ETV Bharat / city

আরও কয়েকটি পার্সেল ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের - corona

লকডাউনে সম্প্রতি কিছু যাত্রীবাহী ট্রেন চললেও প্রথম থেকেই চলছে পার্সেল ট্রেন। যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য। এবার আরও কয়েকটি পার্সেল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।

Parcel Express run till May 31
কলকাতা
author img

By

Published : May 15, 2020, 10:46 PM IST

কলকাতা, 15 মে: কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। ধাপে ধাপে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। অন্যদিকে 30 জুন পর্যন্ত বাতিল করা হয়েছে সবরকম ট্রেন পরিষেবা। তবে চলছে কয়েকটি বিশেষ ট্রেন ও শ্রমিক স্পেশাল। পূর্ব রেল সূত্রে খবর, লকডাউনের এই পর্বে রেলের বেশ কিছু নিয়ম শিথিল হতে পারে। তবে প্রথম থেকেই দেশের বিভিন্ন প্রান্তে অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দিতে চালু রয়েছে পার্সেল ট্রেন। এবার আরও কয়েকটি পার্সেল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল।

লকডাউনের মাঝেও যাতে বাজারে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহে ঘাটতি না হয় সে কথা মাথায় রেখেই চালানো হচ্ছে স্পেশাল পার্সেল এক্সপ্রেস ট্রেনগুলি। যাতে করে খাদ্য সামগ্রী, প্রাণদায়ী ওষুধ, চিকিৎসা সরঞ্জাম সহ অন্যান্য জরুরি পণ্য দ্রুত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছে পূর্ব রেল। ইতিমধ্যে যেসব রুটে পূর্ব রেলের পার্সেল ট্রেন চালানো হয়েছে সেগুলি হল- শিয়ালদা-গুয়াহাটি-শিয়ালদা, হাওড়া-গুয়াহাটি-হাওড়া, হাওড়া-জামালপুর-হাওড়া, হাওড়া-নিউ দিল্লি-হাওড়া, শিয়ালদা-নিউ দিল্লি-শিয়ালদা ও হাওড়া-মুম্বই-CSMT-হাওড়া।

লকডাউনের পর 10 এপ্রিল থেকেই পূর্ব রেল পার্সেল এক্সপ্রেস ট্রেনগুলি চালানো শুরু করে। এখনও পর্যন্ত 268টি পার্সেল ট্রেন চালানো হয়েছে। যাতে করে 3 হাজার 661 টন অত্যাবশ্যকীয় সামগ্রী দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছে পূর্ব রেলের পার্সেল ট্রেনগুলি। এবার নতুন করে আগামী 31 মে পর্যন্ত আরও কয়েকটি মালবাহী ট্রেন বা পার্সেল এক্সপ্রেস চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল।

31 মে পর্যন্ত যেসব পার্সেল ট্রেনগুলি চালানো হবে পূর্ব রেলের তরফে সেগুলি হল---

00303/00304 হাওড়া-গুয়াহাটি-হাওড়া পার্সেল এক্সপ্রেস- ট্রেনটি হাওড়া থেকে 17, 20, 22, 24, 27,29 ও 31 মে-তে ছাড়বে। গুয়াহাটি থেকে ছাড়বে 19, 22, 24, 26, 29, 31 মে ও 2 জুন।

00305/00306 হাওড়া-জামালপুর-হাওড়া পার্সেল এক্সপ্রেস- ট্রেনটি 16 মে থেকে 31 মে পর্যন্ত প্রতিদিন হাওড়া থেকে ছাড়বে। অন্যদিকে জামালপুর থেকে ট্রেনটি 17 মে থেকে 1 জুন পর্যন্ত প্রতিদিন ছাড়বে।

00307/00308 হাওড়া-মুম্বই CMST-হাওড়া পার্সেল এক্সপ্রেস- ট্রেনটি হাওড়া থেকে 19, 21, 26 ও 28 মে ছাড়বে। ট্রেনটি মুম্বই CMST থেকে 23, 25, 30 ও 01 জুন ছাড়বে।

00309/00310 হাওড়া-নিউ দিল্লি-হাওড়া পার্সেল এক্সপ্রেস- ট্রেনটি হাওড়া থেকে 16, 18, 19, 21, 23, 25, 30 মে ও 01 জুন ছাড়বে। ট্রেনটি নিউ দিল্লি থেকে 18, 20, 21, 23, 25, 27, 28, 30 মে ও 01 জুন ছাড়বে।

00311/00312 শিয়ালদা-নিউ দিল্লি-শিয়ালদা পার্সেল এক্সপ্রেস- ট্রেনটি শিয়ালদা থেকে 16, 18, 19 21, 23, 25, 26, 28 ও 30 মে তারিখে ছাড়বে। ট্রেনটি নিউ দিল্লি থেকে 18, 20, 21, 23, 25, 27, 28, 30 মে ও 01 জুন ছাড়বে।

