in Kolkata for Kasba fake vaccine case
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান চালালো ইডি
author img

By

Published : Sep 1, 2021, 4:26 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার কলকাতার 10টি জায়গায় তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ প্রসঙ্গত, গত জুন মাসে কসবা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতে ভুয়ো আইএএস আধিকারিক দেবাঞ্জন দেবকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

আজ সেই মামলার তদন্তের জন্য কলকাতার দশটি জায়গায় তল্লাশি চালালো ইডি ৷ গত 3 জুলাই দেবাঞ্জন দেবের কসবার অফিসে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ তদন্তকারী দল তল্লাশি চালায় ৷ কলকাতা পুলিশ সূত্রে খবর, তার অফিস থেকে বহু নথি উদ্ধার হয়েছে ৷ যার মধ্যে ছিল অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রার, ভিজিটর স্লিপ, চাকরির আবেদনপত্র, ভুয়ো টেন্ডারের নথি সহ আরও অনেক ভুয়ো নথি সেখান থেকে বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

আরও পড়ুন : Corona in India : এক লাফে 10 হাজার বাড়ল দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যুও

এই ঘটনার তদন্তের জন্য গত 25 জুলাই একটি সিট গঠন করে লালবাজার ৷ যে তদন্ত শুরু হয়েছিল তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর অভিযোগের উপর ভিত্তি করে ৷ যেখানে তিনি অভিযোগ করেছিলেন, দেবাঞ্জন দেবের আয়োজন করা ভ্যাকসিনেশন সেন্টার থেকে তিনি ভ্যাকসিন নিয়েছিলেন ৷ কিন্তু, ফোনে রেজিস্ট্রেশনের কোনওরকম মেসেজ না আসায় সন্দেহ হয় সাংসদের ৷ এর পরেই তিনি পুলিশের দ্বারস্থ হন ৷ সাংসদের কাছ থেকে অভিযোগ পেয়ে ঘটনায় তৎপরতার সঙ্গে সিট গঠন করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

কলকাতা, 1 সেপ্টেম্বর : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার কলকাতার 10টি জায়গায় তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ প্রসঙ্গত, গত জুন মাসে কসবা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতে ভুয়ো আইএএস আধিকারিক দেবাঞ্জন দেবকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

আজ সেই মামলার তদন্তের জন্য কলকাতার দশটি জায়গায় তল্লাশি চালালো ইডি ৷ গত 3 জুলাই দেবাঞ্জন দেবের কসবার অফিসে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ তদন্তকারী দল তল্লাশি চালায় ৷ কলকাতা পুলিশ সূত্রে খবর, তার অফিস থেকে বহু নথি উদ্ধার হয়েছে ৷ যার মধ্যে ছিল অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রার, ভিজিটর স্লিপ, চাকরির আবেদনপত্র, ভুয়ো টেন্ডারের নথি সহ আরও অনেক ভুয়ো নথি সেখান থেকে বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

আরও পড়ুন : Corona in India : এক লাফে 10 হাজার বাড়ল দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যুও

এই ঘটনার তদন্তের জন্য গত 25 জুলাই একটি সিট গঠন করে লালবাজার ৷ যে তদন্ত শুরু হয়েছিল তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর অভিযোগের উপর ভিত্তি করে ৷ যেখানে তিনি অভিযোগ করেছিলেন, দেবাঞ্জন দেবের আয়োজন করা ভ্যাকসিনেশন সেন্টার থেকে তিনি ভ্যাকসিন নিয়েছিলেন ৷ কিন্তু, ফোনে রেজিস্ট্রেশনের কোনওরকম মেসেজ না আসায় সন্দেহ হয় সাংসদের ৷ এর পরেই তিনি পুলিশের দ্বারস্থ হন ৷ সাংসদের কাছ থেকে অভিযোগ পেয়ে ঘটনায় তৎপরতার সঙ্গে সিট গঠন করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.