ETV Bharat / city

পৌরনিগমে বিক্ষোভ DYFI-র, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি - DYFI aggitation due to appoinment

26 হাজার শূন্যপদে স্থায়ী নিয়োগের দাবিতে DYFI-সহ বামযুব সংগঠনগুলোর প্রতিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার কলকাতা পৌরনিগম চত্বরে ৷ পরে তিনজনের একটি প্রতিনিধি দল মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেয় ৷ সমস্যা সমাধানের আশ্বাস দেন মেয়র ফিরহাদ হাকিম ৷

পৌরনিগমের সামনে DYFI-র বিক্ষোভ
author img

By

Published : Aug 7, 2019, 8:16 PM IST

Updated : Aug 7, 2019, 8:33 PM IST

কলকাতা, 7 অগাস্ট : পৌরনিগমে 26 হাজার শূন্যপদে স্থায়ী নিয়োগের দাবিতে DYFI-সহ বামযুব সংগঠনগুলোর প্রতিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার কলকাতা পৌরনিগম চত্বরে ৷ আজ সকালে রাজা সুবোধ মল্লিক স্কয়্যার থেকে কলকাতা পৌরনিগমের উদ্দেশে বিক্ষোভ মিছিল করে DYFI-সহ বামযুব সংগঠন ৷

সকালে বিক্ষোভ মিছিল পৌরনিগমের সামনে এলেই ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ ৷ বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ ফলে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ৷ লাঠিচার্জের জেরে কয়েকজন DYFI নেতা সামান্য আহত হন ৷ পরে তিনজনের একটি প্রতিনিধি দল মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন ৷

ভিডিয়ো শুনুন

আরও পড়ুন : পুজোর আগেই পৌরনিগমের 1300 শূন্যপদে নিয়োগ

মেয়রের সঙ্গে দেখা করার পর DYFI নেতা কলতান দাশগুপ্ত ও ধ্রুবজ্যোতি চক্রবর্তী বলেন, "মেয়র জানান, নয় হাজার পদে নিয়োগের ক্ষেত্রে সরকারি অনুমতির জন্য চিঠি পাঠানো হয়েছে ৷ অক্টোবরে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়া হবে ৷ ডিসেম্বরের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র ৷" মেয়রের আশ্বাস পাওয়ার পর সংগঠনের তরফে জানানো হয়, অক্টোবরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে ৷ নাহলে আবারও পৌরনিগমে এসে ফের বিক্ষোভে সামিল হবে সংগঠন ৷

কলকাতা, 7 অগাস্ট : পৌরনিগমে 26 হাজার শূন্যপদে স্থায়ী নিয়োগের দাবিতে DYFI-সহ বামযুব সংগঠনগুলোর প্রতিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার কলকাতা পৌরনিগম চত্বরে ৷ আজ সকালে রাজা সুবোধ মল্লিক স্কয়্যার থেকে কলকাতা পৌরনিগমের উদ্দেশে বিক্ষোভ মিছিল করে DYFI-সহ বামযুব সংগঠন ৷

সকালে বিক্ষোভ মিছিল পৌরনিগমের সামনে এলেই ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ ৷ বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ ফলে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ৷ লাঠিচার্জের জেরে কয়েকজন DYFI নেতা সামান্য আহত হন ৷ পরে তিনজনের একটি প্রতিনিধি দল মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন ৷

ভিডিয়ো শুনুন

আরও পড়ুন : পুজোর আগেই পৌরনিগমের 1300 শূন্যপদে নিয়োগ

মেয়রের সঙ্গে দেখা করার পর DYFI নেতা কলতান দাশগুপ্ত ও ধ্রুবজ্যোতি চক্রবর্তী বলেন, "মেয়র জানান, নয় হাজার পদে নিয়োগের ক্ষেত্রে সরকারি অনুমতির জন্য চিঠি পাঠানো হয়েছে ৷ অক্টোবরে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়া হবে ৷ ডিসেম্বরের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র ৷" মেয়রের আশ্বাস পাওয়ার পর সংগঠনের তরফে জানানো হয়, অক্টোবরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে ৷ নাহলে আবারও পৌরনিগমে এসে ফের বিক্ষোভে সামিল হবে সংগঠন ৷

Intro:ন হাজার শূন্যপদে নিয়োগের আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। জলপাইগুড়ি অক্টোবর মাসে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন মেয়র। আজ ডি আই এফ আই সহ বাম যুব সংগঠনগুলি 26 হাজার শূন্যপদের দাবিতে মিছিল করে। নাই রাজা সুবোধ মল্লিক স্কয়ার থেকে কলকাতা দমদম এর সদর দপ্তর কোন শহরে এসে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা।
আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে এক প্রতিনিধিদল মেয়রের সঙ্গে দেখা করে মেয়রের কাছে একটি ডেপুটেশন পত্র জমা দেয়। ডি ওয়াই ফাই নেতা কলতান দাশগুপ্ত অর্জুন চক্রবর্তী জানিয়েছেন শূন্য পদে নিয়োগের আশ্বাস দিয়েছেন মেয়র। ডিসেম্বর মাসের 9 হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। অক্টোবর মাসে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। যদি ডিসেম্বর মাসে ও কোন ব্যবস্থা না নেয়া হয় না হলে আগামী দিনের আন্দোলনের পথে যাবে বলে জানিয়েছেন তারা।


Body:শূন্য পদে নিয়োগ দাবিতে মিছিল যখন কলকাতা পৌর নিগমের সদর দপ্তরে এসে পৌঁছায় তখন মিছিলে বাধা দেয় পুলিশ। ব্যারিকেড করে পুলিশ মিছিল আটকে দেয় সদর দফতরের সামনে। আন্দোলনকারীরা ভেঙ্গে এগিয়ে গেলে মিছিল নিয়ন্ত্রণে আনতে মৃদু পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেধে যায়। অবশেষে আন্দোলনকারীরা পুরো নিগমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে।


Conclusion:huNi
Last Updated : Aug 7, 2019, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.