00317/00318 হাওড়া-ভোপাল-হাওড়া পার্সেল এক্সপ্রেস- ট্রেনটি হাওড়া থেকে 18 ও 25 মে ছাড়বে। ট্রেনটি আবার ভোপাল থেকে 20 ও 27 মে ছাড়বে।

কলকাতা, 15 মে: কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। ধাপে ধাপে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। অন্যদিকে 30 জুন পর্যন্ত বাতিল করা হয়েছে সবরকম ট্রেন পরিষেবা। তবে চলছে কয়েকটি বিশেষ ট্রেন ও শ্রমিক স্পেশাল। পূর্ব রেল সূত্রে খবর, লকডাউনের এই পর্বে রেলের বেশ কিছু নিয়ম শিথিল হতে পারে। তবে প্রথম থেকেই দেশের বিভিন্ন প্রান্তে অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দিতে চালু রয়েছে পার্সেল ট্রেন। এবার আরও কয়েকটি পার্সেল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল।

লকডাউনের মাঝেও যাতে বাজারে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহে ঘাটতি না হয় সে কথা মাথায় রেখেই চালানো হচ্ছে স্পেশাল পার্সেল এক্সপ্রেস ট্রেনগুলি। যাতে করে খাদ্য সামগ্রী, প্রাণদায়ী ওষুধ, চিকিৎসা সরঞ্জাম সহ অন্যান্য জরুরি পণ্য দ্রুত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছে পূর্ব রেল। ইতিমধ্যে যেসব রুটে পূর্ব রেলের পার্সেল ট্রেন চালানো হয়েছে সেগুলি হল- শিয়ালদা-গুয়াহাটি-শিয়ালদা, হাওড়া-গুয়াহাটি-হাওড়া, হাওড়া-জামালপুর-হাওড়া, হাওড়া-নিউ দিল্লি-হাওড়া, শিয়ালদা-নিউ দিল্লি-শিয়ালদা ও হাওড়া-মুম্বই-CSMT-হাওড়া।

লকডাউনের পর 10 এপ্রিল থেকেই পূর্ব রেল পার্সেল এক্সপ্রেস ট্রেনগুলি চালানো শুরু করে। এখনও পর্যন্ত 268টি পার্সেল ট্রেন চালানো হয়েছে। যাতে করে 3 হাজার 661 টন অত্যাবশ্যকীয় সামগ্রী দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছে পূর্ব রেলের পার্সেল ট্রেনগুলি। এবার নতুন করে আগামী 31 মে পর্যন্ত আরও কয়েকটি মালবাহী ট্রেন বা পার্সেল এক্সপ্রেস চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল।

31 মে পর্যন্ত যেসব পার্সেল ট্রেনগুলি চালানো হবে পূর্ব রেলের তরফে সেগুলি হল---

00303/00304 হাওড়া-গুয়াহাটি-হাওড়া পার্সেল এক্সপ্রেস- ট্রেনটি হাওড়া থেকে 17, 20, 22, 24, 27,29 ও 31 মে-তে ছাড়বে। গুয়াহাটি থেকে ছাড়বে 19, 22, 24, 26, 29, 31 মে ও 2 জুন।

00305/00306 হাওড়া-জামালপুর-হাওড়া পার্সেল এক্সপ্রেস- ট্রেনটি 16 মে থেকে 31 মে পর্যন্ত প্রতিদিন হাওড়া থেকে ছাড়বে। অন্যদিকে জামালপুর থেকে ট্রেনটি 17 মে থেকে 1 জুন পর্যন্ত প্রতিদিন ছাড়বে।

00307/00308 হাওড়া-মুম্বই CMST-হাওড়া পার্সেল এক্সপ্রেস- ট্রেনটি হাওড়া থেকে 19, 21, 26 ও 28 মে ছাড়বে। ট্রেনটি মুম্বই CMST থেকে 23, 25, 30 ও 01 জুন ছাড়বে।

00309/00310 হাওড়া-নিউ দিল্লি-হাওড়া পার্সেল এক্সপ্রেস- ট্রেনটি হাওড়া থেকে 16, 18, 19, 21, 23, 25, 30 মে ও 01 জুন ছাড়বে। ট্রেনটি নিউ দিল্লি থেকে 18, 20, 21, 23, 25, 27, 28, 30 মে ও 01 জুন ছাড়বে।

00311/00312 শিয়ালদা-নিউ দিল্লি-শিয়ালদা পার্সেল এক্সপ্রেস- ট্রেনটি শিয়ালদা থেকে 16, 18, 19 21, 23, 25, 26, 28 ও 30 মে তারিখে ছাড়বে। ট্রেনটি নিউ দিল্লি থেকে 18, 20, 21, 23, 25, 27, 28, 30 মে ও 01 জুন ছাড়বে।

00317/00318 হাওড়া-ভোপাল-হাওড়া পার্সেল এক্সপ্রেস- ট্রেনটি হাওড়া থেকে 18 ও 25 মে ছাড়বে। ট্রেনটি আবার ভোপাল থেকে 20 ও 27 মে ছাড়বে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.