ETV Bharat / city

Durga Puja Inauguration: পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন মমতার ! তীব্র আক্রমণ বিজেপির - শুভেন্দু অধিকারী

এবছর মহালয়ার (Mahalaya) আগেই দুর্গাপুজোর উদ্বোধন (Durga Puja Inauguration) করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ আর এ নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক ৷

Durga Puja Inauguration by Mamata Banerjee before Mahalaya sparks new Controversy
Durga Puja Inauguration: পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন ! মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব বিরোধী দলনেতা
author img

By

Published : Sep 23, 2022, 2:16 PM IST

Updated : Sep 23, 2022, 3:09 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: দুর্গাপুজোর আগেই শুরু নতুন বিতর্ক ৷ পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে চলছে সমালোচনা ৷ সরব রাজ্যের বিরোধী রাজনৈতিক শিবির ৷ হিন্দু শাস্ত্র অনুসারে, মহালয়া (Mahalaya) থেকে শুরু হয় দেবীপক্ষ ৷ তার আগে পর্যন্ত থাকে পিতৃপক্ষ ৷ প্রচলিত নিয়ম হল, দেবীপক্ষের নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট তিথিতেই দশভূজার আবাহন করতে হয় ৷ কিন্তু, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) দুর্গাপুজোর উদ্বোধনের প্রক্রিয়া (Durga Puja Inauguration) শুরু করে দিয়েছেন ৷ যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে ৷ হিন্দু শাস্ত্র ও আধ্যাত্মিক বিভিন্ন বিষয় নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁদের একাংশ বলছেন, এই আচরণ নিয়মবিরুদ্ধ ৷ কারণ, দুর্গাপুজোর উদ্বোধন একটি শুভ আচার ৷ আর পিতৃপক্ষে এই ধরনের কোনও শুভ কাজ সম্পন্ন করা যায় না ৷ এ নিয়ে বৃহস্পতিবারই টুইটারে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ একই সুর শোনা গিয়েছে আরও অনেকের গলাতেই ৷

  • বাংলার লজ্জা
    পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করে দিলেন মাননীয়া। পিতৃপক্ষে পূর্ব পুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়। প্রেত দোষ মুক্ত করার জন্য উত্তরপুরুষ ব্রতী হন। এখন কোনও শুভ কাজ হয় না। দেবীপক্ষে নবরাত্রি শুরু হলে মায়ের আরাধনা হয়। বাঙালির সবটাই একা শেষ করে দেওয়ার সংকল্প নিয়েছেন। pic.twitter.com/56mAO14bYI

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ নিয়ে শুভেন্দু তাঁর ভেরিফায়েড টুইটার অ্য়াকাউন্টে লিখেছেন, "বাংলার লজ্জা ৷ পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করে দিলেন মাননীয়া ৷ পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয় ৷ প্রেত দোষ মুক্ত করার জন্য উত্তরপুরুষ ব্রতী হন ৷ এখন কোনও শুভ কাজ হয় না ৷ দেবীপক্ষে নবরাত্রি শুরু হলে মায়ের আরাধনা হয় ৷ বাঙালির সবটাই একা শেষ করে দেওয়ার সংকল্প নিয়েছেন ৷" উল্লেখ্য, বৃহস্পতিবারই কলকাতা লাগোয়া লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং সল্টলেকের একটি সর্বজনীন পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার প্রেক্ষিতেই সংশ্লিষ্ট পোস্টটি করেন শুভেন্দু ৷

আরও পড়ুন: সবাই যখন ঠাকুর দেখেন, আমি তখন পাহারা দিই ! শ্রীভূমির মঞ্চে বললেন মমতা

এই প্রসঙ্গে বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি বলেন, "পিতৃপক্ষে কোনও শুভ কাজ করার নিয়ম নেই বলেই জানি ৷ কারণ, এই সময় 14 জন আলাদা আলাদা পিতৃপুরুষের উদ্দেশে তর্পন করা হয় ৷ এটাই নিয়ম ৷ কিন্তু সেটা আমরা করতে পারি না বলেই মহালয়ার দিন সব পিতৃপুরুষদের নামে তপন করি ৷ পিতৃপক্ষ শেষ হলে কুমার ঊষা লগ্নে একটি প্রদীপ জ্বালিয়ে মায়ের চক্ষুদান করা হয় ৷ তবে আমাদের মুখ্যমন্ত্রী এসবের ধার ধারেন না ৷ পিতৃপক্ষ শেষ হয়নি, মায়ের চক্ষুদান করা হয়নি, অথচ তার মধ্যেই মায়ের পুজোর উদ্বোধন করে দিলেন তিনি ! আসলে ব্যাপক দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরাতেই এক মাস আগে পুজোর আমেজ তৈরি করতে চাইছেন তিনি ৷ আগে-ভাগে পুজো উদ্বোধন করে দিয়ে মানুষকে মাতিয়ে রাখতে চাইছেন ৷ তবে তিনি বুঝতে পারছেন না যে আপাতত শাক দিয়ে মাছ ঢাকা গেলেও আঁশটে গন্ধ তো বেরোবেই ৷ সেটা ঢাকবেন কী দিয়ে ?" প্রসঙ্গত, রাজর্ষির বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে চর্চার অভ্য়াস রয়েছে ৷

