ETV Bharat / city

DYFI: নাগরিকদের জন্য ডিওয়াইএফআই চালু করল হোয়্যাটসঅ্যাপ হেলপলাইন নম্বর - DYFI

বেআইনিভাবে গাছ কাটা, পুকুর ভরাট ঠেকাতে ডিওয়াইএফআই(DYFI)চালু করল হোয়্যাটসঅ্যাপ নম্বর ৷ নম্বরগুলি হল 9062449500, 9748125423 ।

DYFI starts WhatsApp helpline number for citizens
DYFI
author img

By

Published : Jul 20, 2022, 10:01 PM IST

কলকাতা, 20 জুলাই: 'পাহারায় পাবলিক' কর্মসূচিতে সারা মেলার পর পরিবেশ রক্ষায় সামাজিক মাধ্যমকে হাতিয়ার করছে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই । শুধুমাত্র দাবি আদায়ের লড়াই নয়, এবার একটু অন্য পথে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে চায় সিপিএম । সেই উদ্দেশ্যে পরিবেশ রক্ষায় আন্দোলনকেই পাখির চোখ করেছেন তারা ।

জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন থেকে জলা ভূমি রক্ষা বা গাছ রক্ষা সবই এই পরিবেশ আন্দোলনের অংশ । সেই উদ্দেশ্যে এবার বেআইনিভাবে গাছ কাটা বা জলাশয় ভরাট দেখলেই নাগরিকরা সেই ছবি তুলে পাঠাতে পারেন ডিওয়াইএফআই-এর হোয়্যাটস অ্যাপে(WhatsApp)৷ নম্বরগুলি হল 9062449500, 9748125423 । সংগঠনের তরফে আবেদন করা হয়েছে, কোনওরকম এই সম্পর্কিত ঘটনা ঘটলে দুটি নম্বরে তার ছবি ও তথ্য পাঠান । রাজ্যের পরিবেশ দফতর ও কলকাতা পৌরনিগমের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করবেন সংগঠন(DYFI starts WhatsApp helpline number for citizens) ।

উল্লেখ্য, সম্প্রতি নাগরিক সমস্যা জানাতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছেন ফিরহাদ হাকিম । তাতে ছবি ও তথ্য দিয়ে অভিযোগ জানানো যায় । আবার সিপিআইএম রাজ্য কমিটির তরফেও 'পাহারায় পাবলিক' একটি কর্মসূচি নেওয়া হয়েছে ৷ যেখানে বিভিন্ন জেলায় শাসকদলের নেতাদের কী পরিমান সম্পত্তি রয়েছে সেই তথ্য নথি-সহ আপলোড করার আবেদন করা হয়েছে নাগরিকদের কাছে । এতে সাড়া পাওয়ার পরেই এবার বাম যুব সংগঠনের নতুন কর্মসূচি ।

আরও পড়ুন: বেকারত্বের বিরুদ্ধে 3 নভেম্বর সংসদ অভিযানে ডিওয়াইএফআই

সংগঠনের কলকাতা জেলার সম্পাদক পৌলবি মজুমদার বলেন, "মেয়র একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছেন নাগরিকদের ক্ষোভ জানানোর জন্য । সেখানে নাগরিকরা অভাব অভিযোগ পাঠালেও তা খুলে দেখা হয় না । আমরা সকলেই জানি টক টু মেয়র অনুষ্ঠানে কী হয় । তবে নাগরিকদের কাছে অনুরোধ আমাদের নম্বরে পাঠান এমন অভিজ্ঞতা হবে না । নাগরিকরা এগিয়ে এলে, সহযোগিতা করলে, মহানগরের শাসকদলের মদতে যেভাবে গাছ কাটা, জলা ভরাট ও বেআইনি নির্মাণ হচ্ছে, তা আমরা আটকাতে পারব এবং সেই প্রবণতা কমাতে পারব ।"

কলকাতা, 20 জুলাই: 'পাহারায় পাবলিক' কর্মসূচিতে সারা মেলার পর পরিবেশ রক্ষায় সামাজিক মাধ্যমকে হাতিয়ার করছে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই । শুধুমাত্র দাবি আদায়ের লড়াই নয়, এবার একটু অন্য পথে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে চায় সিপিএম । সেই উদ্দেশ্যে পরিবেশ রক্ষায় আন্দোলনকেই পাখির চোখ করেছেন তারা ।

জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন থেকে জলা ভূমি রক্ষা বা গাছ রক্ষা সবই এই পরিবেশ আন্দোলনের অংশ । সেই উদ্দেশ্যে এবার বেআইনিভাবে গাছ কাটা বা জলাশয় ভরাট দেখলেই নাগরিকরা সেই ছবি তুলে পাঠাতে পারেন ডিওয়াইএফআই-এর হোয়্যাটস অ্যাপে(WhatsApp)৷ নম্বরগুলি হল 9062449500, 9748125423 । সংগঠনের তরফে আবেদন করা হয়েছে, কোনওরকম এই সম্পর্কিত ঘটনা ঘটলে দুটি নম্বরে তার ছবি ও তথ্য পাঠান । রাজ্যের পরিবেশ দফতর ও কলকাতা পৌরনিগমের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করবেন সংগঠন(DYFI starts WhatsApp helpline number for citizens) ।

উল্লেখ্য, সম্প্রতি নাগরিক সমস্যা জানাতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছেন ফিরহাদ হাকিম । তাতে ছবি ও তথ্য দিয়ে অভিযোগ জানানো যায় । আবার সিপিআইএম রাজ্য কমিটির তরফেও 'পাহারায় পাবলিক' একটি কর্মসূচি নেওয়া হয়েছে ৷ যেখানে বিভিন্ন জেলায় শাসকদলের নেতাদের কী পরিমান সম্পত্তি রয়েছে সেই তথ্য নথি-সহ আপলোড করার আবেদন করা হয়েছে নাগরিকদের কাছে । এতে সাড়া পাওয়ার পরেই এবার বাম যুব সংগঠনের নতুন কর্মসূচি ।

আরও পড়ুন: বেকারত্বের বিরুদ্ধে 3 নভেম্বর সংসদ অভিযানে ডিওয়াইএফআই

সংগঠনের কলকাতা জেলার সম্পাদক পৌলবি মজুমদার বলেন, "মেয়র একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছেন নাগরিকদের ক্ষোভ জানানোর জন্য । সেখানে নাগরিকরা অভাব অভিযোগ পাঠালেও তা খুলে দেখা হয় না । আমরা সকলেই জানি টক টু মেয়র অনুষ্ঠানে কী হয় । তবে নাগরিকদের কাছে অনুরোধ আমাদের নম্বরে পাঠান এমন অভিজ্ঞতা হবে না । নাগরিকরা এগিয়ে এলে, সহযোগিতা করলে, মহানগরের শাসকদলের মদতে যেভাবে গাছ কাটা, জলা ভরাট ও বেআইনি নির্মাণ হচ্ছে, তা আমরা আটকাতে পারব এবং সেই প্রবণতা কমাতে পারব ।"

For All Latest Updates

TAGGED:

DYFI
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.