কলকাতা, 1 সেপ্টেম্বর: এতদিন ছিল মৌখিক অভিযোগ । সেটাই এবার আদালতে একেবারে লিখিত আকারে জমা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা । কিন্তু কী এই অভিযোগ ?
অভিযোগপত্রে ইডির তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে স্পষ্টভাবে জানানো হয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার আবাসন থেকে যে 27 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল । সেইগুলি নিয়োগ দুর্নীতির লভ্যাংশের টাকা অর্থাৎ ঘুষের টাকা । এই বিষয়ে প্রমাণস্বরূপ একাধিক নথিপত্র ইতিমধ্যেই আদালতে পেশ করেছেন তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি ইডির দাবি, শুধু পার্থ চট্টোপাধ্যায়ই নন, বরং তৃণমূলের একাধিক নেতা-নেত্রী রয়েছেন যাঁরা রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রীকে সুপারিশ পত্র পাঠিয়ে 'অযোগ্য' ব্যক্তিদের চাকরি পাইয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন ।
আরও পড়ুন : পার্থ-অর্পিতার একাধিক ভুয়ো সংস্থা, কর্মীদের বয়ান নথিভুক্ত করতে চায় ইডি
ইডির দাবি, এই চাকরিগুলির সুপারিশ একেবারে অফিসিয়াল লেটার প্যাডে লিখে পার্থ চট্টোপাধ্যায়কে জমা দেওয়া হয়েছিল । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানাচ্ছেন, গ্রেফতারির দিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে একাধিক নথিপত্র তাঁরা বাজেয়াপ্ত করেছিলেন ৷ সেই নথিপত্র ঘেঁটেই এই সকল বিস্ফোরক তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ।
বর্তমানে জেল হেফাজতে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় । সূত্রের খবর, খুব শীঘ্রই পার্থ এবং অর্পিতাকে সংশোধনাগারে গিয়ে এ বিষয়ে জেরা করবেন তদন্তকারী আধিকারিকরা ৷ সেই জেরা প্রক্রিয়া থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে গোয়েন্দাদের অনুমান ।