ETV Bharat / city

সমস্ত কোডাল নিয়মাবলী সম্পন্ন : অসহযোগিতার অভিযোগ ওড়াল রেল

সমস্ত কোডাল নিয়মাবলী সম্পন্ন । পূর্ত দপ্তরের বাধ্যতামূলক সুরক্ষা শংসাপত্রে অনুমোদন বাকি । মাঝেরহাট ব্রিজ নিয়ে এমনটাই জানাল পূর্ব রেল ।

Majherhat Bridge
Majherhat Bridge
author img

By

Published : Nov 27, 2020, 10:56 PM IST

কলকাতা, 27 নভেম্বর : মাঝেরহাট ওভারব্রিজ (ROB) পুনরায় চালু করার আগে সমস্ত কোডাল নিয়মাবলী সম্পন্ন হয়েছে । আশা করা হচ্ছে, পূর্ত দপ্তরের বাধ্যতামূলক সুরক্ষা শংসাপত্রটি রেলওয়ের ছাড়পত্র দেওয়ার জন্য শীঘ্রই গৃহীত হবে । রেলওয়ের তরফে অন্য কোনও ইশু বাকি নেই । জানিয়ে দিল পূর্ব রেল ।

  • All codal formalities prior to opening of the ROB have been completed. It is expected that mandatory safety certificate from PWD will be received shortly for giving clearance by Railways. No other issue is pending with Railways. https://t.co/I93NBUzAVo

    — Eastern Railway (@EasternRailway) November 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকালই তারাতলায় BJP কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি । মাঝেরহাট ব্রিজ চালুর দাবিতে আজ কৈলাস বিজয়বর্গীর নেতৃত্বে মিছিল করে তারা । কিন্তু BJP কর্মীরা জমায়েত করতেই পুলিশ বাধা দেয় । প্রায় 200 -র বেশি BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিশের মারে একজন BJP কর্মীর মাথা ফেটে যায় বলে BJP সূত্রে খবর । যদিও মাঝেরহাট ব্রিজ-কাজের গতি নিয়ে রেলের 'অসহযোগিতা'র দিকে আঙুল তোলে তৃণমূল । প্রথমে অরূপ বিশ্বাস এবং পরে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন রেলের অসহযোগিতার জন্যই কাজ শেষ করতে এত সময় লাগছে । মমতা তথা রাজ্য সরকারের সেই অভিযোগ আজ পুরোপুরি উড়িয়ে দিল রেল ।

কলকাতা, 27 নভেম্বর : মাঝেরহাট ওভারব্রিজ (ROB) পুনরায় চালু করার আগে সমস্ত কোডাল নিয়মাবলী সম্পন্ন হয়েছে । আশা করা হচ্ছে, পূর্ত দপ্তরের বাধ্যতামূলক সুরক্ষা শংসাপত্রটি রেলওয়ের ছাড়পত্র দেওয়ার জন্য শীঘ্রই গৃহীত হবে । রেলওয়ের তরফে অন্য কোনও ইশু বাকি নেই । জানিয়ে দিল পূর্ব রেল ।

  • All codal formalities prior to opening of the ROB have been completed. It is expected that mandatory safety certificate from PWD will be received shortly for giving clearance by Railways. No other issue is pending with Railways. https://t.co/I93NBUzAVo

    — Eastern Railway (@EasternRailway) November 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকালই তারাতলায় BJP কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি । মাঝেরহাট ব্রিজ চালুর দাবিতে আজ কৈলাস বিজয়বর্গীর নেতৃত্বে মিছিল করে তারা । কিন্তু BJP কর্মীরা জমায়েত করতেই পুলিশ বাধা দেয় । প্রায় 200 -র বেশি BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিশের মারে একজন BJP কর্মীর মাথা ফেটে যায় বলে BJP সূত্রে খবর । যদিও মাঝেরহাট ব্রিজ-কাজের গতি নিয়ে রেলের 'অসহযোগিতা'র দিকে আঙুল তোলে তৃণমূল । প্রথমে অরূপ বিশ্বাস এবং পরে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন রেলের অসহযোগিতার জন্যই কাজ শেষ করতে এত সময় লাগছে । মমতা তথা রাজ্য সরকারের সেই অভিযোগ আজ পুরোপুরি উড়িয়ে দিল রেল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.