কলকাতা, 24 জুলাই: এসএসসি মামলায় ধৃত শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee in SSKM) এসএসকেএম হাসপাতালে ভর্তি করানোর নির্দেশে ক্ষুব্ধ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন ইডি-র গোয়েন্দারা । আজই সেই মামলার শুনানি হতে পারে (ED in High Court)৷
কেন পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম-এ ভর্তি করানোর নির্দেশ দেওয়া হল এই প্রশ্ন তুলেছে ইডি (ED challenges lower court decision)। গতকাল রাতেই আদালতের বিশেষ বেঞ্চ গঠনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির দ্বারস্থ হয় তারা । ব্যাংকশাল আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছে এনফোর্সনেন্ট ডিরেক্টরেট । আজই বিশেষ বেঞ্চ গঠন করার আবেদন জানানো হয়েছে । তাদের দাবি, এসএসকেএম নয় কমান্ড হাসপাতালে পাঠানো হোক পার্থকে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজই নতুন বেঞ্চ গঠনের অনুমতি দিলে এই মামলার শুনানি হতে পারে হাইকোর্টে।
আরও পড়ুন: এসএসকেএমে'র আইসিসিইউ'তে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়
উল্লেখ্য, গতকাল পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম-এ ভর্তি করানোর ব্যাপারে ব্যাংকশাল আদালতে প্রবল আপত্তি জানিয়েছিল ইডি । যদিও আদালত ইডির সেই আবেদন খারিজ করে দেয় ।
শুক্রবার সকাল থেকে টানা প্রায় সাড়ে 27 ঘণ্টার ম্যারাথন জেরায় অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এ কথা আগেই জানা গিয়েছিল ৷ শুক্রবার রাতেও তাঁর বাড়িতে যান চিকিৎসকরা ৷ সূত্রের খবর, শনিবার ইডি'র গ্রেফতারির পর তাঁর সেই শারীরিক অসুস্থতা আরও কিছুটা বাড়ে ৷ পার্থর এই অসুস্থতার বিষয়টি শনিবার ওঠে ব্যাংকশাল আদালতেও ৷ তাঁর আইনজীবীরা এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে বর্ষীয়ান এই তৃণমূল নেতার স্বাস্থ্য পরীক্ষার আবেদন জানান ৷ সেই আবেদন মেনে নেয় আদালত ৷ এরপরই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে (Partha Chatterjee in sskm hospital) ৷ এই মুহূর্তে আইসিসিইউ'এর 18 নম্বর বেডে ভর্তি শিল্পমন্ত্রী ৷