কলকাতা, 29 এপ্রিল : বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে রিপোর্ট তলব কমিশনের । তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠে সকাল থেকেই । কখনও বুথে ঢুকে প্রিজ়াইডিং অফিসারকে ধমক । তো কখনও তৃণমূলের এজেন্টকে ধমক । প্রত্যেকটি বিষয় নিয়েই রিপোর্ট তলব করেছে কমিশন । তাঁর বিরুদ্ধে উঠেছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ।
অভিযোগ, বাবুল তাঁর নিরাপত্তারক্ষীদের নিয়ে বুথে ঢুকেছিলেন । কমিশনের স্ট্যান্ডিং অর্ডার, বুথের মধ্যে কেউ সিকিওরিটি নিয়ে যেতে পারবেন না । 100 মিটার দূরে সেই সিকিওরিটিকে রেখে বুথে ঢুকতে হবে । যারা Z plus, SPG সিকিওরিটি পান তাঁরাই শুধু ব্যাতিক্রম । কিন্তু তাঁদের ক্ষেত্রেও শুধুমাত্র একজন সিকিওরিটি নিয়েই যাওয়া যাবে । এবং আর্মস ঢাকা অবস্থায় রাখতে হবে । অভিযোগ, বাবুল এইসব ক্ষেত্রে বিধি মানেননি ।