লক্ষ্যণীয় বিষয় হল, এ নিয়ে মুখ খুলেছে বামেরাও ! পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও ৷

কলকাতা, 23 সেপ্টেম্বর: দুর্গাপুজোর আগেই শুরু নতুন বিতর্ক ৷ পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে চলছে সমালোচনা ৷ সরব রাজ্যের বিরোধী রাজনৈতিক শিবির ৷ হিন্দু শাস্ত্র অনুসারে, মহালয়া (Mahalaya) থেকে শুরু হয় দেবীপক্ষ ৷ তার আগে পর্যন্ত থাকে পিতৃপক্ষ ৷ প্রচলিত নিয়ম হল, দেবীপক্ষের নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট তিথিতেই দশভূজার আবাহন করতে হয় ৷ কিন্তু, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) দুর্গাপুজোর উদ্বোধনের প্রক্রিয়া (Durga Puja Inauguration) শুরু করে দিয়েছেন ৷ যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে ৷ হিন্দু শাস্ত্র ও আধ্যাত্মিক বিভিন্ন বিষয় নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁদের একাংশ বলছেন, এই আচরণ নিয়মবিরুদ্ধ ৷ কারণ, দুর্গাপুজোর উদ্বোধন একটি শুভ আচার ৷ আর পিতৃপক্ষে এই ধরনের কোনও শুভ কাজ সম্পন্ন করা যায় না ৷ এ নিয়ে বৃহস্পতিবারই টুইটারে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ একই সুর শোনা গিয়েছে আরও অনেকের গলাতেই ৷

  • বাংলার লজ্জা
    পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করে দিলেন মাননীয়া। পিতৃপক্ষে পূর্ব পুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়। প্রেত দোষ মুক্ত করার জন্য উত্তরপুরুষ ব্রতী হন। এখন কোনও শুভ কাজ হয় না। দেবীপক্ষে নবরাত্রি শুরু হলে মায়ের আরাধনা হয়। বাঙালির সবটাই একা শেষ করে দেওয়ার সংকল্প নিয়েছেন। pic.twitter.com/56mAO14bYI

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ নিয়ে শুভেন্দু তাঁর ভেরিফায়েড টুইটার অ্য়াকাউন্টে লিখেছেন, "বাংলার লজ্জা ৷ পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করে দিলেন মাননীয়া ৷ পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয় ৷ প্রেত দোষ মুক্ত করার জন্য উত্তরপুরুষ ব্রতী হন ৷ এখন কোনও শুভ কাজ হয় না ৷ দেবীপক্ষে নবরাত্রি শুরু হলে মায়ের আরাধনা হয় ৷ বাঙালির সবটাই একা শেষ করে দেওয়ার সংকল্প নিয়েছেন ৷" উল্লেখ্য, বৃহস্পতিবারই কলকাতা লাগোয়া লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং সল্টলেকের একটি সর্বজনীন পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার প্রেক্ষিতেই সংশ্লিষ্ট পোস্টটি করেন শুভেন্দু ৷

আরও পড়ুন: সবাই যখন ঠাকুর দেখেন, আমি তখন পাহারা দিই ! শ্রীভূমির মঞ্চে বললেন মমতা

এই প্রসঙ্গে বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি বলেন, "পিতৃপক্ষে কোনও শুভ কাজ করার নিয়ম নেই বলেই জানি ৷ কারণ, এই সময় 14 জন আলাদা আলাদা পিতৃপুরুষের উদ্দেশে তর্পন করা হয় ৷ এটাই নিয়ম ৷ কিন্তু সেটা আমরা করতে পারি না বলেই মহালয়ার দিন সব পিতৃপুরুষদের নামে তপন করি ৷ পিতৃপক্ষ শেষ হলে কুমার ঊষা লগ্নে একটি প্রদীপ জ্বালিয়ে মায়ের চক্ষুদান করা হয় ৷ তবে আমাদের মুখ্যমন্ত্রী এসবের ধার ধারেন না ৷ পিতৃপক্ষ শেষ হয়নি, মায়ের চক্ষুদান করা হয়নি, অথচ তার মধ্যেই মায়ের পুজোর উদ্বোধন করে দিলেন তিনি ! আসলে ব্যাপক দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরাতেই এক মাস আগে পুজোর আমেজ তৈরি করতে চাইছেন তিনি ৷ আগে-ভাগে পুজো উদ্বোধন করে দিয়ে মানুষকে মাতিয়ে রাখতে চাইছেন ৷ তবে তিনি বুঝতে পারছেন না যে আপাতত শাক দিয়ে মাছ ঢাকা গেলেও আঁশটে গন্ধ তো বেরোবেই ৷ সেটা ঢাকবেন কী দিয়ে ?" প্রসঙ্গত, রাজর্ষির বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে চর্চার অভ্য়াস রয়েছে ৷

লক্ষ্যণীয় বিষয় হল, এ নিয়ে মুখ খুলেছে বামেরাও ! পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও ৷

Last Updated : Sep 23, 2022, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.