কলকাতা, 7 অগাস্ট : পৌরনিগমে 26 হাজার শূন্যপদে স্থায়ী নিয়োগের দাবিতে DYFI-সহ বামযুব সংগঠনগুলোর প্রতিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার কলকাতা পৌরনিগম চত্বরে ৷ আজ সকালে রাজা সুবোধ মল্লিক স্কয়্যার থেকে কলকাতা পৌরনিগমের উদ্দেশে বিক্ষোভ মিছিল করে DYFI-সহ বামযুব সংগঠন ৷
সকালে বিক্ষোভ মিছিল পৌরনিগমের সামনে এলেই ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ ৷ বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ ফলে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ৷ লাঠিচার্জের জেরে কয়েকজন DYFI নেতা সামান্য আহত হন ৷ পরে তিনজনের একটি প্রতিনিধি দল মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন ৷
আরও পড়ুন : পুজোর আগেই পৌরনিগমের 1300 শূন্যপদে নিয়োগ
মেয়রের সঙ্গে দেখা করার পর DYFI নেতা কলতান দাশগুপ্ত ও ধ্রুবজ্যোতি চক্রবর্তী বলেন, "মেয়র জানান, নয় হাজার পদে নিয়োগের ক্ষেত্রে সরকারি অনুমতির জন্য চিঠি পাঠানো হয়েছে ৷ অক্টোবরে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়া হবে ৷ ডিসেম্বরের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র ৷" মেয়রের আশ্বাস পাওয়ার পর সংগঠনের তরফে জানানো হয়, অক্টোবরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে ৷ নাহলে আবারও পৌরনিগমে এসে ফের বিক্ষোভে সামিল হবে সংগঠন ৷