কলকাতা, 13 ফেব্রুয়ারি : জনপ্রিয় বিদেশি ব্র্যান্ডের ফাউন্ডেশন, লিপস্টিক বা নেলপলিশ । বহুল প্রচলিত সেই ব্র্যান্ডের কাজল, সিঁদুর, কমপ্যাক্ট কিংবা অন্য জিনিসপত্র ব্যবহার করেন অনেকেই । কিন্তু যেগুলো ব্যবহার করছেন সেগুলো আসল তো? প্রশ্ন তুলে দিল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের রেইড । ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার করা না হলেও, উদ্ধার হয়েছে বহু নকল সামগ্রী । দেখতে অবিকল এক । সাধারণভাবে দেখলে পার্থক্য করা যাবে না আসল-নকলের।
খিদিরপুরের কালমার্কস সরণির "ফেস টু ফেস" দোকান অত্যন্ত জনপ্রিয় বিদেশি ব্র্যান্ডের প্রসাধনী সরঞ্জামের জন্য । কিন্তু গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশ । সেই দোকানেই বিক্রি হচ্ছে নকল সামগ্রী । যার দাম নেওয়া হচ্ছে আসলের । এই দোকান থেকে জিনিস কেনার ফলে প্রতারিত হয়েছেন বহু মানুষ । তারপরেই আজ চালানো হয় বিশেষ রেইড ।
অভিযান চালাতেই উদ্ধার হয়েছে নকল 200 প্যাকেট ফাউন্ডেশন, 4500টি লিপস্টিক, 1200 প্যাকেট কাজল, 200 প্যাকেট সিঁদুর, 500 প্যাকেট কম্প্যাক্ট, আড়াইশোটি কম্প্লেকশন কেয়ার ক্রিম । জানা গেছে এই দোকানের মালিক আসলাম আলম । ওই ব্যক্তি আপাতত ফেরার বলে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে খবর । তার খোঁজ চলছে । কী ধরনের বস্তু নিয়ে ওই নকল জিনিসপত্র তৈরি হচ্ছিল, তা জানার জন্য সেগুলি ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে । টেস্ট রিপোর্ট আসার পরেই নেয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ ।