কলকাতা, 19 মার্চ : প্রাথমিকভাবে কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পরিচ্ছন্নতার দিকে জোর দিতে বলেছে স্বাস্থ্য মন্ত্রক ৷ সেই নির্দেশিকা মেনে কলকাতা মেট্রোতে শুরু হল সাফাই অভিযান ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর ছ’টি স্টেশনে প্রতিষেধক ও কেমিক্যাল ব্যবহার করে পরিষ্কার করা হচ্ছে ৷
ইস্ট-ওয়েস্ট মেট্রোর ছ’টি স্টেশন ৷ প্রতিদিন বহু মানুষের যাতায়ত ৷ কোনওভাবেই যাতে মারণ কোরোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে, তার জন্য সব মেট্রো স্টেশন পরিষ্কার করা হচ্ছে ৷ সাফাইয়ের জন্য প্রতিষেধক ও কেমিক্যাল ব্যবহার করছেন মেট্রো কর্মীরা ৷ বাদ যায়নি মেট্রো রেকও ৷ রেকের চেয়ার থেকে স্টিলের হ্যান্ডেল, জানালা সবই পরিষ্কার করা হচ্ছে ৷ R1, R2, R3 কেমিক্যালের ব্যবহার করা হচ্ছে ৷
মেট্রো রেলের জন সংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘যাত্রীদের পাশাপাশি আমরা কর্মীদের স্বাস্থ্যের দিকেও নজর দিয়েছি ৷ মেট্রো কর্মীদের সারাদিন কয়েক হাজার মানুষের সংস্পর্শে আসতে হয় ৷ তাঁদের স্যানিটাইজার দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করতে বলা হচ্ছে ৷ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে ৷’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘আগের তুলনায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর কোচ পরিষ্কার করতে দ্বিগুণ সময় ব্যয় করা হচ্ছে ৷ আগে রাত আটটায় শেষ পরিষেবার পর পরিষ্কার করা হত ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক ৷ এখন প্রত্যেক ট্রিপের আগে ও পরে পরিষ্কার করা হচ্ছে রেক ৷’’